এ কেমন প্রোগ্রামিং! চ্যালেঞ্জ, হাঁসতে হাঁসতে দম বন্ধ হবে আপনার দেখুন একবার :D

আমি এমন প্রোগ্রামিং কখনও দেখি নি।

প্রথমে দেখে তো কিছু বুঝি না। আর যখন বুঝলাম, তখন তো হাসতে হাসতে দম লেগে যাওয়ার মতো অবস্থা।

তবে চ্যালেঞ্জ,  এই চ্যালেঞ্জে এ আপনাকে হারতেই হবে।

কি সেটা

  • প্রথমে এই লিঙ্কে যান। (পেজটা লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন)
  • তারপর যে লোকটা দেখছেন তার নাকে আপনার কম্পিউটারের মাউসের কার্সর  লাগানোর চেষ্টা করুন।

  • লাগাতে পারলে মনে করবো, আপনি বস? 😀

-

  • দ্বিতীয় এই লিঙ্কে যান
  • তারপর দেখবেন লোকটা দোড় দিয়ে এসে দাঁড়াবে।
  • তখন আপনার পিসির কার্সর টা তার মাথার উপর দিয়ে নিয়ে যান।
  • দেখবেন কার্সর সে ধরে ফেলেছে, আপনার কিছু করার থাকবে না। 🙂

এরকম আরও মজার মজার প্রোগ্রামিং দেখতে এখানে যান 

সবসময় এভাবে টেকনোলজির সাথে থাকতে ফেসবুকের এই পেজে লাইক দিতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজা পাইলাম 😀

আমি ওর নাকে কার্সর লাগাতে সক্ষম হলাম, খুব-ই সহজ। শুধু রাইট ক্লিক করে একটা মেনু ওপেন করুন ঐ পেজ এর যেকোনো জায়গায়, তারপর যত খুশি নাকে কার্সর লাগান, ও টের- ই পাবে না 😀 । ধন্যবাদ শেয়ার এর জন্য।

    @ফ্রীওয়্যার সিজান: মাউসের রাইট বাটন ড্র্যাগ করে করলে তো হবে, এটা তো ২ নাম্বারি ভাই। ধন্যবাদ। 😀

ভাই নাকে তো লাগাইতে পারলাম। কিন্তু পরেরটাতে মাথার উপরে যেই দিছি সাউন্ডটা হটাত আসায় চটকে উঠছিলাম। খুব ভয় খেয়েছি। ধন্যবাদ ভাই না হাসাইয়া ভয় দেওয়ার জন্য। 😛

প্রথমেই ভয় পাইলাম!! 😀

Level 0

কোন Cheating না করে নাকের কাছে নিলাম, Quickly বার বার কার্সর নিচ থেকে নাকের কাছে নিয়া জান, দেখবেন একটু পর আস্তে আস্তে কার্সর নাকের কাছে নিলে ব্যাটা আর নড়বে না।

valo laglo boss

Level 2

প্রথম টা আমি ক্লোন করতে পারবো

দারুন মজা পাইছি।
ওদের সাইটে এইরকম আরো অনেকগুলো আছে। বেশ কয়েকটাই দেখলাম। তবে সবচেয়ে হাস্যকর এই দুইটাই।

Level 0

RIGHT CLICK KARA SAB E KARA JAI

Level 0

I.T SARDAR SAMVAB

Level 0

ভাই জেটা সন্দেহ করসিলাম সেটাই হইসে। এটা একতা ফ্ল্যাশ।।আর আমরা ফ্ল্যাশ উশে করে এরকম বহুত কিছু বানাতে পারি।।আমি প্রথমে মনে হইসিল এটা লাশ এ হবে পরে আমি পুরা পেজ টা কে কাটাকাটি করে পাইয়া গেলাম সেই ফ্ল্যাশটা কে

প্রথমটা লাগাতে পারলাম কিন্তু ২ নং টা লাগাতে পারলাম না। মজা পাইলাম ।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

আমি নাকের কাছে নিয়ে যেতে পারলাম আবার পরেরটাতে কার্সর ধরে নাই।আমি মজা নিতে পালাম না কেন?

Level 2

দারুন…মজা পেলাম।

daruuuuuuuuuuuuuuuuuuuuuuun moooooooooja pailaaam