মাত্র দুই ক্লিকে ক্যালেন্ডার তৈরি করুন আপনার ফটোসহ + বোনাস ধাঁধাঁ

পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি, যিনি অতীব দয়ালু ।


আমার প্রথম টিউনটি (অনলাইনে সরাসরি টেলিভিশন বাংলাদেশী চ্যানেলসহ) তে আমার টেকটিউনসের ভাইরা অত্যন্ত সুন্দর কমেন্টস দিয়ে আমাকে মুগ্ধ করেছে । তাই আমি সবার কাছে কৃতজ্ঞ । সেই আনন্দে আজ আমি ২য় টিউন করতে বসলাম ।

আমারা যদি নিজের পছন্দমত ক্যালেন্ডার তৈরি করতে চাই তাহলে ফটোশপ, ইলেস্ট্রেটর, এমএস ওয়ার্ড বা এক্সেলে যার যেটার উপর দক্ষতা আছে সেটা দিয়ে তৈরি করি। কিন্তু কোনটাতেই দুই চার ক্লিকে সম্ভবনা । যদি আমরা কোন প্রকার সফ্টওয়্যার এবং ওয়েব সাইটে রেজিষ্ট্রশনের ঝামেলা ছাড়াই মাউসের দুই চার ক্লিকে নিজের পছন্দের ছবি সহকারে ক্যালেন্ডার তৈরি করতে পারি তাহলে এত কষ্ট করার দরকার আছে কি ? আসুন তাহলে দেখে নিই -
প্রথমে
এই সাইটে  প্রবেশ করুন ।

 এই পেজটি ওপেন হবে -

   Calender 1

এখানে ব্রাউজের ঘরে আপনার কাঙ্কিত ফটোটি দেখিয়ে দিন, নিচে মাস ও সাল নির্বাচন করুন । Create এ ক্লিক করুন, কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনার ক্যালেন্ডার সামনে হাজির ।

 এবার কয়েকটা ক্যালেন্ডার দেখুন 

Calender

 

 calendar81e692a98bc989bda0ecbce0f663466941d81f7a

  

এ ধরণের আরো অনেক সাইট আছে  ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন ।

http://www.timeanddate.com
http://www.myfreecalendarmaker.com/

 

 

এবার বোনাস হিসেবে একটা ধাঁধাঁ

"এক কুড়ি দুই ছেলে, দুই দিকে জাল পেলে
জালে যখন মাছ ঢুকে কেউ কাঁদে কেউ হাসে"

 

মন্তব্যের সাথে ধাঁধাঁর উত্তরটি যোগ করুন ।

Level 0

আমি দেলোয়ার খতিবী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 381 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সময়ের সাথে সাথে মানুষের চাহিদা ও পরিবর্তন হয়ে যায় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেলোয়ার ভাই আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য ।

দারুন জিনিস দিসেন ভাই।

দেলোয়ার ভাই ভাল লাগল। প্রিয় টিউন করে রাখলাম।

টিউনটি সুন্দর হয়েছে।

ধাঁধাঁর উত্তর ফুটবল খেলা।
ধন্যবাদ।

ভাই খুব ভাল জিনিস কিন্তু যদি সাড়া বছরের calender একসাথে ক্রা যেত তা হলে আরো ভাল হতো।ধন্যবাদ ভাই।

বাহ!
সুন্দর টিউন।
এর চেয়েও আপনার কেলোন্ডারের ছবি টা খুব সুন্দর ,!!!!!!,

বাহ!
সুন্দর টিউন।
এর চেয়েও আপনার কেলেন্ডারের ছবি টা খুব সুন্দর ,!!!!!!,

সুন্দর টিউন। নতুন জিনিস শিখলাম। ধন্যবাদ আপনাকে। ( ধাঁধাঁর সঠিক উত্তর অনেকেই দিয়ে দিয়েছে, তাই উত্তর দেওয়া থেকে বিরত থাকলাম 🙂 )

অসংখ্য ধন্যবাদ দেলোয়ার খতিবী।

Level 0

প্রিয়তে রাখলাম, আর ধাঁধাঁর উত্তর ফুটবল খেলা। এতে কেউ কাঁদে কেউ হাসে ! 🙂 🙂 🙂

অসংখ্য ধন্যবাদ আপনাকে

Level 0

ধন্যবাদ দেলোয়ার ভাই ।

সুন্দর টিউন,আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল একটি টিউন করার জন্য,শুভকামনা রইল আপনার জন্য।