মুভি ডাউনলোডের জগতে নতুনদের জন্য কিছু জানার বিষয়

এই টিউনটি ইন্টারনেট থেকে মুভি ডাউনলোডের জগতে যারা নতুন, তাদের জন্য।

ইন্টারনেট থেকে ফ্রী মুভি ডাউনলোড করা আজকাল কোন কঠিন ব্যাপার না। বেশ কিছু সাইট আপনাকে বিনামূল্যে মুভি ডাউনলোড করতে দেয়। আপনার যদি একটা ভাল স্পীডের কানেকশন থাকে, তাহলে মুভি ডাউনলোড করা বড়ই আনন্দের বিষয় হতে পারে।

ফ্রী মুভি ডাউনলোড সাইট

প্রথমেই আসুন জেনে নেই কয়েকটি ফ্রী মুভি ডাউনলোড সাইটের ঠিকানা। আমার প্রিয়গুলো হলঃ

১। মিডিয়াফায়ার মুভিজ (http://www.mediafiremoviez.com)

২। থ্রিহান্ড্রেডমেগাবাইট ইউনাইটেড (http://www.300mbunited.com)

৩। থ্রিহান্ড্রেডমেগাবাইট ফিল্মস (http://www.300mbfilms.com)

৪। মিডিয়াফায়ারবিডি (www.mediafirebd.com) [আমাদের টিউনার জাকারিয়া ভাইয়ের সৌজন্যে]

এই সাইটগুলোতে মুভি ডাউনলোডের লিংক ছাড়াও মুভি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা আর উপকারী কিছু জিনিস যেমন, সম্পূর্ণ বর্ণনার The Internet Movie Database (IMDB) এর লিংক, সাবটাইটেল লিংক ইত্যাদি থাকে।

ডাউনলোড লিংক

ফ্রী মুভি ডাউনলোড সাইটের একাধিক ডাউনলোড লিংক থাকে। লিংকগুলো হতে পারে Hotfile, Mediafire, Rapidshare, Fileserve, Megaupload, iFile ইত্যাদি File Hosting Service এর।

iFile ও Mediafire লিংক ছাড়া বাকি লিংকগুলো মালটিপল ডাউনলোড সুবিধা দেয় না। অবশ্য আপনার যদি Hotfile, Rapidshare, Fileserve, Megaupload এর পেইড একাউন্ট থাকে তো ভিন্ন কথা।

যা হোক, ডাউনলোড লিংক ক্লিক করবার আগে খেয়াল করুন, লিংক এর জন্য কোন পাসওয়ার্ড দেয়া আছে কিনা। এই পাসওয়ার্ড আপনাকে লিংক আনলক করতে সাহায্য করবে।

মনে রাখবেন ডাউনলোড লিংকগুলো প্রায় সব ক্ষেত্রেই আপনাকে একাধিক ওয়েবপেজ ঘুরিয়ে আসল লিংকটি দেবে। এই লিংকটি পাবার পরে আপনি সরাসরি কিংবা ডাউনলোড ম্যানেজার এর মাধ্যমে (আমার পছন্দ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আই ডি এম)

ডাউনলোড কোয়ালিটি

মুভি রিলিজের সময়ের উপরে নির্ভর করে বিভিন্ন কোয়ালিটির মুভি পাওয়া যায়। আসুন এক নজরে দেখে নেই কোনটা কেমনঃ

Cam (Cam, CAMrip) – সিনেমা হলে ক্যামকরডার বা মুভি কামেরা দিয়ে রেকর্ড করা মুভি। ভিডিও ও অডিও কোয়ালিটির দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট। তবে এই মুভিগুলো সাধারণত latest হয়ে থাকে।

Telesync (TS/TELESYNC/PDVD) – ভিডিও কোয়ালিটি Cam/Camrip এর মতই তবে অডিও কোয়ালিটি ভাল হয়। এখানে একটি secondary audio source থেকে অডিও রেকর্ড করে synchronize করা হয়।

Workprint(WORKPRINT/WP) – এই ধরনের মুভি সাধারণত মুভি স্টুডিওর অসমাপ্ত কাজ থেকে তৈরি করা হয়। এর মধ্যে স্ক্রিণের কোনায় টাইম কাউন্টার, ওয়াটারমার্ক ইত্যাদি থাকে এবং অনেকাংশেই বিভিন্ন ইফেকট অনুপস্থিত থাকে।

Screener (SCR/SCREENER/DVDSCR/DVDSCREENER/BDSCR) – এই ধরনের মুভিগুলো স্টুডিওর প্রি-রিলিজ ভার্সন যা সাধারণত মুভি বিশ্লেষক ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানে পাঠানো হয়। এই ধরনের রেকর্ডিং এ কিছু সিন সাদা-কালো থাকে এবং প্রমোশনাল মেসেজ থাকে। কোয়ালিটির দিক থেকে ডিভিডি বা ব্লু-রে প্রিন্ট থেকে কিছুটা নিম্নমানের হয়ে থাকে।

R5 (R5) – রিজিওন ৫ এর ডিভিডি ভার্সন (সাবেক সোভিয়েত ইউনিয়ন, ভারত উপমহাদেশ, আফ্রিকা, উঃ কোরিয়া, মঙ্গলিয়া)। কোয়ালিটি – বেশ ভাল।

Telecine (TC/TELECINE) – ফিলমপ্রিন্ট থেকে ডিজিটাল প্রিন্টে রূপান্তরিত রেকর্ডিং। কোয়ালিটিঃ ডিভিডি থেকে নিম্নমানের।

DVD-Rip (DVDRip) – পূর্ণ বাণিজ্যিক ভার্সন। কোয়ালিটিঃ উন্নতমানের।

DVDR (DVDR, DVD-Full, Full-Rip) – DVDRip এর মতই কোয়ালিটি তবে ফাইল সাইজ DVDRip এর চেয়ে বেশি।

HDTV অথবা DS Rip (TVRip/DSR/STV/PDTV/HDTV/DVBRip) – বিভিন্ন ধরনের টিভি থেকে রেকর্ড করা মুভি। বিভিন্ন রেজ্যুলশন এ পাওয়া এই মুভিগুলোর কোয়ালিটি উন্নতমানের হয়ে থাকে।

BD/BR Rip (BDRip/BRRip/BDRip.XviD/1080p.Blu-Ray.x264/720p.Blu-Ray.x264/BDR/Blu-Ray/BD5/BD9) – ব্লু -রে ডিস্ক থেকে রেকর্ড করা সবচেয়ে উন্নতমানের ভিডিও ও অডিও কোয়ালিটির মুভি। নিঃসন্দেহে ডাউনলোড করুন।

ফাইলের প্রকার ও প্লেয়ার

ডাউনলোড করা মুভির ফাইল টাইপ বিভিন্ন হতে পারে। যেমনঃ *.avi, *.mpg, *.mp4, *.mov, *.vob, *.mkv

অধিকাংশ ক্ষেত্রেই *.mkv টাইপের ফাইল দেখতে পাবেন। এই ফাইলগুলো হল Matroska ফরম্যাটের যা কোয়ালিটির দিক থেকে উন্নত কিন্তু সাইজে খুবই ছোট (300-500 মেঃবাঃ)

ফরম্যাট যাই হোক না কেন, মুভি প্লে করার জন্য VLC Media Player (http://www.videolan.org/vlc/) এর কোন তুলনা নেই।

আজ এই পর্যন্ত। টিউনটি ভাল লাগলে বলবেন। সবাই ভাল থাকুন আর উপভোগ করুন ডাউনলোড করা মুভি।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি ভাল মানে কঠিন ভাল লাগছে…… নতুন কিছু জানা হল……ধন্য বাদ

    পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

টিউনটি যে ভাল হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। যারা এখনো জানে না, কিভাবে মুভি ডাউনলোড করা যায়, তাদের অনেক কাজে দিবে বলে আশা করি। “অদৃশ্য” ভাই নতুন একটি সাইট যোগ করতে পারেন ( http://www.MediafireBD.com ). এখানে মুভি থেকে শুরু করে, যা কিছু আছে সব কিছু পাবেন, সব ই শুধু মিডিয়াফায়ার লিঙ্ক।

আপনি সাইটটি একবার ভিজিটে করে করে ভালো লাগলে, এই লিস্ট য়ে যোগ করতে পারেন। সাইটটি নিয়ে কাজ করা শুরু করলাম ৪-৫ দিন হলো, ১ মাস এর মধ্যে কাজ শেষ করে tectune য়ে একটি review দিব চিন্তা করছি । Rapidshare Hotfile, Megaupload এর বিকল্প ডাউনলোড রিসোর্স হিসাবে বানানোর চিন্তা থেকে ই এই প্রজেক্ট এ কাজ শুরু করা।

    সাইটটি খুব ভাল হয়েছে। আমার টিউনে লিস্ট করে দিলাম জাকারিয়া ভাই।

    ধন্যবাদ “অদৃশ্য” ভাই যোগ করার জন্য ! এই প্রজেক্টটি সাফল্যের সাথে করতে পারলে বাংলাদেশ এর মানুষের জন্য ভালো হবে বলে মনে হয়। ইন্টারনেটে সকল সাইটই Rapidshare, Hotfile, Megaupload, Fileserve লিঙ্ক দেই আমি শুধু ওই লিন্ক্গুলুকে Mediaifre য়ে কনভার্ট করি, যাতে সকলে ই ডাউনলোড করতে পারে।

অনেক তথ্য বহুল। প্রিয়তে রাখলাম। ভাই আপনি কি কম্পিউটার নিয়ে পড়েন নাকি??

    ধন্যবাদ প্রিয়তে রাখার জন্য।
    কম্পিউটার নিয়ে কে না পড়ে ভাই? কিছু পড়াশোনা তো করতেই হয়।

মুবি ডাউনলোড সম্পর্কে অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

BD-Rip মানে বুঝতাম না! এখন বুঝলাম! ধন্যবাদ আপনাকে। উপস্থাপণ ভঙ্গি খুবি সুন্দর!

http://www.djarifrocks.tk

    আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

জাকানাকা একটা,,,,, মুভি ডাউনলোডের আরও কোন লিংক কি দিতে পারবেন?

    ধন্যবাদ। আপাততঃ আর ভাল কোন লিংক জানা নেই।

যদি কেউ একেবারেই না জানেন (কিংবা যারা জানেন তারাও নতুন কিছু পেতে পারেন!) কিভাবে মুভি ডাউনলোড করতে হয় তাহলে আমার এই ব্লগে ভিজিট করে দেখতে পারেন। http://58rockz.blogspot.com/2010/03/how-to-download-movies.html

পোস্টটি ইংরেজীতে, তাই রিডিরেক্ট করতে হচ্ছে না হলে টেকটিউনসে দিতাম।

আর, অদৃশ্য ভাইয়ের পোস্টটা ভাল হয়েছে। ধন্যবাদ।

    আপনার ব্লগ দেখলাম। বেশ উন্নত ও বিস্তারিত।
    ধন্যবাদ

ভি এল সি এখন দিনে দিনে স্লো হইতেসে

    দিন দিন স্লো হবার মানেটা ঠিক বুঝলাম না, আমারটা তো ঠিকই কাজ করে।

অনেক তথ্য বহুল। প্রিয়তে রাখলাম।

    ধন্যবাদ প্রিয়তে রাখার জন্য

ধন্যবাদ শেয়ার করার জন্য। প্রিয়তে রাখলাম।

    আপনাকেও ধন্যবাদ পাভেল ভাই

Level 0

ফাটাফাটি টিউন… … …

    অনেক ধন্যবাদ আপনাকে।

    Level 0

    vai valo quality hobe to??

    ভাল কোয়ালিটি বলতে আমরা যা বুঝি, তার চেয়েও অনেক অনেক ভাল।