নাম শুনেই মনে পড়ে যায় বিশ্বের সবথেকে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের হোম পেইজ টা, তাই না ?
হুম্মম দরকারে, অদরকারে আমরা প্রায় সবাই ই ইউটিউব ব্যাবহার করে থাকি, অন্তত প্রয়জনীয় ভিডিও টা, হোক না মুভি, গান কি টিউটোরিয়াল, খুজে পেতে অন্য কোথায় যেতে হয় না আমাদের, কি বলেন ? তা আমরা এ সাইট টা সম্পর্কে কতটা জানি তা জিগেস করলে উত্তর আমি নিজেও খুব বেশী দিতে পারবো না, আসেন আজ জানা যাক।
এটা আসলে কি ?
Youtube একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট , যেখানে রেজিস্টার করা ছারাই আপনি এর দুনিয়ার সবথেকে বড় কালেকশন থেকে খুব সহজে সার্চ করে দেখে নিতে পারবেন অনলাইনেই যেকোন ভিডিও। আর রেজিষ্টার করলে পাবেন আনলিমিটেড ভিডিও আপলোড করার সুবিধা। চাইলে ডাঊনলোড ও করতে পারবেন এখান থেকে
সান ব্রুনো, আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি শহরে শুরু হয় ইউটিউব। বেশী পুরনো নয় কিন্তু, ২০০৫ সালের ফেব্রুয়ারী মাসে যাত্রা শুরু করে ইউটিউব তিনজন প্রতিভাবান ভদ্রলোকের হাত ধরে। তারা হলেন
১। চ্যাড হারলে ২। স্টিভ চ্যান ৩। জাভেদ করিম (ইনি একজন বাংলাদেশী )
জাভেদ করিম স্যার ইউটিউবের একজন কো ফাউন্ডার, আইডিয়া তার মাথায় প্রথম আসে। উনি বলেন ২০০৪ সালে একজন অভিনেত্রীর একটি ভিডিও ক্লিপ উনি অনেক খুজেও অনলাইনে খুজে পান না। তখন চিন্তা করেন একটি ওয়েবসাইটের, যেখানে সবাই ই ভিডিও শেয়ার করতে পারবে, কোন রকম ঝামেলা ছারাই। অর্থাৎ একজায়গা থেকে কোন ভিডিও শেয়ার করে মুহুর্তেই তা পৌছে দেয়া যাবে বিশ্বের প্রতিটি নেট ব্যাবহার কারীর কাছে।
আইডিয়া হলো, অসামান্য প্রতিভাবান দুজন বন্ধু ও আছে, কিন্তু এরকম একটা সাইট চালাইতে অনেক টাকা দরকার, ব্যাপার না, চলে আসলেন একজন ইনভেস্টর। "সেকুয়া ক্যাপিটাল" নামে একটি প্রতিষ্ঠান ১১.৫ মিলিওন ডলার ইনভেস্ট করলো। ব্যাস তারা শুরু করে দিলেন কাজ।
Youtube.com ডোমেইন টা কেনা হলো ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারী। আর সাইটের কাজ তারা শেষ করলেন করলেন ২৩ এপ্রিল। এদিন ই জাভেদ করিম প্রথম ভিডিও টি আপলোড করলেন Me At The Zoo নামের। এখনো এটি দেখা যায়।
যাক, শুরুটা গেলো। এখন ইউটিউবে প্রতি মিনিটে ১০০ ঘন্টার ও বেশী ভিডিও আপলোড করা হয় !!!!!
তো গুগলে মামার নজর গেলো এদিকে, বাপরে এ কোন সাইট, এক বছরেই ফুলে ফেপে একাকার অবস্থা !!!! তো ২০০৬ সালের ১৩ নভেম্বরে ১.৬৫ বিলিওন ডলার দিয়ে গুগল ইউটিউবের সব শেয়ার কিনে নেয়। সো বর্তমানে এটি গুগুলের একটি প্রডাক্ট। আগের টিউন কোন ইমেইল ব্যাবহার করতেছেন ? জিমেইল, হটমেইল না ইয়াহু ? দেখেন তো দেখে থাকলে তো জানেন ই, জিমেইল দিয়েই ইউটিউবে লগিন বা আইডী খোলা যায়।
২০১০ সালের মার্চ থেকে ইউটিউব লাইভ সম্প্রচার শুরু করে, অর্থাৎ যেকোন খেলা ইউটিউব থেকে দেখা যাচ্ছে এখন। ফিচার তো লিখে শেষ করতে পারবো না বস, নিজেই কদিন ব্যাবহার করলে বুঝে যাবেন, লগিন করার পরে হোম পেইজ অনেক টা সোসাল সাইটগুলোর মত, অর্থাৎ যে চ্যানেল কে ফলো করবেন, তাদের আপডেট ই পাওয়া যাবে সেখানে। আর কি লিখবো ? আজ থাক,
বানায়লাইচি মামা 😛 😛 আমি খানিক টা ঘাটাঘাটি করে একটা বানাইলাম, এটা দিয়ে ইউটিউব সহ মেটাক্যাফে, ডেইলিমোশন, রিভের সবসাইট থেকেই ভিডিও দেখা যাবে। দেখেনঃ ভিডিও সার্চ ইঞ্জিন ।
আমার টেকটিউন্স গুলোর আপডেট পেতে ফেসবুকে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
শাহরিয়ার শিমুল ভাই, প্রতিনিয়ত আমাদের অসাধারণ টিউন উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।