আমি একটা র্সাচ ইঞ্জিন তৈরী করার চেষ্টা করছি, যা শুধু বাংলাদেশী ওয়েবগুলো র্সাচ করবে। এখন পর্যন্ত ১২০ টি সাইটের আমি ইন্ডেক্স করেছি। বট তৈরী করার কাজ করছি, যা প্রায় প্রতিদিনই সাইটগুলো আপডেট করবে। তবে সার্ভারের উপর প্রেশার কমানোর জন্য কিছু অপশন বন্ধ করেছি। আপনাদের রিভিউ দরকার। সাইটটির এড্রেস : http://search.ontorebd.com
আমি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুভ কামনা রইলো।
কিন্তু বাংলা সাইটের পরিমানও কিন্তু কম না। কাজটা বোধয় একটু কঠিনই।
উল্লেখ্য, আমি রনি লিখে সার্চ দিয়ে কিছু পেলাম না।