আমার সাইটের করুন পরিনতি এবং হোস্টিং ব্যাবসায়ীর ইতি কথা।

মরা যার ব্লগিং জগতে আছি তারা সবাই জানি যে, কত কষ্ট করে এক একটি ব্লগ তৈরী করি, কত সময় ব্যয় করি এই ব্লগিং এর পিছনে। আর যদি মাঝপথে এসে একজন হোস্টিং প্রভাইডারের কু কৃতি র জন্য প্রিয় ব্লগ সাইটটি বন্ধ হয়ে যায়। শুধু বন্ধ না সকল ডাটা যদি হারিয়ে যায় তাহলে কেমন লাগে বলুন তো? জানিনা আমার এই সব কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা তবে না বলেও পারিছিনা। প্রায় এক সপ্তাহ যাবৎ আমার সাইটটি বন্ধ ছিল। আর এই ভুলটি শুধু আমার। টে.টি এ একটি টিউনে হোস্টিং দেওয়ার কথা বলা হয়েছিল দুই বছরের জন্য পেইড হোস্টিং দেওয়া হবে বিনামূল্যে শুধুমাত্র টেস্ট করার জন্য। প্রতিষ্টানটি ছিল Lame Host মালিক শরিফু ইসলাম। উনার মোবাইল নাম্বারে(০১৬৭২৫৬৬২১০) যোগাযোগ করি এবং এখানে মন্তব্য করি। কিন্তু এখন দেখি সেই মন্তব্য মুছে দেওয়া হযেছে। তার কাছে জানতে চাই যে আমার সইটের লোড পড়লে আবার বন্ধ করে দেবে কিনা। তিনি আমাকে জানান যে , কোন সমস্য নাই, আমি আপনাকে সাপোর্ট দেব। আমি তাকে বলেছিলাম আমি আপনার সর্ভার ব্যবহার করে সন্তুষ্ট হলে আপনার কাছ থেকে হোস্টিং কিনবো। যাক সেইমতে তিনি আমাকে একটি হোস্টিং দিলেন। ব্যবহার করতে থাকি। আমার একটি সাইট তার সার্ভারে ট্রান্সফার করি। পরবর্তিতে আরও একটি সাইট সেটআপ করার কাজ করতে থাকি। কাজ শেষ হতে না হতেই একাউন্ট সাসপেন্ড! আমি শরিফুল সাহেবের কাছে জানতে চাই কেন সাসপেন্ড করা হলো? উনি আমাকে কিছুইজানাতে পারলেন না। একদিন পরে আমাকে জানানো হলো ওভার লোডিং। উনি ব্যবসা করেন হোস্টিং এর খোজ নেন আর এক সার্ভারের কাছ থেকে। এরকম ব্যবসা করা উচিৎ? পারলে অন্তত VPS নিয়ে ব্যবসা করুক তানা মাস্টার রিসেলার। নিজের হাতে কিছুই নাই গলা ফাটা লেকচার ডেডিকেটেট সার্ভার, ভিপিএস, আরো কত কি...., উনি আবার রিসেলার একাউন্ট ও বিক্রয় করেন। না পারে নিজের একাউন্ড ঠিক রাখতে অন্যের টা রাখবে কি করে? এর পর আমি তাকে যে মেইল গুলো করেছিলাম সেটা দেখুন এইখানে।

এই মেইল গুলোর একটি পিডিএফ এর স্নাপসট দিলাম


এর পর তিনি আর আমার মোবাইল ফোন রিসিভই করেন নাই।

এই ব্যক্তি আবার টে.টি এর মত সাইট তার সার্ভারে চালানোর মত সাহস দেখান! বলুন কি করা উচিৎ এর।

আমার পরিনতি

আমি তো এখন খুবই সমস্যয় পড়েগেলাম আমার সাইটের সকল কন্টেন্ট পিস্ট হয়ে গেল তার ওই সার্ভার নামক যাতাকলে। আমি ভেঙেপড়লাম। সার্ভার আছে কিন্তু ডেটা, কন্টেন্ট কোথায় পাব?....... মনে পড়লো যে সাইট আপডেট করার সময় ডেটাবেজের একটি ব্যাকআপ ছিল(১৮-০৬-১০) কম্পিউটারে খোজ করতে লাগলাম কোথায় সেটা? পেয়েও গেলাম। তারপর শুরু হলো সাইট উদ্ধারের কাজ। কন্টেন্ট পাব কোথায়? মনেপড়লো পূর্বের সার্ভারে কিছু কন্টেন্ট ছিল সেই কন্টেন্ট গুলো সেখান থেকে ডাউনলোড করে আবার আপলোড করলাম। প্রায় ৪ ঘন্টা নিরালস চেষ্টার ফলে আবার আমার সাইট ফিরে পেলাম। কিন্তু ১৮-০৬-১০ এরপরে নতুন যারা রেজিষ্ট্রিশন করেছিলেন তাদের মেইল, পাসওয়ার্ড এবং আইডি পাওয়া গেলনা। তাদের কে জানাই আমাকে ক্ষমা করবেন আবার রেজিষ্ট্রিশন করে নিন। তথ্য যা গেছে তাতো আর ফিরে পাব না। আমার সাইটে কোন সমস্যা থাকেলে আমাকে জানাবেন, চির কৃতজ্ঞ থাকবো। আমার সাইট

শরিফুল সাহেব এর এই কম্পানির কি পরিনতি করা উচিৎ?.......

আমার লেখা যদি কাউকে একটু মনে আঘাত করে তাহলে আমি দুঃখিত। আর যদি কারও এই রকম হোস্টিং প্রতিষ্ঠানে সাইট থাকে আজই সরিয়ে নিন।

শরিফুল সাহেবের মত লোক কে ধিক্কার জানাই...........

আর লিখতে মনে লাগছেনা। কারণ মাথা অনেক গরম কি আজেবাজে কথা না লিখে ফেলি শেষে!!!

সাহেবের ছবি

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিয়মিত http://zcwbd.com এই ঠিকানায় ব্লগ লিখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

(এই ব্যক্তি আবার টে.টি এর মত সাইট তার সার্ভারে চালানোর মত সাহস দেখান! বলুন কি করা উচিৎ এর।) -কি আর করবেন চামড়া ছিলে নোন লাগিয়ে দিন……

Level 0

হুম … আপনার সাইট টা দেখলাম, আমি কাল সারা রাত ঘুমাই নাই, সারা রাত কম্পিউটারে বসে টাইম পাস করলাম এখন ঘুমানোর জন্য রেডী হচ্ছিলাম কম্পিউটার বন্ধ করবো তখনি আপনার টিউন টা চোখে পরলো তাই মন্তব্য না করে পারলাম না, আমাদের এই টেকটিউনেও অনেক চোর হোস্টিং ব্যবসায়ী আছে যা আমি নাম উল্লেখ করতে চাই না। এখন আমার কথা হল এই সব চোর হোস্টিং ব্যবসায়ীদের মুখে শুধু থু,থু মারার দরকার। তারা বড়,বড়, টিউন করে আর টিউনে বড়,বড়, লেকচার দেয় কাজের বেলা বুয়া । জাহিদ ভাই আমার নামে তার মুখে দুইটা………।

ভাই আমিও একই সমস্যায় আছি।আমি একটি ওয়েব সাইট হোস্ট করছে স্টার হোস্ট বিডি তে, কিন্তু ভাই তাদের হোস্টিং নিয়ে অনেক কষ্টে আছি। কিছুদিন তারা whois কুয়েরি করে একটি মেইল পাঠায় তারপর থেকে আমার সাইট বন্ধ রয়েছে আর This Account Has Been Suspendedদেখাচ্ছে, এটি এ নিয়ে ২য় বার হল আর বন্ধ হবার পর মেইল করলে বলে আপনি whois কুয়েরি করেছেন বলে সাইট বন্ধ হয়েগেছে। আরো অনেক সমস্যা, এখন বলেন তো এ ব্যাটাদের কি করি? আমার রেজিষ্ট্রেশনের মেয়াদ একবছর।কিন্তু এখন বলছে তাদের সার্ভারে এটি হোষ্টিং রাখা সম্ভব না।ডোমেইন দেবে তবে হোষ্টিং দেবে না।

সাহায্য করুন প্লিজ।

    সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা থাকলে করে দেখেন। অথবা অন্য সার্ভারে সাইট সরিয়ে নেন। এছাড়া আর আমি কি বলতে পারি?

প্রথমে ধিক্কার ঐসব ভন্ডদের।
আপনার টিউনটি থেকে অনেক তথ্য জানতে পারলাম।
ধন্যবাদ এটা উপস্থাপন করার জন্য। আর যানি কেউ ক্ষতিগ্রস্থ না হয় সেই কামনা।

    আর যানি কেউ ক্ষতিগ্রস্থ না হয় সেই কামনা।

    সহমত

যদি পারতাম তো এদের মতো ফোর্থ ক্লাশ ব্যবসায়ী দের লাথি দিয়ে দেশ থেকে বের করে দিতাম। আর একটা ওয়েসাটের বয়স ৬মাস কিন্তু সাসপেন্ড হয়েছে প্রায় ৬ বার। কারণ হিসেবে বলে আপনি ব্যডউথ বেশি ইউজ করছি, অথচ ১০ জিবির মধ্যে আমার এক জিবি ব্যবহার করি না।

    আপনি আবার কার ফাঁদে পড়লেন?

আর সেই সাহেবের কথা এতক্ষন বললেন, ওনার আজ HSC রেজাল্ট দিব !!!!
কিভাবে বুঝলাম ??? !!! কারণ ওনার আগের টিউনে ওনি লিখেছেন ওনার নাকি ১ তারিখ থেকে পরীক্ষা শুরু।
চলেন আমরা সবাই ওনার নাম্বার এ মিসড কল দেই…………

    আমি চাই ভালো রেজাল্ট হোক তার। কারণ, ভালো রেজাল্ট করলে ভাল কিছু করতে পারবে। আর এরকম বাজে মার্কা সার্ভিস নিয়ে ব্যবসা করতে যাবে না।

Level 0

হা আমি আপনার সাইটে মারছিলাম , এবং আমিও সাসপেন্ড দেখেছিলাম

আমি অবসর.কমের হোস্টিং ব্যবহার করে চরম শান্তিতে আছি। কোনসময় এরকম করে না। আর সালেহ ভাই তো সবসময় আমাদের পাশেই আছে।

    চেষ্টা করে দেখবো

    ১০০% ভাগ সহমত। আমিও নিশ্চিন্ত অবসর.কম এ হোস্টিং নিয়ে। আর সালেহ ভাইয়ের মত এরকম সহযোগিতা করার মানুষ কমই মিলে।
    জাহিদ ভাইকে বলব একবার অবসর.কম ঘুরে আসুন ।

এদের বিচার হওয়া দরকার!

    কি ভাবে বিচার করা সম্ভব? বলবেন কি?

আমি এজন্যই যতই মিষ্টি কথা বলুক তাতে ভুলি না…বাংলাদেশের এখন পর্যন্ত ফ্রি হোস্টিং হিসেবে সেরা অবসর.কম। সালেহ ভাইয়ের এডমিনিস্ট্রেশনে দিন দিন এর উন্নতিই হচ্ছে! আশা করি অবসর পুরো বাংলাদেশ কে জয় করবে।

    কান দেবেন কেন? আপনি তো বস।

    আর একটা কথা বলি…
    এখন যাদের কাছে হোস্টিং দিয়েছেন তাদের সম্পর্কে ধারণা ভাল আছে তো?
    না থাকলে অবসরে চলে আসুন!
    অবসরের সাইট
    http://obosor.com

vai apni oi post et link dewate post ta besi bar use hosse…………….. tate lokta aro khusi :d ………. :p

vai apni oi post et link dewate post ta besi bar pora hosse…………….. tate lokta aro khusi :d ………. :p

ভাই আমি ওদের ইনফরমেশন দেখলাম। সম্ববত আপনি ই ওদের একমাত্র কাস্টমার ছিলেন 🙂 ।

SAMPLE OF DOMAINS USING NS1.LAMEHOST.COM
Domain Registrar Create Date Expire Date More Information
lamehost.com UK2 GROUP LTD. 2009-12-22 2010-12-22 DNS
zcwbd.com GANDI SAS 2010-03-10 2011-03-10 DNS

http://who.is/nameserver/ns1.lamehost.com/

আরেকটা বেপার । ওরা দেখলাম মাস্টার রিসেলার এ্যাকাউন্ট ও সেল করে…………. এই সিস্টেম সম্পুর্ন ভুয়া……। হালকা একটা হিসাব করলে ই বোঝা যাবে। ধরা যাক একটা সার্ভার এ ১০ আলফা এ্যাকাউন্ট আছে (যারা মাস্টার এ্যাকাউন্ট সেল করে তারা আলফা রিসেলার এ্যকাউন্ট ক্রয় করে)
এখন তারা আনলিমিটেড রিসেলার এ্যাকাউন্ট দিচ্ছে আবার যারা আনলিমিটেড রিসেলার হচ্ছে তারা ও অনলিমিটেড হোস্টিং সেল করছে ।

এইটা কোন ভাবে ই সম্ভব হতে পারে না।

আমি প্রথমে এ ধরনের এ্যাকাউন্ট নিয়েছিলাম ১ মাস পর কম্পানী হা্ওয়া হয়ে গেছিলো।

    আরে নিজেই একটা ভন্ড। আবার ভন্ডামির দলে লোক বাড়াচ্ছে।

    ধন্যবাদ।

জাহিদ ভাই, খুব খারাপ লাগলো শুনে 🙁

তবে একটা বিষয় মনে রাখবেন, ফ্রি জিনিস খুব ভালো হয় না । আমি আপনার সাইট দেখেছিলাম, ভালো লেগেছিলো, তাই আশা করি নিজের জিনিস নিজেকেই সংরক্ষন করতে হবে। তাই একটু কষ্ট করে হলেও পেইড হোস্টিং নিবেন ।

আর একটা বড় কথা হলো , ওয়ার্ডপ্রেসে অটো ডাটাবেস ব্যকআপ এর জন্য কিছু প্লাগিং আছে, এবার থেকে ব্যবহার করবেন তাহলে হোস্টিং দুনিয়া থেকে চলে গেলেও আপনার কোনো সমস্যা হবে না 🙂

ধন্যবাদ ।

    সহমত। ফ্রি হোষ্টিং বলুন আর পেইড হোষ্টিংই বলুন সব ক্ষেত্রেই ব্যাকআপ রাখাটা জরুরী ।

    হ্যা অটো ইমেলে ব্যাকআপ অপশন করে রাখলে অনেক সুবিধা ।

    শরিফুল সাহেব, আমাদের খুলনার আমি চেয়েছিলাম তার কাছ থেকেই পেইড হোস্টিং নিব। কিন্তু সেটা আর হয়ে উঠলো না।

বাঙ্গালী ফ্রি পাইলেই খায়।তয় ফ্রি কয়দিন খাওয়া যায়! বেশী দিন ফ্রি খাওয়া ভাল না। জাহিদ সাহেব আপনার ফ্রি খাওনের জিহ্বার দৈর্ঘ কমান। লোকের কি দায় পড়েছে যে আপনেরে মাগনা খাওয়াবে! ঐ লোকের হোষ্টিং দিয়ে তো আরো সাইট দিব্যি চলতাসে তয় আপনেরটা বন্দ হইল ক্যামনে!

    আপনি ঠিকই বলেছেন?
    কিন্তু আপনি টিউন টি সম্পূর্ন না দেখেই মন্তব্য করা শুরু করে দিয়েছেন। শরিফুল সাহেবের হোস্টিং এ আর কোন কোন সাইট চলছে জানাবেন। উনার নিজের একটি সাইট আছে সেটাও কাল দেখলাম ডাউন। আর আমি তো তার কাছ থেকে মাগনা ব্যবহারের মন মানসিকত করি নাই। তিনি আমার খুলনার ছেলে, আর আমার অন্য সাইট গুলো যে হোস্টিং এ চলছে সেখানে টাকা পয়সা পে করতে অনেক ঝামেলা পোহাতে হয়। তাই চেয়েছিলাম এর হোস্টিং যদি ভাল হয় তবে এখানেই সেটেল হয়ে যাব। টাকা পয়সা পে করতে কোন ঝামেলা পোহাতে হবে না।

    আরো একটি কথা। কোন সার্ভার যদি হোস্টিং ফ্রী ও দেয় তবে সেটা সাসপেন্ড করতে হলেও কারণ জানিয়ে আগাম মেইল সেন্ড করে। আর তিনিতো পেইড হোস্টিং দিয়েছেন এবং সার্ভার বন্ধ করার সময় আমাকে কি কোন আগাম মেইল পাঠিয়েছিলেন? এটা কেমন কাস্টমার সার্ভিস?