ইন্টারনেট থেকে আয়ের ইতিহাস (গিগা টিউন)

হাই গাইজ,

কেমন আছেন ? আমি কিন্তু ভালো নাই, সেটা আমার টিউন করার স্লো হয়ে যাওয়া দেখেই বুঝছেন হয়তো। নেট খুব সমস্যা করে রে ভাই।

আর আপনাদের উপরে অভিযোগ আছে, এত কষ্টের টিউন, পারলে ফেসবুক, টুইটারে একটা শেয়ার তো দিতে পারেন বন্ধুদের দেখাইতে। অকাজের লেখা লিখি বলেন ?

যাক, আজকে লিখবো ইন্টারনেট থেকে আয় করার ইতিহাস নিয়ে।

চলেন শুরুর দিকে যাই , মানে ইন্টারনেটের শুরুর দিকে। তখন আপনার আমার মত মানুষ নেটে টাইম পাস করতো না। মাত্র ১৫-২০ বছর আগেও নেটের পেইজ গুলো ছিলো জরুরী তথ্য দিয়ে ভরা, ছিল না কোন সার্চ ইঞ্জিন। তখন যাদের নেট থেকে কোন তথ্য খুজার দরকার হতো তাদের পেইজের পর পেইজ বিভিন্ন লিঙ্ক ঘুরে কপাল থাকলে খুজে পেতে হতো কোন তথ্য। আমি আবার বলতেছি তথ্য,মুভি বা গান না। ( হায় রে এখন অমন থাকলে আমি আত্বহত্যা করতাম )

১৯৯৪ সালের কথা। জেরি ইয়াং আর ডেভিড ফাইলো নামে দুই ছাত্র একটা চরম আইডিয়া পাইলো। আসলে তাদের শিক্ষক তখন গেছেন ছুটিতে। তার নেট কানেকশন সহ কম্পিউটার টার দায়িত্ত এই দুই ছেলের উপরে। তারা চিন্তা করলো একটা বই এর সুচি পত্র এর মত সবগুলা সাইট নিয়াই যদি একটা ওয়েবসাইট বানানো যায়, তাহলে কেমন হয় ? যেই ভাবা সেই কাজ, তারা একটা সাইট খুলে কয়েকটা দরকারী ক্যাটাগরি করে শুরু করলো সাইটের লিঙ্ক দেয়া। এখন যারা ওয়েবসাইটে কাজ করেন, তাদের কাছে হাস্যকর সম্ভবত, কারন কোডিং টা খুবি সিম্পল ছিলো।

<h1> Shop </h1>

<ol> <li> <a href="link"> name </link>  এরকম, খুব সাধারন html দিয়ে করা শুরুটা। (তখন গুগল ই নাই, কিসের seo, কিসের alt title dofollow আর rel ট্যাগ? ) কিন্তু আপনাকে সময় টার কথা চিন্তা করতে হবে, যখন একটা তথ্য নেট থেকে খুজে বের করা প্রায় বিশ্বজয় করার মত। যাহোক, এভাবে তারা দুজন মিলে দিনের পর দিন যেখানে পান, সেখান থেকে সার্চ করে একটা লিঙ্ক ডাইরেকটরী বানাইলেন, আর কি হলো শুনবেন ? জন্ম নিলো ওয়েব জায়ান্ট ইয়াহু Yahoo !!!!!!!

শুরুটা এভাবেই, আস্তে আস্তে মানুষ সাইট টার কথা জানলো, আসতে থাকলো। সে সময় একটা সাইটে আসলে দরকারী সাইট টা খুজে পাওয়া যায়, এই অনেক। রোজ ভিজিটর বারতে থাকলো, এতই যে সার্ভার লোড নিতে পারে না, ভালো সার্ভার দরকার, সেজন্য দরকার টাকা। এ দিকে দিন দিন হু হু করে বেরে যাচ্ছে , মহাবিপদে পরে গেলেন জেরি আর ডেভিড। এগিয়ে আসলেন এক ভদ্রলোক, তার নাম টা এ মুহুর্তে মনে আসতেছে না, তখন তো ঘরে ঘরে ওয়েব হোস্টিং কম্পানী ছিলো না, অনেক টাকার দরকার। ঐ ভদ্রলোক বুদ্ধিমান ছিলেন, একসাথে ২০ মিলিয়ন ডলার ইনভেস্ট করলেন ইয়াহু তে।টাকা ঢালার যায়গা খুজে না পাইলে আর নিজের পরিচিতি বারাইতে যা করতে হয় আরকি, উনি অবশ্য সফল, তার কথা আমি লিখতেছি এতদিন পরেও। রাতারাতি অফিস, ডেস্ক, চেয়ার টেবিল সব চলে আসলো। অফিস টাও আবার কই শুনেন, সিলিকন ভ্যালিতে। এ যায়গা টা সম্পর্কে আরেকদিন লিখবো, সুধু দুইটা কথা বলি, ফেসবুক, গুগলের মত কম্পানী গুলোর হেড অফিস সবগুলা এইখানে। আর আমি এখানে কাজ করার জন্য সবকিছু ছেরে দিতে রাজি আছি। যাহোক, অফিস হইলো , সাইট হইলো, অনেক ভিজ়িটর হইলো , কিন্তু আয় কই ????

আইডিয়া বাজ কারে বলে, অনলাইনে এত মানুষ একসাথে, তাদের কাছে বিক্রি করা যায়না কিছু ? ভয়ে ভয়েই একটা লোকাল কম্পানীর প্রডাক্টের একটা বিজ্ঞাপন দেয়া হইলো সাইটে। জেরি, ডেভিড ভয়েই ছিলেন কারন তারা ভাবতেছিলেন এতে যদি পাবলিক বিরক্ত হয়ে সাইটে আশা বাদ দেয় ? নাহ দিলো না, ভিজিটর বারতেই থাকলো, আর বিজ্ঞাপন থেকে বিক্রি কেমন হইলো এজন্য এখনকার ওয়েবসাইত গুলোর দিকে তাকাইলেই টের পাই, কোন কোন সাইটে কন্টেন্ট থেকে বিজ্ঞাপন বেশী। যাহোক, আইডিয়া ফলে গেলো, আরো অনেকের কানেই গেলো ব্যাপার টা,সো তারাও আসলেন বিজ্ঞাপন দিতে। চালু হলো ব্যানার বিজ্ঞাপন।

সোজা কথায় এটাই নেট থেকে আয়ের শুরু বা ইতিহাস, আরেক টা কথা আমি বারবার বলি, এই হাতে ধরে শুরু হবা ইয়াহু আজকে বিশ্বের ৪ নম্বর সাইট, আর ফেসবুক গুগল না থাকলে এক নাম্বারেই থাকতো। সো ভাইয়া, নতুন কিছু বের করেন, ভাবেন, যত সময় লাগে লাগুক, সুধু নতুন কিছু শুরু করেন, আপনি বড় হবেন ই। আমি শিমুল বলতেছি, চাইলে লিখেও দিতে পারবো, কপি মেরে সেটা টেক্সট হোক, বা আইডিয়া, জীবনে বড় হইতে পারবেন না।  থামলাম।

ও হ্যা, Yahoo এর সেই ডাইরেক্টরী টা কিন্তু এখনো আছে, সবথেকে দামী বলতে পারেন, কারন এখানে আপনার লিঙ্ক সাবমিট করতেও আপনাকে গুনতে হবে ২৭০ ডলার বোধহয়,

আমার করা সাইট ফাজলামী ডট কম থেকে ঘুরে আসতে পারেন সময় করে, লেখাটা সেখানেই প্রথম প্রকাশিত।আর আমার টেক টিউন গুলোর আপডেট পাবেন আমার ফেসবুক আইডি তে। ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo hoise ,thank s

Level 0

গিগা টিউন!!খুব ভালো ভাইয়া,,
আর হ্যাঁ এইটার উপর টেরা টিউন,পেটা টিউন,হেক্সা টিউন পেতে কত দেরী??!!

তাহলে yahoo চালু হই 1994 তে ?
আর একটা কথা জানা দরকার google কতো সালে চালু হই ???

    @রাকিব হাসান: গুগল চালু হয় ১৯৯৮ সালে। সেপ্টেম্বরের ৪ তারিখে

ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য

khub e valo laglo..jodi ager moto eto shohoj coding thakto tahole ekta coding er book likhtam..
By the way Most welcome.

ভাই সুপার সুপার…..

Level 0

বেশি ওয়েট যেন না করতে হয়

Level 0

সুপার পোস্ট । শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই ।

কপি মেরে সেটা টেক্সট হোক বা আইডিয়া, জীবনে বড় হইতে পারবেন না।
দারুণ লাগলো।
🙂

দারুন !!