আবার গ্রামিন সিমে লিক হলো ইন্টারনেট ডাটা।জিপির অফিসিয়াল সেটিংসেই জিরো ব্যালেন্সে নেট চালান কম্পিউটার/মোবাইলে,সাথে নিয়ে নিন এন্ড্রয়েডে বাংলালিংকের ফ্রি নেট ট্রিক্স With Big File Download

সবাই ভালো আছেন আশা করছি।আপনাদের হয়ত মনে আছে রোজার ঈদের সময় গ্রামিন সিমে বন্ধু প্যাকেজে সব সাইট ফ্রি ব্রাউস করা যাচ্ছিল।সবার সিমে ৪ জিবি করে নেট দিয়ে দিছিল সেটার কথা বলছি না।এটা কিছুদিন পরের কাহিনি।আজ এক মাস পর জিপিতে সব সাইট অফিসিয়াল সেটিংসেই ফ্রি চালানো যাচ্ছে।আমি শুধুমাত্র P1 প্যাকেজ একটিভ রাখছি এবং 3G  গতিতে সব সাইট চালাতে পারছি।৩০ মেগাবাইট শেষ হলে আবার P1 প্যাক একটিভ করতে হয় এই হলো অসুবিধা।ঈদের সময় দুই তিন ধরে চলার পর এটা জিপি বন্ধ করে দেয়।হয়ত  আজ কালের মধ্যেই আবার বন্ধ হয়ে যাবে।

আমার বর্তমান পরিস্থিতি বলি,তাহলে হয়ত আপনাদের কাছে আরো পরিষ্কার হবে।

বিকালের দিকে এক ফ্রেন্ড বলল সে আবার সব সাইট ফ্রি চালাতে পারছেন।আমি তখন ট্রাই করি,কিন্তু পারি নাই।কিছুক্ষন বাংলালিংক সিমে চালানোর পর জিপি দিয়ে ঢুকে দেখি সত্যিই চলছে।এরপর P1 প্যাকেজের ৩০ মেগাবাইট শেষ হয়ে গেলে নতুন করে প্যাকেজ *500*0# ডায়াল করি।সিমে কোন টাকা ছিল না।কিন্তু নতুন প্যাকেজ নেওয়ার পর আবার ঝামেলা শুরু করে।দুই তিন বার ফোন রিস্টার্ট দেওয়ার পর আবার কানেক্ট হয়।আবার ৩০ মেগা শেষ হয়ে গেলে এন্ড্রয়েড ফোনে Aeroplane Mood নামে যে অপশন টা আছে সেটা কইয়েক বার টিপার পর আবার কানেক্ট হয়।বুজতেই পারছেন কি জ্ঞাঞ্জাম।তবে কস্ট না করলে কি জানি একটা বাগধারা আছে,সেটা মনে রাখতে হবে।বন্ধু ছাড়া অন্য প্যাকেজ মনে হয় হয় না।প্যাকেজ মাইগ্রেট করতে B লিখে 4444 এ পাঠিয়ে দিন।এই মুহুর্তে আমার এন্ড্রয়েড ফোন পিসিতে মডেম হিসেবে কানেক্ট করে ফ্রিতেই এই টিউন টা করছি।আপনাদের কারো একেবারেই না হলে টিউনের শেষ অংশে জিপির একটা ফ্রি নেটের পুরাতন তবে ওয়ার্কিং ট্রিক্স দিলাম।আর আমার টাকা/মেগাবাইট নাই আগেই বললাম,আপনাদের কেটে নিলে আমাকে দোষ দিয়েন না।আর ৪ মেগাবাইটের 3G প্যাকেজ কিনে নিলেও আনলিমিটেড চালানো যাচ্ছে,শুধু নেট ডিসকানেক্ট করা যাবেন না।

এবার দেখাচ্ছি কিভাবে বাংলালিংক সিমে এন্ড্রয়েডে ফ্রি নেট ব্যাবহার করবেন আর বড় বড় ফাইল ডাউনলোড দিবেন।

এটা নিয়ে আগেও মনে হয় দুইজন পোস্ট করছেন।একজনের সার্ভার টা বন্ধ হয়ে গেছে।আরেকজনের প্রক্সি টুল ডাউনলোডের জায়গায় নিজের সাইটের লিংক দিয়ে রাখছিলেন।তাই আমার একটা সার্ভার শেয়ার করছি।

প্রথমেই ইন্টারনেট কনফিগারেশন সেট করুন।এটা করতে আপনাকে মোবাইলের Settings>More>Mobile Network>Access Point Names>Banglalink এ গিয়ে অপশন [লেফট বাটন] ক্লিক করে New Apn এ ক্লিক করতে হবে।ইচ্ছাহলে পুরাতন বানানো কোন Apn ও নিচের মত মোডিফাই করতে পারেন।তবে খেয়াল রাখবেন একটা এডিট করে আরেকটা একটিভ রাখবেন না ।–

Name: ইচ্ছামত

APN:blwap

Proxy:127.0.0.1

Port:8080

দিয়ে এই সেটিংসটি এপ্লাই করুন।

এবার এখান থেকে Qpithon এপটা ডাউনলোড করে ইন্সটল দিন।

আর এখান থেকে ১.৫ মেগাবাইটের রার ফাইল ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন।

Download

ফাইলটা সরাসরি ম্যামরি কার্ড/SD কার্ডে এক্সট্রাক্ট করবেন।ফোন ম্যামরি বেশি থাকলেও SD তেই রাখবেন।SD card এর নাম রিনেম করা থাকলে পুনরায় SD card করুন।সবকিছু ঠিক থাকলে আপনার ম্যামরিকার্ডে নানান ফোল্ডারের পাশাপাশি আরো দুইটা বাড়তি ফাইল যুক্ত হবে।একটার নাম com.hipipal.qpyplus এবং আরেকটা SimpleServer.ini. এগুলা ধরার দরকার নাই।INI কনফিগার করেছেন সারওয়ার শুভ

এখন কিছুক্ষন আগে ডাউনলোড করা Qpithon এপ টা অপেন করুন।নিচের মত একটা সবুজ হলুদ বাটন দেখবেন,

এখন মাঝখানের সবুজ হলুদ বাটন টায় ক্লিক করে  ক্লিক করে Run Local Project এ ক্লিক করুন।

এবার “ইশরাক সার্ভার” তে ক্লিক করুন।

তাহলে নিচের মত অনেক লেখা আসতে থাকবে।

এটা মিনিমাইজ করে দিন।মিনিমাইজ অর্থাত Middle Button চাপুন।তাহলে নোটিফিকেশন বারে এরকম দেখতে পাবেন

হয়ে গেল সেটিংস করা। ডাউনলোড করার জন্য নিচের এপটা ব্যাবহার করতে পারেন।

Uc Browser Mini

এছাড়া Easy Browser / UC Browser 9.2 তেও এটা চলে।তবে Http সাইট চালানো যায় না।তাই লিংক দিলাম না।

এবার বাংলালিংককে Bamboo দিতে থাকেন।কিছু সাজেশনঃ –

উপরের ব্রাউসার দিয়ে ব্রাউস করে মোটেই মজা নাই,তবে ডাউনলোড করে প্রচুর শান্তি।যখন বড় ফাইল নামাবেন – ৫০০ মেগা থেকে ১ জিবি তখন ক্লাউড ডাউনলোড করবেন।তাতে রেজুম করতে সুবিধা হবে।ক্লাউড ডাউনলোড খুবই সহজ।ব্রাউসারে ফেসবুকের সাথে সাইন ইন করে টেমপোরারি ৪ জিবি এবং পার্মানেন্ট ২ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যায়।স্টোরেজে ফাইল অনলাইন থেকে সংরক্ষন করতে কোন মেগা লাগবে না।পরে স্টোরেজ থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে ফুল স্পিড এবং সব ফাইলের রেজুম সাপোর্ট পাবেন।স্টোরেজ ভর্তি হয়ে গেলে ফাইল ডিলেট করতে পারবেন।

গ্রামিন ফ্রি ইন্টারনেট –

বাংলালিংকে কয়েকটা এপ চালানো গেলেও জিপির অবস্থা সেই তুলনায় ক্রিটিকাল।শুধুমাত্র YANDEX HANDELER এ চালাতে পারবেন নিচের পদ্ধতিতে।রাতে ২ টার পর আমি স্পিড বেশি পাই।সর্বোচ্চ ১০০ মেগাবাইট পর্যন্ত নামে তখন।দিনে ডাউনলোড হয় না বললেই চলে।তবে ব্রাউস মুটামুটি করা যায়।২জি ব্যাবহারকারিরা চালিয়ে মোটেই মজা পাবেন না।প্রথমেই নিচের মত সেটিংস করুনঃ

Name: দেন একটা ইচ্ছামত

Proxy:10.128.1.2

Port:8080

আপনার কাছে যদি Yandex Handeler ব্রাউসার ৭.৫ থেকে থাকে,তাহলে আর লাগবে না।না থাকলে এখান থেকে নামিয়ে নিন

http://www.datafilehost.com/d/7caad27d

নামিয়ে ইন্সটল করে নিন।ব্রাউসার আনলক কোড চাইলে এই এড্রেস টা কোড হিসেবে দিয়ে দিন। http://www.nextwap.net

ব্রাউসার ইন্সটল করতে অল্প কয়েক কিলোবাইট লাগবে।যাদের ব্যালেন্স একেবারে জিরো তারা এই প্রক্সি ব্যাবহার করেন শুধুমাত্র ইন্সটলের জন্য।

Procy:141.000.011.241

Port:80

ইন্সটল হয়ে গেলে আবার আগের প্রক্সি দিন

এবার Yandex Handeler Opera টা ওপেন করুন,মেনুতে নিচের ছবির মত বসান

Front Quary:
zero.wikipedia.org @ [@ এর আগে স্পেস আছে]

Proxy Type:
HTTP
Proxy Server:
bite4-cust.opera-mini.net:80

কাজ শেষ হলে সেভ দিয়ে ব্রাউসার সেটিংসে গিয়ে Protocol Http করে দিন।আর এড্রেস বারে লেখুন Opera:Config এই কোডটি।Opera:Config এড্রেসে গিয়ে নিচের মত নানান লেখা পাবেন।

এখান থেকে Loading Timeout টা 3600 করে সেভ দিয়ে বের হয়ে আসুন।

এরপর চালাতে থাকুন।আগেই বলছি দিনে ভালো স্পিড পায় না।আর বড় ফাইল ডাউনলোড দিতে Hideme.be এবং Australia-proxy.com এর মত সাইট ব্যাবহার করুন।এগুলা সাইট ব্যাবহারের নিওম অনেকে জানেন না।তাদের জন্য বলছি –

কোন ডাউনলোড লিংক কপি করে Hideme.be এই এড্রেসে গিয়ে দেখবেন Google এর মত সার্চ বক্স আছে।এখানে লিংকটা পেস্ট করে এই সাইটের মাধ্যেমে ঐ লিংকে পরে ডাউনলোড দেন।এতে করে ডাউনলোড ফেইল কম হবে।এগুলা প্রক্সি সাইটের আরো অনেক সুবিধা আছে।যেমন,সহজেই আইপি এড্রেস চেঞ্জ হয়ে ইন্টারনেটে Anonymous হয়ে যাওয়া যায়,মাঝে মাঝে সরকার থেকে বিভিন্ন এড্রেস ব্লক করে দিলেও এগুলা সাইটের মাধ্যমে ব্লকড এড্রেস ব্রাউস করা যায়।এছাড়া বাংলাদেশে বসে লন্ডনে চলে পারবেন।ডিঃ

আপনাদের সুবিধার জন্য আরোও কিছু প্রক্সি সাইট দিচ্ছি –

http://­turbohide.com/

http://soloxy.com/

http://hideip.co/

<

Level New

আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সিমে টাকা আছে নচেৎ একটু চেকে দেখতাম আরকি কারো যদি কাজ করে একটু বলবেন আরকি ।

@আব্দুল মোমিন ভাই,টাকা না থাকায় বেঁচে গেছি,টাকা কেটে নিতে পারে।তবে ডাউনলোডে পুষিয়ে নিচ্ছি।সমস্যা একটাই,৩০ মেগাবাইট কিছুক্ষনেই শেষ হয়ে যায়

thanks ভাই প্রিয়te rakhlam.

    @তৌফিক: আপনাকেও ধন্যবাদ,উৎসাহ পেয়ে ভালো লাগছে

😮 ভালো

brower a kono proxy use kora jabe na r setting ta aktu den

    @ইমরান খান: না ব্রাউসারে প্রক্সি লাগবে না,শুধুমাত্র শেষেরটার ক্ষেত্র লাগবে

faaauul post. kaaj kore naa…. not work faul post

    ধন্যবাদ মেহেদি ভাই,ফালতু পোস্ট করতে পেরে ভালো লাগছে,কয়জনে এরকম ফালতু পোস্ট দিতে পারে বলেন?আর গতকাল রাতের টিউন এটা,সারারাত কই ছিলেন আপনি?
    জিপির অফিসিয়াল কফিগারেশন এখন বন্ধ আছে, আবার চালু হতে পারে,আগেও বন্ধ হইছে।
    উপরের কোন এক ফালতু ট্রিক্স দিয়েই টিউমেন্ট করলাম

এখন আবার জিপির টা কাজ করছে

থ্যাঙ্কস নাম mention এর জন্য BL এর ফ্রি নেট এখন চলে
আর কারোর যদি অপেরা প্রিতি থাকে তবে Opera Mobile Classic ব্যবহার করতে পারেন যদিও সব সাইট চলবে না

    গোলাম সারোয়ার: আপনাকেও ধন্যবাদ সারওয়ার

নতুন টিউনার হিসেবে ভালো হইসে

ধন্যবাদ

আপনাদের সকলকে অনুরোধ করছি দয়া করে জিপির ফ্রি নেট ইউজ করা থেকে বিরত থাকুন। আর টেকটিউন্সের মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি টিঊনটি ডিলেট করার জন্য।

    @Green spider: সবুজ মাকড়শা,আপনাকে সেদিন দেখলাম কয়েকজনের কাছে রাম ধোলাই খাচ্ছেন আজে বাজে মন্তব্য করার জন্য,তবুও শিক্ষা হলো না ভাই?আমি তো মডারেটরদের দৃস্টি আকর্ষন করছি আপনার আইডি ব্যান করার জন্য।

Level 0

vai banglalink diye pc te free use korar trick keu ki janen ?

    @Rafz: দুঃক্ষিত ভাই,জানা নাই,এটা নিয়ে কখনো কাজও করি নাই

    @Rafz: ha ami jani bl free net for pc akon simple server diye cholse.

Green spider শালাতো বহুত বড় হারামি।

    @নুরুল আলম ভাই: না উনি জিপির পক্ষ টেকটিউন্সে নিযুক্ত কাস্টমার কেয়ার ওরফে রক্তচোষা সিম জিপির দালাল ,উনার কাজ ফাউল মন্তব্য করা

      @Bootable Ishraque: foull comments koi korlam ? free use kora ki thik? apni nijei bolun…. akhiraat e er ki jobab diben Allah er kase..!

      @Bootable Ishraque: foul comments koi korlam ? free net use kora ki thik? apni nijei bolun…. akhiraat e er ki jobab diben Allah er kase..!

আমি ভাই করো মন্তব্য করিতে চাইনা। চুরির লাইন বন্ধ হউক তা চাই। আমি মন থেকে চাই অপারেটররা যে হাজার হাজার কোটি টাকা দেশে কর ফাকি দেয় তা তারা ঠিক মত দেশে প্রদান করে। চুরি যেন না করে। এবং প্রতি জিবি৩০টাকা এবং আনলিমিটেড ২০০/৩০০টাকা করে। আমি একজন ব্যবসায়িক ছাত্র হিসেবে বলছি। যখন যাহা সহজ লভ্য হয় তাহা চুরি হয়না।

Ishraque টিক বলেছেন। Green spider জিপি যদি ইন্ডিয়ার মত কম দামে আমাদেরকে ডাটা দেয় তাহলে আমরা কেহই ফ্রির চিন্তা করব না। আজাইরা প্যাচাল না পাইরা দাম কমাইবার অনুরোধ করুন জিপিকে। খামাকা এখানে চিল্লাইয়া লাভ নাই। ফ্রি চালাইব পারলে টেকাও।

শুনলাম #হারামির ফোন থুক্কুরি ণাউযুবিল্লাহ,গ্রামীনফোনের এই জুন – জুলাই অর্থ বছরে ২০০কোটি টাকা Net profit কম হএছে ।তাই এইবার আমাদের সবার #target হবে ৫০০কোটি টাকার লাভ কমানো free Net use করে ।
আপ্নারা সবাই তাই বেশি বেশি ফ্রী নেট use করুন & goal পুরন করুন।
আশা করি সবাই ফ্রী নেট use কর্ছেন বিভিন্ন site or গ্রুপ অবলম্বন করে ¡ but হারামির ফোনের দালাল কিছুই কর্তে পার্ছে না 😀 😀 😛

সত্য আমারা ছাত্র বাসায় না হয় ব্রডব্যান্ড ব্যবহার করলাম (অনেকে তাও করতে পারে না) এখন এক জায়গায় গেলাম একটা প্রয়োজনে নেট connection এর দরকার হল মোবাইল এ
যে টাকা আছে তা দিয়ে ডাটা কেনার উপায় নেই এখন কি করব বলুন @Green spider

আপনি প্রয়োজনে কর্তৃপক্ষকে বলুন দাম কমাতে ।

আর বাংলাদেশে এর চেয়ে ঢের বেশি অনিয়ম হচ্ছে অন্য জায়গায় সেখানে আল্লাহ হিসাব নিবে না 😀

যতদোষ আমাদের মত গরিব ছাত্রদের তারা এই ভাবে নেট ব্যবহার করে তাদের শিক্ষাজীবন কে আগিয়ে নিলে ।

আর হ্যাকিং দোষের কি না তা দিয়ে উপকার হয় ।

@Green spider: আপনার ইসলামিক সাওয়াল ও জবাব আপনার টিউনেই স্পস্টভাবে অনেকে দিছে, শুধু ফাউল কমেন্টই না,ফাউল টিউনও করেন এবং সুবিধাজনক অবস্থানে গিয়ে রিপ্লাই দেন আপনি,যাই হোক, জিপির এক্সক্লুসিভ ট্রিক্স কামিং, স্টে টিউন,কন্টিনিউ দালালিং

যারা এই ট্রিক্স ব্যবহার করুছেন কিন্তু অপেরা ব্যবহার করতে পারছেন না এটা নামান

http://www.tusfiles.net/ngff5qm46xg2

বা,http://kargames.wapka.mobi/site_1.xhtml?get-tit=Last%2010%20downloads&get-file=304&get-redirect=1

আসল কথা হল টিটিতে ফ্রি নেটের টিউন করা মানে ,ফ্রি নেট বন্দ করা যরা যে ভাবে পারেন ফ্রি নেট চালান দয়া করে টিউন করবেন না। আর পারেন না করা ফ্রি নেট গুরুদের সাথে ফেজবুকে যোগাযোগ করুন আমাদের এবারের টার্গেট কমপক্ষে প্রতি মাসে ১৫ জিবি বাশঁ আইক্ষাওয়ালা বাশঁ প্রতি জন জিপিকে দিতে হবে।

@নুরুল আলম: সমস্যা থাকলে পালিয়ে না গিয়ে মোকাবেলা করতে হবে,আপনার যদি ধারনা হয় গ্রিন স্পাউডারের মত দালালরা শুধু টিটিতেই আছে সেটা ঠিক না।আর ১০ জন চালাবে আর ১০ জন তাকিয়ে দেখবে এটাও খারাপ দেখা যায়,শেয়ারিং এর জন্য টিটিই সর্বোত্তম জায়গা,ফ্রি সার্ভার বের হলেই জিপির টেকনিশিয়ান টিম মুটামুটি সাথে সাথেই কাজ করে দেয় এটা বন্ধ করতে।তাই যতদিন চলে সবাইকে নিয়ে বাশ দেওয়া উচিত,বাশের পরিমান বাড়বে।আর জিনিয়াস ভাইরা ফ্রি নেট ডেভলপিয়ে এগিয়ে আসলে তো কথাই নাই

Comments are closed.