পাসওয়ার্ড প্রটেক্টেড করুন আপনার যেকোন লিংক মাত্র কয়েক সেকেন্ডে একদম সহজ পদ্ধতিতে

অনলাইন যুগে নিরাপত্তা একটি অত্যাবশ্যকীয় বিষয়। সময়ের প্রয়োজনে আমাদের শেয়ার করা ফাইল কিংবা ওয়েব পেজের কোন একটি পাতা বা লিংক অনেক সময় পাসওয়ার্ড প্রোটেক্টেড হওয়ার প্রয়োজন পড়ে। আজ আপনাদের এই প্রয়োজনে নিয়ে এসেছি পাসওয়ার্ড প্রোটেক্টেড লিংক তৈরির একদম সহজ পদ্ধতি। যা আপনি তৈরি করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে!

উদাহরণ হিসেবে আপনি এই লিংক ক্লিক করে দেখুন। একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড পাতা আসবে। সেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনি পাসওয়ার্ড পাবেন কোথায়? আমি আপনাকে এই পেজের পাসওয়ার্ড দিচ্ছি। এটার পাসওয়ার্ড হলঃ bloggermaruf । এখন এই পাসওয়ার্ড দিয়ে আপনি এন্টার করলেই প্রবেশ করতে পারবেন লুকানো সেই কাঙ্খিত ওয়েব পেজ।
এখন চলুন জেনে নেই কিভাবে আপনি পাসওয়ার্ড প্রটেক্টেড লিংক তৈরি করবেন? নিচের ছোট ধাপগুলোর মাধ্যমে আপনি পাসওয়ার্ড প্রটেক্টেড লিংক বানাতে পারবেন।
  • এখানে ক্লিক করলে একটি টিউন আসবে সেটার শেষে একটি বক্স দেখতে পারবেন। আর আপনি এই বক্সের মাধ্যমেই পাসওয়ার্ড প্রটেক্টেড লিংক তৈরি করবেন।
  • প্রথমে বক্সটির প্রথম ঘরে আপনি যে লিংককে পাসওয়ার্ড দিতে চান সেটি লিখুন।  আমি দিয়েছি http://www.bloggermaruf.com
  • দ্বিতীয় ঘরে আপনি আপনার কাংখিত পাসওয়ার্ড দিন যেটি দিয়ে সেই লিংকে প্রবেশ করতে হবে। আমি পাসওয়ার্ড হিসেবে দিয়েছি  bloggermaruf
  • সবশেষে ক্যাপচা কোডটি পূরণ করে Shorten বাটন ক্লিক করুন।
চিত্র ১
চিত্র ২
  • এবার পেয়ে যাবেন একটি ছোট লিংক। আর সেই লিংকই হল পাসওয়ার্ড প্রোটেক্টেড। এই লিংকে গেলে সেই পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে এন্টার চাপলে সেই কাংখিত ওয়েব পেজে নিয়ে যাবে।
চিত্র ৩

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

very nice.

ধন্যবাদ

awsome.শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাল লাগল। অনেকের কাজে আসবে। আমার ব্লগে আপনা আমন্ত্রন রইলো।