আশাকরি তারা সবাই কোন না কোন জাইগা থেকে ওয়েব হোস্টিং নিয়েছি। আমরা সবাই ই খুঁজি কম টাকা এর মধ্যে সবচেয়ে ভাল হোস্টিং, Internet সার্চ করলে দেখা যাবে অনেক ফ্রী Hosting কম্পানি আছে কিন্তু এদের কাছ থেকে Hosting না নাওয়া ই ভাল কারন ঠিক মতন সাপোর্ট অ্যান্ড সার্ভিস পাওয়া যাইনা। ওয়েবসাইট Online হওয়ার পর থেকে এ যদি মাঝে মাঝে Hosting Server Down থাকে তাহলে Google রাঙ্কিং এ পরবর্তীতে অনেক ঝামেলা করে এবং রাঙ্কিং এও আনে না।
আজ আমি আপনাদের সাথে একটি Hosting ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো, যার সাপোর্ট খুব ই ভাল এবং কোন DownTime নাই বললে ই ছলে। কারন আমি বেশ কিছুদিন আমার একটা সাইট এইখানে Hosting করেসিলাম। এদের Yearly চার্জ মাত্র ৪৬৮ টাকা, যা এখনকার অনেক Paid হোস্টিং এর চেয়ে অনেক কম। এবং এদের ক্লাউড কম্পিউটিং সার্ভিস চালু আছে, এক্ষেত্রে আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকুর বিল দেবেন। আপনার যত র্যাম, ব্যান্ডউইথ, প্রসেসর পাওয়ার, ডিস্ক স্পেস প্রয়োজন তত নিতে পারবেন। যেমন আপনি তিনটি মেশিন ভাড়া করতে পারেন (প্রত্যেকটি মেশিন একটি ডেডিকেটেড সার্ভারের সমান) একঘণ্টার জন্য। একঘণ্টা পরে যখন ভিজিটরের সংখ্যা কমে গেল তখন একটি মেশিনে চলে আসলেন। সহজে আপনার প্রয়োজনমত যে কোন সময় আপনার প্রয়োজনমত কম্পিউটিং রিসোর্স পরিবর্তন করাই ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সুবিধা, আরও বিস্তারিত সাইটএ ই দেয়া আছে, এদের কিছু Features নিচে দেয়া হোল ঃ—
তাই আমি একবাক্কে বলতে পারি এত অল্প টাকাই এই Hosting Site এর মত এতো ভাল Hosting মনে হয়ে কম ই আছে। আপনাদের কেমন লাগে জানাবেন
আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্য, ওয়েব হোস্টিং সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য অথবা কিছু নতুন জানার জন্য একানে টিউমেন্ট করতে পারেন, অনেক TT-expert ভাই এরা আসেন যারা Answer দিতে পারেন। আপনাদের যদি Tune টি ভাল লাগে, সময়ে থাকলে ঘুরে আসতে পারেন আমার এই ব্লগ থেকে।
আমি সাজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।