যা দেখতেছি, যা খাইতেছি, বদহজম হইতেছে

হ্যালো গাইজ,

রোজকার মত আজ কোন টেক টিউন লেখতে বসি নাই। আমরা অনেকেই টেকটিউন্স ইউজার, ভালোবাসি টেকটিউন্স কে। বাট কদিন পর পর একটি করে চক্রের আবির্ভাব হয় , যাদের মুল লক্ষ্য থাকে ৩ টা।

  •  টেকটিউন্সের মান নষ্ট করে হাজারো বস্তা পচা সাইটের কাতারে নিয়ে যাওয়া।
  •  টেকটিউন্স কে ব্যাবহার করে নিজেদের পকেট ভারী করা।
  •  যারা ভালোবেসে টেকটিউন্সে আসেন, তাদের নিজেদের বস্তাপচা সাইটে নিয়ে যাওয়া।

নিচে একটু বর্ননা দেইঃ

এনারা আসেন অন্য কোন সাইটের দালাল হিসেবে। যেহেতু নতুন ইউজার রেজিষ্ট্রেশন বন্ধ সো বুঝি অনেক আগে আইডী করে রাখছিলেন তারা। সারাজীবনে যে কটা কমেন্ট বা টিউনমেন্ট করেছেন সবি বাজে, যদিও একখানা টিউন ও উপহার দেন নি আমাদের। হুট করে একদিন টিউন করে বসলেন, বেশ রগরগে নাম , যেমন ধরুন " আসেন আপনারে এক রাতে আমি কোটি কোটি টাকা, থুক্কু বিটকয়েনের মালিক বানিয়ে দেব "

পোস্টের শুরুতে থাকবে এটা কি, এটা দিয়া এক রাতে কেমনে বড়লোক হবেন । তারপর " আর দেরী না করে এখনী নিচের লিঙ্কে গিয়ে রেজিষ্ট্রেশন করুন আর কোটিপতি হয়ে যান " জানেন তো কিসের লিঙ্ক, তার রেফারাল লিঙ্ক। যাতে ক্লিক করে রেজিস্টার করলে তার ধারনা সে নিজেও কোটিপতি হয়ে যাবে।

আমার এখানে একটা ছোট প্রশ্ন আছে, আপনে নিজে কত বিটকয়েন আয় করছেন । সেটা কোথায় ক্যাশ করছেন জাতি জানতে চায়। আরেকদল আছেন, যারা সে রকম একটা শিরোনাম দিয়ে পোস্ট এ ঢোকার পরে দেখা যায় একটা লিঙ্ক দিয়া "এখানে গেলে পাবেন " এনাদের কারনে দিন দিন মানহানী হইতেছে আমাদের প্রিয় টেকটিউন্সের। অনেক ব্যাবহারকারী আগের মত নিয়মিত আসছেন না ।

তারা একটার পর একটা নীতিমালা ভাংতেছে, মডারেটর বা এ্যাডমিন সর্ব চেষ্টা করেও কোন পোস্ট সাথে সাথে রিমূভ করতে পারতেছেন না। কারন তারাও মানুষ, রোবট নন, মানুষের পক্ষে ২৪ ঘন্টা জেগে থাকা সম্ভব না।

অন্যদিকে আরেক টা দিক, আমার এক ছোট ভাই, খুব ভালো প্রোগামার, পাইথন , জাভা তে বেশ ভালো দখল ওর, লিখতে চায়, বাট নতুন ইউজার হিসেবে লেখার সুযোগ না থাকায় বসে আছে। ওর মত অনেক প্রযুক্তিপ্রেমী আছেন যারা সুযোগের অভাবে আমাদের জানাতে পারতেছেন না।

তো,

টেকটিউন্স মডারেটর বা এ্যাডমিন প্যানেলের কাছে আবেদন থাকবে দুটা।

১। ভাইয়া, আমার মত অনেকেই আছেন যারা দিনরাতে ৮ ঘন্টার উপরে সুধু টেকটিউন্সেই কাটান, এদের মাঝে হয়তো সাইট মডারেশন ,টেকটিউন্স নীতিমালা, ওয়ার্ডপ্রেস এ্যাডমিন প্যানেল সম্পর্কে ভালো জানেন , তাদের মধ্য কজন কে অন্তত পরিক্ষামুলক ভাবে মডারেট করার দায়িত্ত্ব দিয়ে দেখেন। তারা তাদের ভালোবাসার অবমুল্যায়ন হতে দিবে না হয়তো।

২। যথেষ্ট পরিমান মডারেশন থাকলে নতুন ইউজার রেজিষ্ট্রেশন করতে দিতে সমস্যা হবে না ইনশাআল্লাহ।

আর উপরে যাদের কথা কইলামঃ ভাইয়েরা আমার, এগুলো করে কিছুই হবে না, এগুলো যারা খাচ্ছেন, অন্যকে খাওয়াচ্ছেন, সবার অতি দ্রুত বদহজম হয়ে অনলাইনে এভাবে আয়ের সপ্ন দেখা বন্ধ হবে বলে আমার ধারনা।

"সহজে আয় করা যায় " এটা দুনিয়ার সবথেকে বড় ভুয়া কথা , সো দয়া করে আমাদের ভালোবাসার, আমাদের থাকার যায়গা টেকটিউন্স কে পচাবেন না। ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Sobai tar nij sartho niye besto. 🙁 kiso korar nai amader…