কীভাবে ব্যাবহার করবেন Portable Apps আপনার পেন ড্রাইভে..! চলুন দেখে নেই ।

কেমন আছেন ? টিউমেন্টস করে জানাবেন ।  😀

অনেকদিন আগের কথা, যখন টেকটিউনসের যাত্রা কেবলমাত্র শুরু হয়েছে, তখন  নেশার মত টেকটিউনসের সাথে ছিলাম, এখনো আছি । কিন্তু এখন আর আগের অনুযায়ী সময় পাওয়া যায় না । তবে, সমস্যায় পরলে টেকটিউনসে আসতে ভুল করি না । টেকটিউনস আমাকে কি দিয়েছে, আমি যদি বলি কি দেয়নি, এই যে আজ আমি টিউন করলাম, এটাও টেকটিউনস শিখিয়েছিল অনেক বছর আগে।  অনেকদিন না, বছর খানেক পর টিউন করতে বসলাম । এই ধরনের টিউন কেউ আগে করেছে বা করেনি আমার জানা নেই । তবুও করলাম । কারো যদি উপকারে আসে ।  :mrgreen:
আমাদের সবার কম বেশি দুই চারটা পেন ড্রাইভ আছে 😀 কিন্তু আমার নেই । আপনি এই পোর্টেবল সফটওয়্যার দিয়ে,  অনেক সফটওয়্যার পেন ড্রাইভে ইন্সটল করে রাখতে পারবেন এবং যেকোনো পিসি থেকে ইন্সটল করা সফটওয়্যারগুলো ব্যাবহার করতে পারবেন খুব সহজে । শুধু মাত্র একবার ইন্সটল করে নিলেই হবে ।

আমরা অনেক সাইবার ক্যাফে বা অফিসে বা ইন্সটল করে সফটওয়্যার ব্যাবহার করা যাবে না, এরকম পিসিতে দরকারি কাজের জন্য বসি আর তখন যদি আপনার পছন্দের সফটওয়্যার ব্যাবহার করতে না পারেন তাহলে পিসির চাইতে টাইপ রাইটার ব্যাবহার করে মজাটা  একটু বেশি পাওয়া যায় মনে হয় । এছারা, বেশি বেশী সফটওয়্যার ইন্সটতাল্লদিয়ে পিসিকে কচ্ছপ গতির না বানিয়ে, এই পদ্ধতি ব্যাবহার করা যেতে পারে ।

যাই হোক, এখন চলেন দেখি কি করা যায় । আপ্যনার ইন্সটল করা সফটওয়্যার যেখানে খুশী, যে কোন পিসি থেকে ব্যাবহার করা  যাবে।

প্রয়োজনীয় উপকরন:

১। একটা পিসি 😀 ( যেটা দিয়ে এখন টিউন পড়ছেন)
২। একটা পেন ড্রাইভ (যে কোনো সাইজের হলে হবে :-P)
৩। সফটওয়্যার ( PortableApps, এটা একদম ফ্রী, অনেক বড় ফাইল, ৩ MB 😛 এটা নিচের লিঙ্ক দেওয়া আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিন)

যেভাবে ইন্সটল করবেন: সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন।

তারপরে NEXT চাপুন ।

সবসময় যে কোন প্রকার সফটওয়্যার ইন্সটল করলে সেটা স্বাভাবিকভাবে C: ড্রাইভে ইন্সটল হয়ে যায় । এই সফটওয়্যারটি আপনি C ড্রাইভে ইন্সটল করবেন না । এটা আপনার পেন ড্রাইভের Root এ করবেন। আপনার পেন ড্রাইভ যদি H হয়ে থাকে, তাহলে আপনি শুধু H ড্রাইভ সিলেক্ট করে দিবেন । নিচের ছবির মতো করে ।

তারপর Next ক্লিক করে Finish চাপুন ।

হয়ে গেলো ইন্সটল । এখন Apps ব্যাবহার করার পালা । আপনি যদি মনে করে থাকেন এটা দিয়ে আর কি সফটওয়্যার ইউজ করা যাবে । আমি বলি, আপনার প্রতিদিন কাজ করতে যে সফটওয়্যার দরকার হয়ে থাকে সেটা আছে, বরং যারা গেম খেলতে চান, তাদের জন্যেও ব্যাবস্থা আছে । এখানে আছে প্রচুর Games আর সফটওয়্যার ।
যেমনঃ Firefox, chrome, photo editors, utorrent, office, Antivirus.google drive, dropbox, বলে শেষ করা যাবে না, নিচের লিঙ্কটায় একবার দেখে আসেন ।

portableapps.com/apps
আর একটা কথা, মন দিয়ে আমার কথা না শুনলে খবর আছে, সমস্যায় পরবেন, কথাটা হচ্ছে, কোথাও না বুঝলে বা বুঝতে সমস্যা হলে টিউমেন্টস করে জানাবেন । ( প্রথমে ভয় পেয়েছিলেন নাকি ?)

এখন এই টিউনের লেখা থেকে বিদাই নিলাম, নুতুন কিছু নিয়ে আবার আসব (সবার জন্যে নতুন নাও হতে পারে) আমার জন্যে দোয়া করবেন । ভালো থাকবেন সবাই ।

পূরবে এখানে প্রকাশিত হয়েছেঃhttp://www.onepconesite.blogspot.com

Level 2

আমি তানজিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jinista valo tobe sob app gula namaite khobor hoye jabe 😀

    @sarwar sajeeb: একটু বেশি ইন্টারনেট খরচ হবে এই আর কি । তবে এটা কিন্তু ভালো । ভালো থাকবেন ।

সুন্দর পোস্ট ধন্যবাদ আপনাকে ,

    @Ochin_Manus: সুন্দর কমেন্টস করার জন্যে আপনাকে সাগতম ।

Level 0

Appdata gulo kothay save hobe..????? PC er C: drive a naki pendrive er vitorei..??

    @umjonota: আপডেট গুলো অবস্যই আপনার পেন ড্রাইভে সেভ হবে । কমেন্টস করার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

ধন্যবাদ শেয়ার করার জন্য

    @রেদওয়ান হৃদয়: টিউন পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ । 🙂

Level 0

Vai evabe ki pendrive a windows xp set up kora jabe? ame PC te win 7 use korchi.