(টেকনিক পোস্ট) এয়ারটেল-এ ১০ টাকায় ৩জিবি।

কেমন আছেন সবাই। আশা করি ভালো থাকবেন। এটি আমার ২য় পোস্ট। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন

আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল এয়ারটেল এ ১০ টাকায় ৩জিবি ব্যবহার করার উপায়। সামান্য টেকনিকের মাধ্যমেই  এয়ারটেল এর ৩জিবি হাতিয়ে নেওয়া সম্ভব
বিঃদ্রঃ- যারা জানেন তাদের জন্য এই পোস্ট নহে।

আপনারা হয়তো অনেকেই এয়ারটেল এর ফ্রি নেট সম্পকে অবগত। এবং ফ্রি চালাচ্ছেন ও। কিন্তু এয়ারটেল ফ্রি নেটের ২টি সমস্যা আছে, একটি হচ্ছে ১দিন=১০০মেগা।

আরেকটি সমস্যা হচ্ছে, এম্বি ছাড়া ফ্রি চলেনা । আর তাই কেউ কেউ অনেক টাকা খরচ করে ১দিন,২দিন অথবা ১হপ্তায়ের জন্য এম্বি কিনেন।
মেয়াদ শেষে আবার কিনতে হয় এম্বি। কিন্তু কেমন হয় যদি ১বার এম্বি কিনেই পুরো ১মাস চালান যায় ?

এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। এয়ারটেল এর ১টি Secret প্যাকেজ আছে। যেখানে ১০টাকায়+ভ্যাট=৩০এম্বি(তাও আবার 3G) প্যাকেজ টি নিতে হলে আপানার সিমে ১১টাকা থাকতে হবে। এবার আপনার মোবাইলের মেসেজ এ গিয়ে টাইপ করুন LU30 এবং পাঠিয়ে দিন 5000 নাম্বারে। এম্বি চেক করবেন *778*39#

পেয়ে গেলেন তো ১০টাকায় ১মাসের জন্য ৩০এম্বি 3G ডাটা। এবার ডেইলি ফ্রি ১০০এম্বি করে ৩জিবি হাতিয়ে নিন এয়ারটেল এর। আশা করি সবাই বুজতে পেরেছেন।

আজ তাহলে এখানেই শেষ করছি।

পোস্টটি ১ম প্রকাশিত হয় এইখানে টেকিস্পট

Level 0

আমি Smart। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😮 এইটা প্যাক টা জানতাম না ,ঠাঙ্কু

    Level 0

    @Technology Pagol: আপ্নাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য

Level 0

daily 100 mb free kivabe chalabo plz ektu janan

এই প্যাকজটি আমিও জানতাম না। তবে দেখি কাজ হয় কি না… ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ। আমিও এরকমই করি, ১০ এমবি/১০ দিন ৩ টাকা, ২০ এমবি/২০ দিন ৬ টাকা। কিন্তু এই পেক গুলো সবার জন্য না।

    Level 0

    @Raju: তবে আমি যে প্যাকেজ টার ক্তহা বলেছি, ওইটা সব ইউসার দের জন্য

How to use daily 100mb free?

    Level 0

    @Billal Mohammed: এয়ারটেল এর ফ্রি নেটের পোস্ট আমার সাইটে আছ, আপনি চাইলে অইখান থেকে দেখে নিতে পারেন-http://amartrick2all.blogspot.com

    এছাড়া টেক্টিউন্স-এ ও অনেক পোস্ট হ্যেছে এই নিয়ে। খুজলেই পাবেন।

Level 0

ভাই ফ্রী কিভাবে চালাই এটা তো জানি নাহ, এটা বলেন আগে

    Level 0

    @limon777: এটা নিয়ে টেকটিউন-এ অনেক পোস্ট হইছে তাই আমি আর করলাম না। একটু খুজলেই পাবেন।
    আর না পেলে আমার ব্লগ এ বিস্তারিত আছে।

Level 0

Smart । আপনার সাইট এ খুজে পায়নি, দয়া করে দিরেচত ডাউনলোড লিঙ্ক দেন, এবং যে এই টিউন করেছেন আপনাকে ও বলচি লিঙ্ক দেন ফ্রী নেট এয়ারটেল এর

    Level 0

    @limon777: আপনি এই লিংক এ দেখতে পারেন।
    আর এতে যদি কাজ না করে তাহলে আমাকে জানান।

    আমি তাহলে ১টা পোস্ট করব এয়ারটেল ফ্রি নেট নিয়ে ।

      Level 0

      @Smart: আপনি এই লিংক এ দেখতে পারেন।
      https://www.techtunes.io/internet/tune-id/296726

      আর এতে যদি কাজ না করে তাহলে আমাকে জানান।
      আমি তাহলে ১টা পোস্ট করব এয়ারটেল ফ্রি নেট নিয়ে ।

Level 0

smart vi, apnar blog er sb page dekhlam tate blibk o gp pelam, ogula kaz dey ki free net? airtel khuje payni

Level 0

@Smart: সবার জন্য হলে ভাল, কিন্তু আমি LU30 দিয়ে কিছু সিমে ট্রাই করেছি আসে নাই।

    Level 0

    @Raju: আপনাকে কোন ম্যাসেজ দিয়েছে ?

      Level 0

      @Smart: হ্যা ভাই ম্যাসেজ দিয়েছে

Level 0

আপনি কি পিসিতে চালাবেন/ সিম্বিয়ান/এন্ড্রয়েড-এ চালাবেন ?

Level 0

gp te o arokom package ase+free net use kora jai
tricks ta akane
onnoshob .blogspot.com/2014/09/3g-speed-gp-free-net-on-pc-latest.html

Level 0

smart ভাইয়া অই লিঙ্ক এর সিস্টেম কাজ দেই নাহ, দয়া করে ভাইয়া এয়ারটেল এর ফ্রী নেট এর উপর একটা টিউন করুন এবং তার ডাউনলোড লিঙ্ক যেন খুব সুন্দরমত এবং পুরা সিস্টেম তার স্নাপ দিলে ধাপে ধাপে কি করতে হবে দিলে আমাদের খুব এ উপকার হত । ধন্যবাদ

১০টাকায় ১মাসের জন্য ৩০এম্বি 3G ডাটা।এবার ডেইলি ফ্রি ১০০এম্বি করে ৩জিবি হাতিয়ে নিন এয়ারটেল । এই ১০০এম্বি পবো কি করে ???? আমার জানা মতে এই প্যাকেজ টা সবার জন্য না ।

Level 2

Amar Sim A Ami 34 takay 100 mb pai……..meyad 1 month. But ai offer ta onno karo sim a hoy na…….ken je hoy tai bujhlam na…

দুঃখিত ভাই আপনার সাথে একমত হতে পারলাম না। আপনি বললেন ১০টাকায় ১মাসের জন্য ৩০এম্বি 3G ডাটা।এবার ডেইলি ফ্রি ১০০এম্বি করে ৩জিবি হাতিয়ে নিন এয়ারটেল । এই ১০০এম্বি পবো কি করে পাবো সেটা বলেননি এমনকি আপনার ব্লগেও বলেননি। সুতারাং আপনার আপনার এ জাতিও পোস্ট কি সেটা এখানকার ভিসিটারই বলবে। আর এ অফারটা এয়ারটেল এর মাত্র ৩১৬০০+ কাস্টমারকে দেয়া হয়েছে যেটা তারা এস এম এস পেয়েছে । যেটা নিজে থেকে জানার কোন উপায়ে কাওকে জানানো হয়নি। তবে কেও চাইলে কাস্তমার কেয়ারে ফোন করে জেনে নিতে পারবে। ( ০.৫৭ টাকা প্রতি মিনিট চার্জ পরিশোধের মাধমে) কোন পোস্ট লিখলে অবশ্যই পোস্ট করার নিয়ম মেনে করবেন বলে আশা করি। ধন্যবাদ আপনার পোস্ট এর জন্য।

আসলেই কি পাওা যাবে ? এর আগে অনেকেই বলেছে কিন্তু কাজ হয় নি

জটিল টিউন । কিন্তু দুঃখের বিষয় কোনো বন্ধ সিম নেই 🙁

আমি ২জি এরিয়ায় থাকি । আমি তা ব্যবহার করতে পারেব???

SMS তো রিপ্লায় দেয়না……।।