আসসালামুয়ালাইকুম ,
আল্লাহর ইচ্ছায় আবার কিবোর্ড হাতে নিতে পারলাম। ইমেইল শব্দটা আমরা সবাই ই কমবেশী চিনি, এর অর্থ হলো ইলেকট্রনিক মেইল। আর ইমেইল সম্পর্কে জানি না অথচ নেট ব্রাউজ করতেছি এমন কাউকে বোধহয় খুজেই পাওয়া যাবে না। আজ এ নিয়েই একটা আর্টিকেল লিখতে বসলাম যা সবার ই দরকার হতে পারে।
আমরা মুলত যে মেইল ব্যাবহার করি তা ফ্রি, এর শুরু হয়েছিলো কখন তা কি জানি ?
পাবলিক মেইলিং সিস্টেম কে জনপ্রিয় করে প্রথম যে কম্পানী তা হলো "Yahoo" . আমার আগের একটা আর্টিকেল "ইন্টারনেট থেকে আয়ের ইতিহাস" পড়ে থাকলে আপনারা জানেন ইন্টারনেট থেকে আয় করা যায় এই ধারনা প্রথম আমদানী করে এই কম্পানী। তো তখন তাদের দেখা দেখি আরো অনেকেই এমন ওয়েবসাইট বানানো শুরু করেন । ( যা আমাদের বর্তমান নন প্রফেশনাল ডেভেলপার রা করে থাকেন , প্রফেশনাল দের এত সময় নাই নষ্ট করার মত) মানে আইডিয়া কপি করা। যাক, তো এত নব্য গজিয়ে ওঠা সাইটের ভিরে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতেই নতুন নতুন সার্ভিস যুক্ত করা হতে থাকে। এই রকম একটা সার্ভিস ই হলো পাবলিক ইমেইল সিস্টেম যা আমাদের জীবন কে অনেক সহজ করে দিয়েছে অনেক দিক দিয়েই।
বর্তমানে অনেক ওয়েবসাইট ই ফ্রি ইমেইল ব্যাবহার করার সুবিধা দিয়ে থাকে, এর মাঝে আমাদের দেশে জনপ্রিয় কয়েকটি সম্পর্কে খানিক টা লেখি।
টেক জায়ান্ট আর সবথেকে বড় সার্চ ইঞ্জিন গুগলের ফ্রি ইমেইল সুবিধা হলো জিমেইল। এই সার্ভিস শুরু করা হয় ২০০৪ সালে, যদিও পাবলিক ভাবে এর ব্যাবহার শুরু হয় ২০০৭ সালের ফেব্রুয়ারী মাসে। খুব সিম্পল হলেও খুবি কাজের, অনেক স্মার্ট, স্মুথ, আর মেইলিং সিস্টেম সবথেকে দ্রুত। আর আমি জিমেইল কে বলবো "ALL IN One " কেননা একটা জিমেইল আইডী দিয়েই আপনি গুগল প্লাস, ব্লগার, ইউটিউব , গুগলের ফোরাম গুলো, ওয়েবমাস্টার টুলস, গুগল এ্যাডসেন্স সবখানেই লগিন করতে পারবেন।
বর্তমানে গুগলে সম্ভবত ইমেইলে ১৫ গিগাবাইট যায়গা দেয়, এদের স্প্যাম ডীটেক্ট অসাধারন, । আপনি একটা জিমেইল আইডি দিয়ে মেইল করার পাশাপাশি "জি টক" এ লাইভ চ্যাট করতে পারবেন, করতে পারবেন ভিডিও চ্যাট ও। সবথেকে সুরক্ষিত , আর ব্যাবহার করা সহজ।
আগেই বলেছি, এরাই প্রথম। যদিও কম্পানী টার বর্তমান অবস্থা সুবিধার না। নতুন CEO Michael Muchmore এসেই বেশ কিছু পরিবর্তন আনেন ইয়াহু মেইলে। যেমন বর্তমানে সম্পুর্ন বিজ্ঞাপন মুক্ত ইয়াহু মেইল বা অন্যান্য সার্ভিস ব্যাবহার করতে আপনাকে গুনতে হবে $49.99 ডলার প্রতিবছর। পরিবর্তন আনা হয় ইমেইল সার্ভিস এর ডিজাইনেও। শুরুতে লোড নিতে খানিক টা সময় নেয় ( জিমেইল এর স্ট্যাণ্ডার্ড আউটলুক এর মত ) , কিন্তু পরে ব্যাবহার করে বেশ আরাম। গুগলের দেখাদেখি ইয়াহু মেইলেও ট্যাব সিস্টেম আনা হয়।
ইয়াহুর সবথেকে বড় সুবিধাযনক দিক হলো যেহেতু সর্বপ্রথম, তো এর ব্যাবহার কারী সংখ্যা সবথেকে বেশী। প্রায় ৯০ মিলিওন নিয়মিত ইউনিক ব্যাবহার কারী রয়েছে ইয়াহু তে। আমাদের এদিকে অর্থাৎ এশিয়ায় তেমন পপুলার না হলেও আমেরিকা মহাদেশের সব দেশ গুলোতে এখনো সবার প্রথম পছন্দ ইয়াহু মেইল।
hotmail ! নাম টাই কেমন গাম্ভির্য প্রকাশ করতেছে, তাই না ? হুম্মম, আপনি আমি বেশির ভাগ ব্যাবহারকারী যে উইন্ডোজ ব্যাবহার করতেছি হটমেইল তাদের ফ্রি মেইল সার্ভিস। শুরু থেকেই উইন্ডোজ় এর লক্ষ্য ছিলো সবার বাজার খেয়ে নিজের একছত্র রাজত্ব কায়েম করা। অনেক দিকে সফল হলেও ইমেইল এর দিক দিয়ে এরা একটু পেছনে। ১৯৯৬ সালে উইন্ডোজ ইমেইল সুবিধা দেয়া শুরু করে
হটমেইল আমার ব্যাক্তিগত পছন্দের। বেশ ফাস্ট, ব্যাবহার করে আরাম, আর সবথেকে বড় সুবিধা হলো হটমেইলে একটা ইমেইলে আপনি একসাথে ১০ গিগাবাইট ডাটা পাঠাইতে পারবেন।
তো আপনি কোনটা ব্যাবহার করেন,আর কেন ?
একটা ছোট টেকহিউমার হয়ে যাক, আমার একটা ব্লগে এক আপু রেজিস্টার করতে পারতেছিলেন না,ফেসবুকে নক করলেন তিনি।
তাকে বললাম ইমেইল দেন, আমি করে দিচ্ছি, উনি জবাব দিলেন, ইমেইল না, জিমেইল আছে, হবে না শিমুল ভাইয়া ?
লেখা টা এর আগে আমার সাইট fajlami.com এ প্রকাশিত, আমার টেকটিউন্স টিউন এর আপডেট পেতে পারেন ফেসবুক আইডি তে। ধন্যবাদ।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
শেয়ার করার জন্য ধন্যবাদ ।