অনলাইনে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন? আসুন ২ মিনিট মজা করে মনটা ফ্রেশ করে নেই। আপনি খুব কৌতূহল নিয়ে টিউনটি পড়তে এসেছেন তাই না? হাহাহাহ... ভয় পাইয়েন না। নিরাশ করব না। অনলাইনে ঘুরতে ঘুরতে একটি সাইটে আমি নিজে মজা করলাম তাই আর শেয়ার না করে পারলাম না।
তবে চলুন আপনিও মজা করে নিন। মজার বিবরন এখানে দিলে তো মজাই শেষ। তাই সেটা গোপনই রাখছি। তবে একটু ইঙ্গিত দেই। নতুবা আমাকেই ভুয়া মনে করবেন হয়ত।
প্রথমে ভিজিট করুন Monoface । এই সাইটে প্রবেশ করার পর একটু পরই লোডিং নিয়ে একটি অদ্ভুত ধরনের মানুষ আসবে। আর তাতেই করবেন আপনি মজা। মানুষটির বিভিন্ন জায়গায় ক্লিক করে আপনি তাঁকে বানাতে পারবেন আপনার মনের মত করে। আর বেশি বললে মজার বিন্দুমাত্র অস্তিতস্থ থাকবে না।
সাইটটি ভিজিট করার জন্য আপনার পিসিতে অবশ্যই ফ্ল্যাশ সফটওয়্যার এর আপডেটেড ভার্সন ইন্সটল থাকতে হবে।
পোস্টটি প্রথমে " ব্লগার মারুফ ডট কম " -এ প্রকাশিত।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
মজা পাইছি 🙂