মানুষের জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে । তিনি ছাড়া কেউ জানেনা কে কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন । তবে মানুষের দৈনন্দিন চলা ফেরার উপরও কিছুটা নিভর্র করে । আল্লাহ আমাদের তাকদীরকে দুই ভাগে বিভক্ত করেছেন -
১) তাকদীরে মুআল্লাক । যা চেষ্ট, সতর্কতা, সাধনায় পরিবর্তন হবে । যেমন - যে কোন জুকি পূর্ণ কাজে সতর্কতা অলম্বন করা, অলসতা না করা এই ভেবে যে, হায়াত-মাউত আল্লাহর হাতে, মরণ আসলে এমনে মরে যাব ।
২) তাকদীরে মুবরম । যা কখনো পরিবর্তন হবেনা আল্লাহ যে রকম লিখে রেখেছেন সেরকমই ঘটবে আপনি শত চেষ্টার পরও সামান্যতম রদবদল করতে পারবেন না । তাহলে প্রশ্ন জাগে আমরা কিভাবে বুঝবো কোনটা পরিবর্তনশীল আর কোনটা অপরিবর্তনশীল ?
আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যদি সফল হই বলতে হবে সাধনা করে আমরা ভাগ্য পরিবর্তন করে নিয়েছি, আর ব্যর্থ হলে মানতে হবে আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখে ছিল এতটুকু । ভুমিকা একটু বেশি হয়ে গেল, মূল টিউনে ফিরে আসি ।
আজকের টিউনে আমি এমন কয়েকটা সাইটের কথা বলতে এসেছি ষেখানে আপনি কতগুলো প্রশ্নের উত্তর দেয়ার পর আপনার বয়সসীমা কত জানিয়ে দেবে । প্রশ্নগুলো হবে আপনার ব্যক্তিগত, আপনার চলাফেরা নিয়ে, পরিবার নিয়ে, আপনার পূর্ব পুরুষের বয়স ও রোগ নিয়ে । তাহলে আপনার বয়স কত হবে জানতে এই লিঙ্কে প্রবেশ করুন নিচের পেজটা ওপেন হবার পর Birthdate, Gender, Country & Postal/Zip Code দেওয়ার পর Proceed to Calculator এ যান । প্রশ্নের উত্তর সিলেক্ট করতে শুরু করুন এবং শেষের পেজটিতে আপনার ইমেল আইডি দিন । আপনাকে মেইল করে রেজাল্ট পাঠিয়ে দেবে ।
এবার আপনাদের একটা পরিচিত সাইটের সাথে আবার পরিচয় করে দেব । এই লিঙ্কে গেলে তা বুঝতে পারবেন । এই সাইটিতে আপনারা Life Expectancy Calculator ছাড়াও Expense Calculator ও Income Calculator পাবেন । তাহলে শুরু করে দিন উত্তর শেষে আপনি সম্পূর্ন ডাটা একসাথে পেয়ে যাবেন ।
৩য় এই সাইটা একটু ভিন্ন । এই লিঙ্কে প্রবেশ করার পর নিচের মতো পেজ আসবে মার্ক করা এরো চিহ্নে ক্লিক করে আপনার বয়স দিন, টাইপও করতে পারবেন অথবা মাউস দিয়ে পাশের রোলারটা উঠা নামাও করতে পারেন ।
৪র্থ এই সাইটটিতে আপনি ১ম ও ২য় টির মতো খুব বেশি প্রশ্নের সম্মুখিন হতে হবে না । সামন্য প্রয়োজনীয় কিছু প্রশ্নের উত্তর দিয়ে সাথে সাথে রেজাল্ট দেখতে পাবেন । তাহলে প্রবেশ করুন
শেষ জীবনে বছরের পর বছর বিছনায় শুয়ে বেঁচে থাকা এবং হেঁটে চলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার মধ্যে অনেক পার্থক্য এ সবি ভাগ্য, হয়তো আপনার কিছু অসচেতনতা, অসতর্কতা আপনাকে পঙ্গু বানিয়ে রাখবে সারাজীবনের জন্য । উল্লেখিত সাইটগুলোর কথা বিশ্বাস করার কোন দরকার নাই । কেননা ওরা আপনার উত্তরের ভিত্তিতে আনুমানিক আপনার বয়সটা জানাবে আর আপনি চাইলে মুর্হতে আপনার চরিত্র পরিবর্তন করতে পারেন । সর্বপরি বলি আপনার কিছু নিয়ম-নীতি ও শৃঙ্খলা আপনাকে সুস্থ, সবল ও সুন্দর জীবন প্রদান করবে ।
সকলকে অসংখ্য ধন্যবাদ
আমি দেলোয়ার খতিবী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 381 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সময়ের সাথে সাথে মানুষের চাহিদা ও পরিবর্তন হয়ে যায় ।
কার মৃত্যু কখন হবে, বা কে কতদিন বেচে থাকবে তা কেউ জানে না। তাই বলে কি নিজেকে ইচ্ছা করে মৃত্যুর দিকে ঠেলে দেবো, তাতো হয় না। তাই সর্বদা সতর্ক থাকবেন।
পরকালের জন্য নিজেকে তৈরী করুন। কেননা “الدنيا مزرعة الاخرة” (দুনিয়া পরকালের শস্যক্ষেত স্বরূপ।)
ধন্যবাদ টিউনের জন্য।