অনলাইনে সরাসরি টেলিভিশন দেখুন (বাংলাদেশী চ্যানেল সহ)

অনেক দিন ধরে এই টেকটিউনসে আসা যাওয়া করতেছি কিন্তু সাহস পাচ্ছিনা টিউন করার জন্য । এখানে যারা টিউন করতেছে সবাই অনেক অভিজ্ঞ । আর এই টেকটিউনস সাইটটি থেকে আমি অনেক কিছু শিখেতে পেরেছি, যা বলে শেষ করা যাবে না ।

আজ আমি একটা সাইটের কখা বলতে এসেছি (হয়ত অনেকের জানাও থাকতে পারে) যাতে আপনি অনলাইনে সরাসরি বাংলাদেশ ও পার্শ্ববতী দেশ ভারত, পাকিস্হান, শ্রীলঙ্কা, নেপালের টিভি চ্যানেল দেখতে পারবেন । সেই জন্য আপনাকে এই লিঙ্কে যেতে হবে । তবে বাংলাদেশের নেটের স্পীডে কেমন দেখাবে আমার তা জানা নাই ।

বাংলাদেশী চ্যানেল গুলোর মধ্যে যেগুলো দেখতে পারবেন - 

 BTV  Bangla Vision2   

 

JTV Bangla

 

 

 

 

NTV

 

 

 

 

Channel I

 

কাজের ফাঁকে সময় ফেলে একটু বিনোদনের জন্য আমি এই বাংলা চ্যানেল গুলো দেখি । ৭ সমুদ্র ১৩ নদীর দুরত্ব সত্তেও জন্মভুমি আমার কাছেই চলে আসে ।

ভুল হলে ক্ষমার চোখে দেখবেন । 

 

Level 0

আমি দেলোয়ার খতিবী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 381 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সময়ের সাথে সাথে মানুষের চাহিদা ও পরিবর্তন হয়ে যায় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
ভাল হয়েছে, চালিয়ে যান। ধন্যবাদ।

vhai link koi????

Level 0

প্রথম টিউন করেছেন,তাই টিউনার জগতে স্বাগতম জানাই আপনাকে 😀 টিউনটি ভাল হয়েছে,ধন্যবাদ

দেলোয়ার খতিবী ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশের নেট স্পীড আর এদেশের উন্নতি প্রায় একই রকম। মানে একেবারেই স্লো। প্রায় দেড় বছর আগে, আমি একটা মডেল কিনেছিলাম শুধু টিভি দেখার জন্যই । কারণ আমি ঘরে ডিসের লাইন ঢুকাতে চাই না। আমি জানতাম যে অনলাইনে টিভি দেখা সম্ভব কিন্তু নেট স্পীড যে বাধাগ্রস্ত করবে তা জানা ছিল না। তাই আর সম্ভব হল না। টিভি না দেখতে পেলে কি হবে, প্রযুক্তি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম ইন্টারনেট হতে। নেট স্পীড স্লো হওয়া ছবি মাঝে মাঝে আটকে যায়, ধারাবাহিকভাবে চলে না। আমি বাংলালিংক এবং জিপি এর সার্ভিস চালাই। বাংলালিংকে ডাউনলোড স্পীড ২৮-৩২কেবিপিএস আর জিপিতে ১৫-২০ কেবিপিএস পাই।………………..

    সভা, সেমানারের বক্তৃতায় বক্তারা অনেক কিছুইতো বদলাই ফেলতেছে, বাস্তবে কিছুই পাচ্ছেনা জনগণ ।
    তবুও আমাদের হৃদয়টা সারাক্ষণ কাঁদে দেশের টানে ।

Level 0

দেলোয়ার খতিবী ভাই , এরকম কিছু খুতেছিলাম ,ধ্যনবাদ………..।

Level 0

ধন্যবাদ আপনাকে , তা কোথায় থাকেন । বাংলাদেশের নেট স্প্রীট ভাল না ।

    বাংলাদেশের নেট স্প্রীট ভাল না হলে প্রবাসীরা অনায়াসে এটা দেখতে পারবে ।
    ধন্যবাদ
    আমি থাকি দোহা – কাতার এ

টেকটিউনসে আপনাকে স্বাগতম।বাংলা চ্যানেল দেখতে পারছি কোনপ্রকার অসুবিধা ছাড়া।ধন্যবাদ আপনাকে।

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে সুন্দর কমেন্টস করার জন্য ।

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে সুন্দর কমেন্টস করার জন্য ।
    আমার ১ম টিউনে আমি এরকম সুন্দর কমেন্টস পাবো আশাও করিনি ।
    এই টেকটিউনস এর সাথে আমি পরিচয় হয়েছি প্রায় ২ বছর । সাহস করতে পারিনাই টিউন করতে ।
    মনে হয় সফল হয়েছি ।

টিউনটি ভাল হয়েছে।শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া ।

হুম ধন্যবাদ প্রথম টিউন করার জন্য। বাংলাদেশেও দেখা যায়,যারা ওয়াইম্যাক্স ব্যবহার করেন তারা দেখতে পারেন। আমি এক বন্ধ্রর বাসায় ইংল্যান্ড বাংলাদেশ ম্যাচটা দেখলাম।

টেকটিউনসে আপনাকে স্বাগত জানাই :)। টিউনটা খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শেয়ার করার জন্য।

দেলোয়ার খতিবী ভাই—আমি অনেক দিন থেকে এভাবে একটা সাইট বানানোর চেষ্টা করছি, এর জন্য http://bdtv24.com ডোমেনও নিয়েছি তার পর আর আগানো হয়নি, ভাইয়া বাংলা টিভি চ্যানেল গুলোর এম্ববেডেড কোড কোথায় পাবো, স্কিপ্টি গুলো কি আপনি কিনে নিয়েছেন প্লিজ বলবেন

    সাইটি আমি বিশ্বকাপ খেলা দেখতে টিভি চ্যানেল খুজতে গিয়ে পাইলাম । বাংলা টিভি চ্যানেল গুলোর এম্ববেডেড কোড কোথায় পাওয়া আমি জানতে পারলে আপনাকে জানাবো ।

বলতে ভুলেই গেছিলাম টিউনটা সুন্দর হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ

খুবই উন্নত মানের টিউন। ধন্যবাদ।

খুব ভাল টিউন হয়েছে। আমি TV দেখতে পারছি। 😀
সরাসরি প্রিয়তে।
আমি অনভিজ্ঞ হয়েও টিউন করার চেষ্টা করি অথচ আপনি কত সুন্দর টিউন করেও সাহস পান না। এটা কোন কথা হলো?
সামনে আরো টিউন চাই।
ধন্যবাদ।

    হাসান যোবায়ের (আল-ফাতাহ্) আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহ দেয়ার জন্য ।

আমার নেট স্পিড ভালো না।দেখতে পারছিনা।:(

তবে খুব ভাল টিউন হয়েছে। 😛

Boos Ki Jinish Delen, Kaz Korar Pasapasi Dehaker moja nia nimu.
Thanks, Thanks……………………………………………Thanks…………………………….Thanks..

Level 0

স্বাগতম আপনাকে। প্রথম টিউনই ভাল হয়েছে। চালিয়ে যান, আমরা সবাই সাথে আছিনা?

স্বাগতম।

Level 0

@দেলোয়ার খতিবী,, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর টিউন টি করার জন্য, আমি অনেক দিন ধরে খুজতেছিলাম এই রকম একটা সাইট কিন্তু তাতে বাংলা টিভি ফ্রি পাইনি. এখন কাজের ফাঁকে বাংলাদেশ ও বাংলা চ্যানেল দেখতে পাবো.. WooooooW এগিয়ে যান

Level 0

@দেলোয়ার খতিবী,, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর টিউন টি করার জন্য, আমি অনেক দিন ধরে খুজতেছিলাম এই রকম একটা সাইট কিন্তু তাতে বাংলা টিভি ফ্রি পাইনি. আপনার সাইটটি আমার এখানে ক্লিয়ার চলতেছে.. এখন কাজের ফাঁকে বাংলাদেশ ও বাংলা চ্যানেল দেখতে পাবো.. WooooooW এগিয়ে যান…

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টিউনের জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর টিউন এর জন্য।

প্রিয়তে রেখে দিলাম খুবই ভাল টিউন চালিয়ে যান,ধন্যবাদ আপনাকে টিউনের জন্য।

Level 0

bangla channels are not comming

সরাসরি BPL সহ ক্রিকেট, ফুটবল, টেনিস, রাগবি ও আর অনেক ধরনের খেলা দেখুন ! আর অনলাইন বন্ধুদের সাথে চ্যাট করুণ পরিচয় গোপন রেখেই! এছাড়াও বাংলা টিভি, হিন্দি/উরদু টিভি এর বিশাল সমাহার আছে আপনাদের জন্য। ভ্রমণ করুন http://onlinefreetv.net/sports-tv/

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ । আমারো একথান টিভি সাইট আছে পারলে সকলে টু মেরে আসতে পারেন freetvus.com