সবাই কেমন আছেন? 🙂 চলে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে...
আমরা অনেকেই নিজেদের অজান্তে বা খেয়ালবশত মাঝে মাঝেই বিভিন্ন ফেসবুক পেজেই লাইক দিয়ে রাখি। কিন্তু, পরবর্তীতে আমাদের আর সেগুলোর কথা মনে থাকে না 🙁 আর সেই পেইজের বিভিন্ন আজেবাজে পোস্টে আমাদের ফেসবুক হোমপেজ ভর্তি হয়ে থাকে! 🙁
এই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছিঃ
১) প্রথমে ফেসবুকে লগইন করে একদম ডান দিকে More এ ক্লিক করে Create A Page এ ক্লিক করে দিন।
২) এবার একটা নতুন পেজ খুলবে এবং সেই পেইজের একদম ওপরে Pages I Liked নামে একটি বাটন দেখতে পারবেন। সেই বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন।
৩) তারপরে দেখবেন একটা লিস্ট। এই লিস্টেই আপনার সকল লাইক করা পেইজ দেখতে পারবেন। এখন আপনি যেই যেই পেইজ আনলাইক করতে চান সেগুলোতে ক্লিক করে আনলাইক করে দিন। 🙂
দেখলেন তো, কেমন সোজা! আশা করি আপনাদের ভালো লেগেছে এই পোস্ট। আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্টে 😉
সৌজন্যেঃ ZubyTech (ব্লগিং এর নতুন দুনিয়া।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com
ধন্যবাদ