প্রযুক্তি কিভাবে আমাদেরকে হাসির পাত্র করে তুলছে। ছবিগুলোতে দেখুন, ১০০% গ্যারান্টি হাসি থামিয়ে রাখতে পারবেন না। (সুপার হাসির পোস্ট)

প্রযুক্তির সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা। এতে প্রয়োজন মেটাচ্ছে প্রযুক্তি। কিন্তু মাঝে মাঝে এসব প্রযুক্তি পণ্য আমাদেরকে দৃষ্টির অগোচরে কতটা হাসির পাত্র করে তোলে সেটা কি একবারো ভেবেছেন? আজ কয়েকটা ছবি শেয়ার করছি। দেখে যে কি পরিমাণ বিনোদন পাবেন তা নিজেই পরিমাপ করবেন আর সাথে এটাও পরিষ্কার বুঝতে পারবেন যে এখনকার অনেক প্রযুক্তি আমাদেরকে অন্যের নিকট হাসির পাত্র করে তুলেছে। ছবি গুলো সংগৃহীত এখানে থেকে।

গুগল গ্লাসে আপনিও গেম খেলতে চান ? তাহলে দেখে নিন কি করতে হবে

ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটঃ ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে গেম খেলতে গিয়ে এই ব্যক্তিকে কি কষ্টই না করতে হচ্ছে

ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটে গেম খেলতে গিয়ে চিৎকার করে প্রতিবেশীদের বিরক্ত করবেন না যেন

দেখুন এই ব্যক্তির কাজ কারবার। বিদ্যুৎ উৎপন্ন করে বাতাস খেতে কি কষ্টই না করছেন তিনি

এই ভদ্রলোক কি ভয় পেল ?

গুগল গ্লাসে বিভিন্ন কাজ করতে হলে মুখের নানা ধরণের অঙ্গভঙ্গির মাধ্যমে কমান্ড দিতে হয়

আপনাদের কতটা হাসি পেল জানিনা। কিন্তু সত্যিই আমি আজ খুব হেসেছি। আমার ব্লগ থেকে আরও কিছু মজার পোস্ট দেখে আসতে পারেন।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Maruf vai It’s really too funny.Thanks.

শেয়ার করার জন্য Tnx.

    @টিউনার এমআরএফ: আপনাকেও থ্যাংকস কমেন্ট করার জন্য।

অরে আল্লাহ। কি দেখলাম।

হা হা হা হা মারুফ ভাই আজকে সারা দিন অনেক ভালো যাবে। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য হা হা হা হা।

    @জুবায়ের আহমেদ: সকাল বেলা আমারও শুরু হইছে এই কয়েকটা ছবি দেখে। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।

মজা পাইলাম …থাঙ্কস শেয়ার করার জন্ন…

আসলেই মজার জিনিস । অনেক হাসলাম ভাই । ধন্যবাদ ।

ভালো লাগলো। ধন্যবাদ।

Nice post. Original post is here: http://tech.priyo.com/blog/2014/8/20/26404.html

I think you should give proper credit when you do copy paste.

ভাই প্রোফাইল এ ছবি অ্যাড করব কিভাবে, আপনার ছবি জেভাবে অ্যাড করসেন্‌? জানাইলে উপক্রিত হইতাম…

    @রুপম: টেকটিউনস ড্যাশবোর্ডে ঢুকে ছবি পরিবর্তন করুন লিংকে ক্লিক করুন। তারপর আপনাকে ওয়ার্ডপ্রেস একাউন্ট দিয়ে সাইন ইন করে পরিবর্তন করতে হবে।

দারুণ!!!!!!!! অনেক ভাল লাগল….