মরা যার ব্লগিং জগতে আছি তারা সবাই জানি যে, কত কষ্ট করে এক একটি ব্লগ তৈরী করি, কত সময় ব্যয় করি এই ব্লগিং এর পিছনে। আর যদি মাঝপথে এসে একজন হোস্টিং প্রভাইডারের কু কৃতি র জন্য প্রিয় ব্লগ সাইটটি বন্ধ হয়ে যায়। শুধু বন্ধ না সকল ডাটা যদি হারিয়ে যায় তাহলে কেমন লাগে বলুন তো? জানিনা আমার এই সব কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা তবে না বলেও পারিছিনা। প্রায় এক সপ্তাহ যাবৎ আমার সাইটটি বন্ধ ছিল। আর এই ভুলটি শুধু আমার। টে.টি এ একটি টিউনে হোস্টিং দেওয়ার কথা বলা হয়েছিল দুই বছরের জন্য পেইড হোস্টিং দেওয়া হবে বিনামূল্যে শুধুমাত্র টেস্ট করার জন্য। প্রতিষ্টানটি ছিল Lame Host মালিক শরিফু ইসলাম। উনার মোবাইল নাম্বারে(০১৬৭২৫৬৬২১০) যোগাযোগ করি এবং এখানে মন্তব্য করি। কিন্তু এখন দেখি সেই মন্তব্য মুছে দেওয়া হযেছে। তার কাছে জানতে চাই যে আমার সইটের লোড পড়লে আবার বন্ধ করে দেবে কিনা। তিনি আমাকে জানান যে , কোন সমস্য নাই, আমি আপনাকে সাপোর্ট দেব। আমি তাকে বলেছিলাম আমি আপনার সর্ভার ব্যবহার করে সন্তুষ্ট হলে আপনার কাছ থেকে হোস্টিং কিনবো। যাক সেইমতে তিনি আমাকে একটি হোস্টিং দিলেন। ব্যবহার করতে থাকি। আমার একটি সাইট তার সার্ভারে ট্রান্সফার করি। পরবর্তিতে আরও একটি সাইট সেটআপ করার কাজ করতে থাকি। কাজ শেষ হতে না হতেই একাউন্ট সাসপেন্ড! আমি শরিফুল সাহেবের কাছে জানতে চাই কেন সাসপেন্ড করা হলো? উনি আমাকে কিছুইজানাতে পারলেন না। একদিন পরে আমাকে জানানো হলো ওভার লোডিং। উনি ব্যবসা করেন হোস্টিং এর খোজ নেন আর এক সার্ভারের কাছ থেকে। এরকম ব্যবসা করা উচিৎ? পারলে অন্তত VPS নিয়ে ব্যবসা করুক তানা মাস্টার রিসেলার। নিজের হাতে কিছুই নাই গলা ফাটা লেকচার ডেডিকেটেট সার্ভার, ভিপিএস, আরো কত কি...., উনি আবার রিসেলার একাউন্ট ও বিক্রয় করেন। না পারে নিজের একাউন্ড ঠিক রাখতে অন্যের টা রাখবে কি করে? এর পর আমি তাকে যে মেইল গুলো করেছিলাম সেটা দেখুন এইখানে।
এই মেইল গুলোর একটি পিডিএফ এর স্নাপসট দিলাম
এর পর তিনি আর আমার মোবাইল ফোন রিসিভই করেন নাই।
এই ব্যক্তি আবার টে.টি এর মত সাইট তার সার্ভারে চালানোর মত সাহস দেখান! বলুন কি করা উচিৎ এর।
আমার পরিনতি
আমি তো এখন খুবই সমস্যয় পড়েগেলাম আমার সাইটের সকল কন্টেন্ট পিস্ট হয়ে গেল তার ওই সার্ভার নামক যাতাকলে। আমি ভেঙেপড়লাম। সার্ভার আছে কিন্তু ডেটা, কন্টেন্ট কোথায় পাব?....... মনে পড়লো যে সাইট আপডেট করার সময় ডেটাবেজের একটি ব্যাকআপ ছিল(১৮-০৬-১০) কম্পিউটারে খোজ করতে লাগলাম কোথায় সেটা? পেয়েও গেলাম। তারপর শুরু হলো সাইট উদ্ধারের কাজ। কন্টেন্ট পাব কোথায়? মনেপড়লো পূর্বের সার্ভারে কিছু কন্টেন্ট ছিল সেই কন্টেন্ট গুলো সেখান থেকে ডাউনলোড করে আবার আপলোড করলাম। প্রায় ৪ ঘন্টা নিরালস চেষ্টার ফলে আবার আমার সাইট ফিরে পেলাম। কিন্তু ১৮-০৬-১০ এরপরে নতুন যারা রেজিষ্ট্রিশন করেছিলেন তাদের মেইল, পাসওয়ার্ড এবং আইডি পাওয়া গেলনা। তাদের কে জানাই আমাকে ক্ষমা করবেন আবার রেজিষ্ট্রিশন করে নিন। তথ্য যা গেছে তাতো আর ফিরে পাব না। আমার সাইটে কোন সমস্যা থাকেলে আমাকে জানাবেন, চির কৃতজ্ঞ থাকবো। আমার সাইট।
শরিফুল সাহেব এর এই কম্পানির কি পরিনতি করা উচিৎ?.......
আমার লেখা যদি কাউকে একটু মনে আঘাত করে তাহলে আমি দুঃখিত। আর যদি কারও এই রকম হোস্টিং প্রতিষ্ঠানে সাইট থাকে আজই সরিয়ে নিন।
শরিফুল সাহেবের মত লোক কে ধিক্কার জানাই...........
আর লিখতে মনে লাগছেনা। কারণ মাথা অনেক গরম কি আজেবাজে কথা না লিখে ফেলি শেষে!!!
সাহেবের ছবি
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিয়মিত http://zcwbd.com এই ঠিকানায় ব্লগ লিখি।
(এই ব্যক্তি আবার টে.টি এর মত সাইট তার সার্ভারে চালানোর মত সাহস দেখান! বলুন কি করা উচিৎ এর।) -কি আর করবেন চামড়া ছিলে নোন লাগিয়ে দিন……