কেমন আছেন সবাই। আশা করি ভালো থাকবেন। এটি আমার ২য় পোস্ট। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন
আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল এয়ারটেল এ ১০ টাকায় ৩জিবি ব্যবহার করার উপায়। সামান্য টেকনিকের মাধ্যমেই এয়ারটেল এর ৩জিবি হাতিয়ে নেওয়া সম্ভব
বিঃদ্রঃ- যারা জানেন তাদের জন্য এই পোস্ট নহে।
আপনারা হয়তো অনেকেই এয়ারটেল এর ফ্রি নেট সম্পকে অবগত। এবং ফ্রি চালাচ্ছেন ও। কিন্তু এয়ারটেল ফ্রি নেটের ২টি সমস্যা আছে, একটি হচ্ছে ১দিন=১০০মেগা।
আরেকটি সমস্যা হচ্ছে, এম্বি ছাড়া ফ্রি চলেনা । আর তাই কেউ কেউ অনেক টাকা খরচ করে ১দিন,২দিন অথবা ১হপ্তায়ের জন্য এম্বি কিনেন।
মেয়াদ শেষে আবার কিনতে হয় এম্বি। কিন্তু কেমন হয় যদি ১বার এম্বি কিনেই পুরো ১মাস চালান যায় ?
এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। এয়ারটেল এর ১টি Secret প্যাকেজ আছে। যেখানে ১০টাকায়+ভ্যাট=৩০এম্বি(তাও আবার 3G) প্যাকেজ টি নিতে হলে আপানার সিমে ১১টাকা থাকতে হবে। এবার আপনার মোবাইলের মেসেজ এ গিয়ে টাইপ করুন LU30 এবং পাঠিয়ে দিন 5000 নাম্বারে। এম্বি চেক করবেন *778*39#
পেয়ে গেলেন তো ১০টাকায় ১মাসের জন্য ৩০এম্বি 3G ডাটা। এবার ডেইলি ফ্রি ১০০এম্বি করে ৩জিবি হাতিয়ে নিন এয়ারটেল এর। আশা করি সবাই বুজতে পেরেছেন।
আজ তাহলে এখানেই শেষ করছি।
পোস্টটি ১ম প্রকাশিত হয় এইখানে টেকিস্পট
আমি Smart। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
😮 এইটা প্যাক টা জানতাম না ,ঠাঙ্কু