নেট থেকে আয় , মিস্টেক, একজন ওয়েবসাইট ডেভেলপার, ডিজাইনার হতে হলে আপনার যা লাগবে।

অনেক প্রশ্নের মাঝে যে প্রশ্ন দুটির মুখোমুখি সবথেকে বেশীবার হই সেগুলো হলো।

১। ভাই নেট থেকে কিভাবে আয় করবো।

২। ভাইয়া ওয়েব ডেভেলপার হতে চাই, কিভাবে শিখবো বা শুরু করবো।

আচ্ছা প্রথম প্রশ্ন টার উত্তর আগে দেই। হ্যা নেট থেকে আয় করা সম্ভব, আর এ দিয়েই আমার মত অনেকের পেট/পকেট চলে। আবার অসম্ভব যদি না আপনার এ বিষয়ে ভালো জ্ঞ্যান থাকে।

আচ্ছা কিভাবে শিখবো বা কি কি লাগবে একজন ওয়েব ডেভেলপার হতে হলে।

১। শুরুতেই ইংরেজী। নাহ এটার কোন শর্টকাট নাই, জানতেই হবে। বলতে না জানলেও হয়তো কাজ চালাতে পারবেন, বাট কোন কিছু করতে ইংরেজী না জেনে কোন উপায় নাই। ইন্টারনেটে আমরা বাংলা দেখতেছি তো কবছর হলো, তবু কোন সাইটের এ্যাড্রেস বাংলাতে দেখছিলেন নাকি ? উহু, নেটে থাকা তথ্যের শতকরা ৯৫% ই ইংরেজী তে, এর বেশী ও হতে পারে। তো ভালো ভাবে ইংরেজী না জানলে আপনার দারা আসলেই কিছু হবা হয়ে উঠবে না এ জনমে।

২। কোড , আমার ভাষাঃ হ্যা, মুখে যা বলতেছেন বা যা লিখতেছেন এর থেকে বেশী ভালো জানতে হবে কোড। কল্পনা করেন একটা সিন যেখানে আধো অন্ধকার ঘরে একজন প্রোগ্রামার ঘন্টার পর ঘন্টা কোন টেক্সট এডিটর ওপেন করে লিখে যাচ্ছেন লাইনের পর লাইন কোড। হ্যা, তারে দিয়া হবে বা হয়ে গেছে, আপনি না জানলে ওয়ার্ডপ্রেস বা কোন ওয়েব ২.০ এর ড্যাশবোর্ড দিয়া আর কতদিন ? হবে না, হবে না।

কোডিং এর ধাপ আছে কয়েক টা।

  • শুরুতে html এর সবগুলো ভার্শন, Css আর Javascript ছারা পা ই ফেলতে পারবেন না এ লাইনে।
  • Php (আমি বলি পাওয়ার, হোপ আর প্রগ্রেস 😛 ) হুম্মম জানতে হবে, এই জানার কোন শেষ আছে কিনা তাও আমার জানা নাই। একজন রে চিনি জিনি এ লাইনে টপের দিকেই আছেন, উনি বলনে শিখতেছি 😛 😛
  • হুম্মম আরো অনেক কিছু আছে, পাইথন,aspx আরো কতকি, আমার নিজের ই ধারনা নাই এগুলা নিয়া।

৩। নেশাঃ হুম্মম এইটা আমি মানি, নেটে কিছু করে দেখানোর নেশা না থাকলে আপনারে দিয়া হবে না ভাই। টাকার লোভ, বা বসের আদেশ ও আপনাকে ২২ ঘন্টার পিসির সামনে বসায় রাখতে পারবে না, নেশা লাগবে, এটা আবার বানানোর জিনিষ না, যাদের নিজে থেকে হয়ে যায়, তারাই দেখা যায় সফল।

৪। নিজে থেকে খুজে উত্তর খুজে বের করাঃ কোন সমস্যায় পড়ছেন ( দিনে হাজার খানেক বার পড়বেন, চিন্তা নাই ) উত্তর টা খুজে বের করেন, সামনে গুগল ইয়াহু আছে। একটা ফর্ম কেন কাজ করতেছে না এজন কাউকে ফোন দেয়া , বা ফেসবুকে নক করা অতি বিরক্তীর জন্ম দেয় তাদের। আর রিপ্লাই না দিলে হয়ে যায় ভাব নেয়া পাবলিক। কেউ ই বুঝে না যে  সারারাত কাজের পর ভোর রাতে ফেবুতে লগিন দেয়া লোক টা কারো প্রশ্নের জবাব দিতে অনলাইনে আসে নাই। (ব্যাক্তিগত হয়ে যাচ্ছে ) যাক, এভাবে দেখা যায় বেশ কয়েক টা পেইজে ঘুরে উত্তর টা পাচ্ছেন, সাথে শিখেও ফেলতেছেন অনেক কিছুই।

মোটামুটি এগুলো থাকলেই চলবে, আরো অনেক কিছুই আছে সম্ভবত, মাথা খুজে পাচ্ছে না এখন। এখন আসি বস্তুগত কি লাগবে আপনার।

১। কারেন্টঃ হাসবেন না, বাংলাদেশের অনেক এলাকাতেই এখনো পল্লীবিদ্যুত লাইন চলে, দিনে ৩ – ৬ ঘন্টা কারেন্ট থাকে, এসব এলাকায় বসবাস করে ডিজিটাল বাংলাদেশ গড়া খানিক টা বেশী ই হয়ে যায়।

২। একটা কম্পিউটারঃ হ্যা আমি জানি মোবাইল দিয়ে অনেক কিছুই করা যায় এখন, বাট হবে না ভাই, একজন ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপার হতে হলে আপনার একটা কম্পিউটার থাকা আবশ্যক।যে মানের ই হোক, লাগবেই।

৩। নেট কানেকশনঃ এটার কথা লিখতে গিয়ে আমি লজ্জায় পঈড়া গেলাম, বাংলালায়ন ইউজার এখনো, এখন লেখার সময় ডাউনলোড দিছি Noah (2014 ) মুভি টা, ডাউনলোড স্পিড সেকেন্ডে ৮০ কিলোবাইট এর মত। ব্রডব্যাণ্ড এখনো হাতে পাই নাই, অদুর ভবিষ্যতে পাবো কিনা সন্দেহ আছে আমার। যাক একটা মোটামুটি মানের নেট কানেকশন থাকলেই আপাতত চলবে। ( হায়রে আমার ডিজিটাল দেশ)

৪। প্র্যাকটিসঃসুধু বই পড়ে বা ডিগ্রি নিয়া কেউ আজ পর্যন্ত খুব কিছু হয়ে দেখাইতে পারে নাই, এ লাইনে উপরে আছে ফেল্টুস রা 😛 😛 না মানে আড্ডা দিয়া ঘুইরা ফিরা না, নেট নিয়া আছিলেন আরকি 😛

যাক,

৫। শিক্ষাগত যোগ্যতাঃ আহহহ, হয়ে যায়, তবু বাংলাদেশের মত যায়গা গুলোতে চাকরী করতে চাইলে এর কোন বিকল্প নাই। আর আমি যেটা ছোটভাইদের সবসময় ই বলি, আগে বই, পরে কম্পিউটার।

( কল পাইলাম, রংপুরনেট ডট কম এর কাজ শুরু করবো ইনশাআল্লাহ কাল থেকে, আমার জন্য দোয়া করবেন , আর ভাই, শিখে রাখার কোন শেষ নাই। লেখা টা Fajlami.com এ প্রথম প্রকাশিত)

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vhaiya headline porei onek besi moja pelam
Ekdom Khati kothagulo bolcen

somay pele amar akta site aktu dekhe amake bolben
Amrao prai grame thaki kintu karent jayna, geleo 3 theke 4 minit, r net speed 3 MB

Level 0

ধন্যবাদ ভাই খুব সুন্দর টিউন এর জন্য।

ভালো লাগল ভাই। পরের টিউনের অপেক্ষায় রইলাম…………
ধন্যবাদ

Level 0

কারেন্ট,নেট প্রব্লেম না থাকলে আমিও দেখাইয়া দিতাম,আমি কি জিনিস!!!!

Level 0

ভাল লাগলো…।
ধন্যবাদ।

সাহস দিলেন ভাই,,,,,, ধন্যবাদ.

Vhai

apnar
Lekha
Gulo
Pore
Vhitore
Speed
Chole
asheche