সবাই ভালো আছেন আশা করছি।আপনাদের হয়ত মনে আছে রোজার ঈদের সময় গ্রামিন সিমে বন্ধু প্যাকেজে সব সাইট ফ্রি ব্রাউস করা যাচ্ছিল।সবার সিমে ৪ জিবি করে নেট দিয়ে দিছিল সেটার কথা বলছি না।এটা কিছুদিন পরের কাহিনি।আজ এক মাস পর জিপিতে সব সাইট অফিসিয়াল সেটিংসেই ফ্রি চালানো যাচ্ছে।আমি শুধুমাত্র P1 প্যাকেজ একটিভ রাখছি এবং 3G গতিতে সব সাইট চালাতে পারছি।৩০ মেগাবাইট শেষ হলে আবার P1 প্যাক একটিভ করতে হয় এই হলো অসুবিধা।ঈদের সময় দুই তিন ধরে চলার পর এটা জিপি বন্ধ করে দেয়।হয়ত আজ কালের মধ্যেই আবার বন্ধ হয়ে যাবে।
আমার বর্তমান পরিস্থিতি বলি,তাহলে হয়ত আপনাদের কাছে আরো পরিষ্কার হবে।
বিকালের দিকে এক ফ্রেন্ড বলল সে আবার সব সাইট ফ্রি চালাতে পারছেন।আমি তখন ট্রাই করি,কিন্তু পারি নাই।কিছুক্ষন বাংলালিংক সিমে চালানোর পর জিপি দিয়ে ঢুকে দেখি সত্যিই চলছে।এরপর P1 প্যাকেজের ৩০ মেগাবাইট শেষ হয়ে গেলে নতুন করে প্যাকেজ *500*0# ডায়াল করি।সিমে কোন টাকা ছিল না।কিন্তু নতুন প্যাকেজ নেওয়ার পর আবার ঝামেলা শুরু করে।দুই তিন বার ফোন রিস্টার্ট দেওয়ার পর আবার কানেক্ট হয়।আবার ৩০ মেগা শেষ হয়ে গেলে এন্ড্রয়েড ফোনে Aeroplane Mood নামে যে অপশন টা আছে সেটা কইয়েক বার টিপার পর আবার কানেক্ট হয়।বুজতেই পারছেন কি জ্ঞাঞ্জাম।তবে কস্ট না করলে কি জানি একটা বাগধারা আছে,সেটা মনে রাখতে হবে।বন্ধু ছাড়া অন্য প্যাকেজ মনে হয় হয় না।প্যাকেজ মাইগ্রেট করতে B লিখে 4444 এ পাঠিয়ে দিন।এই মুহুর্তে আমার এন্ড্রয়েড ফোন পিসিতে মডেম হিসেবে কানেক্ট করে ফ্রিতেই এই টিউন টা করছি।আপনাদের কারো একেবারেই না হলে টিউনের শেষ অংশে জিপির একটা ফ্রি নেটের পুরাতন তবে ওয়ার্কিং ট্রিক্স দিলাম।আর আমার টাকা/মেগাবাইট নাই আগেই বললাম,আপনাদের কেটে নিলে আমাকে দোষ দিয়েন না।আর ৪ মেগাবাইটের 3G প্যাকেজ কিনে নিলেও আনলিমিটেড চালানো যাচ্ছে,শুধু নেট ডিসকানেক্ট করা যাবেন না।
এবার দেখাচ্ছি কিভাবে বাংলালিংক সিমে এন্ড্রয়েডে ফ্রি নেট ব্যাবহার করবেন আর বড় বড় ফাইল ডাউনলোড দিবেন।
এটা নিয়ে আগেও মনে হয় দুইজন পোস্ট করছেন।একজনের সার্ভার টা বন্ধ হয়ে গেছে।আরেকজনের প্রক্সি টুল ডাউনলোডের জায়গায় নিজের সাইটের লিংক দিয়ে রাখছিলেন।তাই আমার একটা সার্ভার শেয়ার করছি।
প্রথমেই ইন্টারনেট কনফিগারেশন সেট করুন।এটা করতে আপনাকে মোবাইলের Settings>More>Mobile Network>Access Point Names>Banglalink এ গিয়ে অপশন [লেফট বাটন] ক্লিক করে New Apn এ ক্লিক করতে হবে।ইচ্ছাহলে পুরাতন বানানো কোন Apn ও নিচের মত মোডিফাই করতে পারেন।তবে খেয়াল রাখবেন একটা এডিট করে আরেকটা একটিভ রাখবেন না ।–
Name: ইচ্ছামত
APN:blwap
Proxy:127.0.0.1
Port:8080
দিয়ে এই সেটিংসটি এপ্লাই করুন।
এবার এখান থেকে Qpithon এপটা ডাউনলোড করে ইন্সটল দিন।
আর এখান থেকে ১.৫ মেগাবাইটের রার ফাইল ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন।
ফাইলটা সরাসরি ম্যামরি কার্ড/SD কার্ডে এক্সট্রাক্ট করবেন।ফোন ম্যামরি বেশি থাকলেও SD তেই রাখবেন।SD card এর নাম রিনেম করা থাকলে পুনরায় SD card করুন।সবকিছু ঠিক থাকলে আপনার ম্যামরিকার্ডে নানান ফোল্ডারের পাশাপাশি আরো দুইটা বাড়তি ফাইল যুক্ত হবে।একটার নাম com.hipipal.qpyplus এবং আরেকটা SimpleServer.ini. এগুলা ধরার দরকার নাই।INI কনফিগার করেছেন সারওয়ার শুভ
এখন কিছুক্ষন আগে ডাউনলোড করা Qpithon এপ টা অপেন করুন।নিচের মত একটা সবুজ হলুদ বাটন দেখবেন,
এখন মাঝখানের সবুজ হলুদ বাটন টায় ক্লিক করে ক্লিক করে Run Local Project এ ক্লিক করুন।
এবার “ইশরাক সার্ভার” তে ক্লিক করুন।
তাহলে নিচের মত অনেক লেখা আসতে থাকবে।
এটা মিনিমাইজ করে দিন।মিনিমাইজ অর্থাত Middle Button চাপুন।তাহলে নোটিফিকেশন বারে এরকম দেখতে পাবেন
হয়ে গেল সেটিংস করা। ডাউনলোড করার জন্য নিচের এপটা ব্যাবহার করতে পারেন।
এছাড়া Easy Browser / UC Browser 9.2 তেও এটা চলে।তবে Http সাইট চালানো যায় না।তাই লিংক দিলাম না।
এবার বাংলালিংককে Bamboo দিতে থাকেন।কিছু সাজেশনঃ –
উপরের ব্রাউসার দিয়ে ব্রাউস করে মোটেই মজা নাই,তবে ডাউনলোড করে প্রচুর শান্তি।যখন বড় ফাইল নামাবেন – ৫০০ মেগা থেকে ১ জিবি তখন ক্লাউড ডাউনলোড করবেন।তাতে রেজুম করতে সুবিধা হবে।ক্লাউড ডাউনলোড খুবই সহজ।ব্রাউসারে ফেসবুকের সাথে সাইন ইন করে টেমপোরারি ৪ জিবি এবং পার্মানেন্ট ২ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যায়।স্টোরেজে ফাইল অনলাইন থেকে সংরক্ষন করতে কোন মেগা লাগবে না।পরে স্টোরেজ থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে ফুল স্পিড এবং সব ফাইলের রেজুম সাপোর্ট পাবেন।স্টোরেজ ভর্তি হয়ে গেলে ফাইল ডিলেট করতে পারবেন।
গ্রামিন ফ্রি ইন্টারনেট –
বাংলালিংকে কয়েকটা এপ চালানো গেলেও জিপির অবস্থা সেই তুলনায় ক্রিটিকাল।শুধুমাত্র YANDEX HANDELER এ চালাতে পারবেন নিচের পদ্ধতিতে।রাতে ২ টার পর আমি স্পিড বেশি পাই।সর্বোচ্চ ১০০ মেগাবাইট পর্যন্ত নামে তখন।দিনে ডাউনলোড হয় না বললেই চলে।তবে ব্রাউস মুটামুটি করা যায়।২জি ব্যাবহারকারিরা চালিয়ে মোটেই মজা পাবেন না।প্রথমেই নিচের মত সেটিংস করুনঃ
Name: দেন একটা ইচ্ছামত
Proxy:10.128.1.2
Port:8080
আপনার কাছে যদি Yandex Handeler ব্রাউসার ৭.৫ থেকে থাকে,তাহলে আর লাগবে না।না থাকলে এখান থেকে নামিয়ে নিন
http://www.datafilehost.com/d/7caad27d
নামিয়ে ইন্সটল করে নিন।ব্রাউসার আনলক কোড চাইলে এই এড্রেস টা কোড হিসেবে দিয়ে দিন। http://www.nextwap.net
ব্রাউসার ইন্সটল করতে অল্প কয়েক কিলোবাইট লাগবে।যাদের ব্যালেন্স একেবারে জিরো তারা এই প্রক্সি ব্যাবহার করেন শুধুমাত্র ইন্সটলের জন্য।
Procy:141.000.011.241
Port:80
ইন্সটল হয়ে গেলে আবার আগের প্রক্সি দিন
এবার Yandex Handeler Opera টা ওপেন করুন,মেনুতে নিচের ছবির মত বসান
Front Quary:
zero.wikipedia.org @ [@ এর আগে স্পেস আছে]
কাজ শেষ হলে সেভ দিয়ে ব্রাউসার সেটিংসে গিয়ে Protocol Http করে দিন।আর এড্রেস বারে লেখুন Opera:Config এই কোডটি।Opera:Config এড্রেসে গিয়ে নিচের মত নানান লেখা পাবেন।
এখান থেকে Loading Timeout টা 3600 করে সেভ দিয়ে বের হয়ে আসুন।
এরপর চালাতে থাকুন।আগেই বলছি দিনে ভালো স্পিড পায় না।আর বড় ফাইল ডাউনলোড দিতে Hideme.be এবং Australia-proxy.com এর মত সাইট ব্যাবহার করুন।এগুলা সাইট ব্যাবহারের নিওম অনেকে জানেন না।তাদের জন্য বলছি –
কোন ডাউনলোড লিংক কপি করে Hideme.be এই এড্রেসে গিয়ে দেখবেন Google এর মত সার্চ বক্স আছে।এখানে লিংকটা পেস্ট করে এই সাইটের মাধ্যেমে ঐ লিংকে পরে ডাউনলোড দেন।এতে করে ডাউনলোড ফেইল কম হবে।এগুলা প্রক্সি সাইটের আরো অনেক সুবিধা আছে।যেমন,সহজেই আইপি এড্রেস চেঞ্জ হয়ে ইন্টারনেটে Anonymous হয়ে যাওয়া যায়,মাঝে মাঝে সরকার থেকে বিভিন্ন এড্রেস ব্লক করে দিলেও এগুলা সাইটের মাধ্যমে ব্লকড এড্রেস ব্রাউস করা যায়।এছাড়া বাংলাদেশে বসে লন্ডনে চলে পারবেন।ডিঃ
আপনাদের সুবিধার জন্য আরোও কিছু প্রক্সি সাইট দিচ্ছি –
<
আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সিমে টাকা আছে নচেৎ একটু চেকে দেখতাম আরকি কারো যদি কাজ করে একটু বলবেন আরকি ।