আমি অনেক দিন ধরে টেকটিউন এর একজন নিয়মিত পাঠক, আমি টেকটিউন থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু সময়ের অভাবে আমি কখনই টিউন করি নাই...আজকে সেহরী খাওয়ার পর কেন জানি মনে হল আমারো কিছু শেয়ার করার দরকার তাই টিউন করতে বসলাম।
অনেক তো বকবকানি করলাম না জানি এতক্ষনে সবাই চেইতা গেছেন নাকি????
এবার আসল কথায় আসি, আমি কিছুদিন আগেও ইউটিউব থেকে ডাউনলোড করতাম সেভফ্রম ডট নেট থেকে, ইউটিউব থেকে ডাউনলোড লিঙ্ক কপি করে করে এই লিঙ্ক এ দিয়ে দিতাম আর ডাউনলোড করতাম, ভালই ডাউনলোড হচ্ছিলো বাট প্রব্লেম একটাই সেইটা হল ডাউনলোড স্পীড খুব কম পাইতাম...
তারপর গত কয়েকদিন ধরে গুগল মামার সাহায্যে সলুশন তো পেয়ে গেলাম। তারপর ভাবলাম সবার সাথে শেয়ার করি, তাই এই প্রচেষ্টা আসুন শুরু করি
প্রথমেই যে জিনিস টা লাগবে সেটা হল "জলন্ত খেকশিয়াল" (firefox) ব্রাউজার যাদের ইন্সটল করা আছে তাদের তো কোন কথাই নাই। আর যাদের ইন্সটল করা নাই তারা এইখান থেকে নিতে পারেন, তারপর ইন্সটল করুন।
এইবার ফায়ার ফক্স (firefox) ব্রাউজার টা ওপেন করে এইলিঙ্ক এ ক্লিক করেন। দেখবেন লিখা আছে add to firefox ঐ খানেই ক্লিক করবেন, তারপর ইন্সটল নাও (install now) এ ক্লিক করেন, এবং আপনার ব্রাউজার টি কেটে দিয়ে আবার ওপেন করেন।
+ add to firefox এ ক্লিক করুন।
install now এ ক্লিক করুন।
বাহ হয়ে গেল!!!!!!!!! এখন আর কিছুই করার নাই। আপনার ব্রাউজার টা কেটে দিয়ে আবার ওপেন করুন...আর হজালে ডাউনলোড করুন ,
এখন ইউটিউব কে FTP সার্ভার এর মত করে ইউজ করুণ। এখন ব্রাউজার টি ওপেন করলে নিচের মত ডাউনলোড আসে নাকি দেখেন তো????
উপরের ডাউনলোড এ ক্লিক করেন, তারপর ইচ্ছা মত যেকোন ফরম্যাটের ভিডিও ডাউনলোড করেন ধুমছে...
বিশ্বাস না হলে আমার ডাউনলোড স্পীড টা দেখুন স্কিন শট দিয়ে দিলাম
আর আপনাদের বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্টস করবেন। আর ভুল হলে ক্ষমা করে দিয়েন আর এটাই আমার প্রথম টিউন তাই উৎসাহ পেলে আরো টিউন করবো...ইনশাল্লাহ
আমি রফিক হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a student of DIU. Now I am studying in Electrical & Electronics Engneering. i wanna to do work for our country. Allah help me
এটা কি সত্যি??? এটা শুধু কি ব্রডব্যান্ড এর জন্য নাকি অন্য অপারেটরএ ও চলবে