টেলিটকে ৮০ টাকায় ১জিবি থ্রিজি ইন্টারনেট ডাটা!

সবাই কেমন আছেন? ভালো থাকবেন এটাই আশা করি। 🙂

কয়েকদিন পর্যন্ত আমি সায়েন্স নিয়ে বিভিন্ন টিউন দিয়েছি টেক-টিউন্স এ। সেই টিউনগুলোতে আপনাদের সাড়া পেয়ে আমি অভিভূত। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার টিউনগুলো পড়ার জন্য।

আমার আজকের বিষয় হচ্ছে ইন্টারনেট ডাটা। আপনারা জানেন আমরা ১ জিবি নেট কিনি ২৫০-৩০০ টাকায় + ভ্যাট! এত টাকা দিয়ে আমরা পাচ্ছি শুধুমাত্র ১জিবি নেট। অথচ যারা এই নেটগুলো দিচ্ছে তারা কিন্তু এগুলো কিনে মাত্র ১৩ টাকায়। অর্থাৎ ১৩ টাকায় ১জিবি কিনে আমাদের কাছে ৩০০ টাকায় বিক্রি করে। তাহলে বুঝুন কি অবস্থা!

মোবাইল অপারেটরগুলোর এই বাটপারির মধ্যে টেলিটক মোটামুটি সাধ্যের মধ্যে একটি অফার দিচ্ছে। তারা ৮০ টাকায় ১জিবি নেট এর একটি নতুন অফার চালু করেছে। কিন্তু, এই অফারটির মেয়াদ মাত্র ৩দিন। আফসোস হচ্ছে, ১০ দিন বা ১৫ দিন দিলে কি হত? 🙁

যাই হোক, আপনি যদি এই অফারটি কিনতে চান তাহলে ম্যাসেজ অপশনে D58 লিখে 111 এ সেন্ড করুন। তাহলেই পেয়ে যাবেন ৮০ টাকায় ১ জিবি। টেলিটকের আরও প্যাকেজ দেখতে এই লিংকে যান

এই ছিল আজকের মুল টিউন। এখন আসি অন্যান্য কথায়।

আমরা সবাই ইন্টারনেট এর এই শোষণের সম্পর্কে অবহিত। তাহলে কেন কেউ কিছু বলছি না? আমাদের কষ্টের টাকা মেরে খাচ্ছে মোবাইল অপারেটরগুলো আর আমরা চুপ করে বসে আছি। এখন  কি করা যায়?

সৌজন্যেঃ

ব্লগিং ওয়ার্ল্ড ২৪ (ব্লগিং এর নতুন দুনিয়া। আজকেই ভিজিট করুন আর আপনার প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করুন)

ব্লগিং ওয়ার্ল্ড গ্রুপ (ব্লগ সম্পর্কিত যেকোনো হেল্প পাবেন এখানে। পাশাপাশি নিজের টিউন শেয়ার করে আপনার ব্লগ জনপ্রিয় করে তুলুন।)

Level 0

আমি এস মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

|| DownloadBuzz.Net || ডাউনলোড করুন হাইলি কমপ্রেসড মুভি, গেমস, অ্যান্ড্রয়েড অ্যাপস, সফটওয়্যার, ইবুক, পিডিএফ, নাটক সহ আরও অনেককিছুঃ http://www.downloadbuzz.net


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইহা অ একখান বাটপারি তাই এই সব বাদ দিয়া এখন ব্রডব্যান্ড লাইন চালাই ১ এম্বি মাত্র ৭০০ টাকা দেই

    @জুবায়ের আহমেদ: ধন্যবাদ কমেন্টের জন্য। আপনি কোথায় থাকেন আর কোন ব্রডব্যান্ড ইউজ করেন?

    @জুবায়ের আহমেদ: কিন্তু ভাই টেলিফোন লাইন না থাকলে….

      @তন ্ময় লাহা: ভাই আমার জানামতে ব্রডব্যান্ড লাইন এর জন্য টেলিফোন লাইন লাগে না আপনার এলাকায় যদি কেউ লাইন দেয় তাহলে তাদের সাথে আলাপ করে দেখেন।

ভাই এটা একটা বালো খবর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর টাওয়ার ও স্পিড পবলেম কখনও এর টাওয়ার থাকে না তো কখনও এর স্পিড দেয় না। আমার এই রিভিও শুধু মাত্র কুষ্টিয়ার ভিত্তিতে। অন্য এলাকার রিভিউ জানি না।

thank Ku ku

Level 2

ami 1mb 500 taka dai …..

@প্রীতম চক্রবর্তীঃ আমি ঢাকা মুগদা পারা থাকি। আর আমি বিডি ম্যাক্স এর ব্রডব্যান্ড লাইন ইউজ করি।

    @জুবায়ের আহমেদ: ভাই আপনি মুগদাপাড়া কই থাকেন? উত্তর, দক্ষিন, মদিনাবাগ, ০ পয়েন্ট, ব্যাংক কোলোনি, বাশার টাওয়ার….???? কই থাকেন? আপনিতো মিয়া আমার এলাকার লোক…. 😀

      @সাজিদ সাজিব: যাক এলাকার একজন পাইলাম। আমি বাশার টাওয়ার এর এইখানেই থাকি। আপ্নে কই থাকেন?

        @জুবায়ের আহমেদ: ভাই আমার বাসা মুগদা হাসপাতালের সাথে।

ধন্যবাদ।আপনাকে

আমার ব্রডব্যান্ড লাইন 2mbps ১১০০ টাকা 😀

ভাইয়া sure তো এইটা কতো দিন থাকবে ? জানেন কি ? ধন্যবাদ শেয়ার করার জন্য।

    @রাকিব হাসান: সবসময় থাকবে যতদিন টেলিটক কোম্পানি বন্ধ না হয়। 🙂 আপনাকেও ধন্যবাদ 🙂

ভাইয়া মেয়াদ কয়দিন

80 tk e 1 gb mead kotodin

ধন্যবাদ।

2MBPS Only 600 Tk @DEPZ Area

এইটা তো বের হইছে এক মাসের উপরে হবে। By the way, Thanks.

ফ্রী ইন্টারনেট আমাদের ভরসা

এটার স্পিড কত দেয়?

ভাই মিরপুর২ এ কেউ আসেন? এই খান্য কত একটু বলেন

Teletalk, 1GB=160TK মেয়াদ 10 day(D19) / 1GB=260TK মেয়াদ 30 day(D31)