হ্যালো গাইজ, আমি ব্যাক
অনেক দিন থেকেই অনেকের মুখে শুনি ( যারা নেট পাগল মানুষ আরকি ) ডার্ক ওয়েব, ডিপ ওয়েব। টেকটিউনেও পোস্ট দেখছি একটা। আগ্রহ জাগাটাই স্বাভাবিক। সো আমিও পা দিলাম ডার্ক ওয়েবে। সে গল্প, আর এর বিস্তারিত নিয়ে ধারাবাহিক টিউন করার ইচ্ছে আছে ( যদি ক্ষতিকর মনে না হয়। )
ঘটনা কদিন আগের। মাথাতে ঘুরতেছে ডার্ক ওয়েব। সো একজন নেট ফ্রিক যা করে, শুরু করলাম গুগল কে সাথে নিয়ে। প্রথমেই জিনিষ টা কি তা খুজা শুরু করলাম। উত্তর পেতে বেগ পেতে হলো না।
যে সকল সাইট জনসাধারনের জন্য উন্মুক্ত না, যেগুলোর ক্রিয়েটর বা প্রতিষ্ঠাতা রা চান না সাইট গুলো কেউ সার্চ করে খুজে পাক সেগুলো কেই ডীপ ওয়েব বলে। এটা সাধারন ভাষায়, আরেক টু ভিতরে গেলে বোঝা যায় যে সকল সাইট বা অনলাইন কনটেন্ট কে লুকিয়ে রাখা হয় সার্চ ইঞ্জিন বা আপনার আমার মত সাধারন মানুষ থেকে সেগুলোকেই ডার্ক ওয়েব বলে।
কি হয় খুজতে যেয়ে তো আমার মাথা নষ্ট হবার যোগার হইলো ভাই। যা কিছুকে রক্ষা করা হয় কপিরাইট দিয়া সবি এখানে পাওয়া যায়। পাওয়া যায় ড্রাগস, আর্মস, এমন কি খুনি !!!!!!! আপনি ভুল শোনেন নাই, আমি ঠিক ই বলছি, একটা বিজ্ঞাপন দেখলাম একজন মুখস পড়া ব্যক্তি, হাতে একটা ভয়ানক ছোরা নিয়ে ছবি দিয়ে রাখছে, ক্যাপশন " I Can Kill Anyone For Money" । আরেক বিজ্ঞাপন দেখলাম ইরাক যুদ্ধে ব্যাবহৃত শটগান ! বিক্রি করতে চাচ্ছে, তাও ওদের ভাষায় Cheap Rate এ !!!!!!!! নানা রকম হ্যাকিং টিউটোরিয়াল, বিভিন্ন পাইরেটেড টুলস কি নাই।
থামি, আগে বুঝায় বলি ডিপ ওয়েব জিনিষ টা কি।
অনলাইনে যা কিছু আছে তার পরিমান কল্পনা করা আমার ধারনার বাইরে, এর মধ্য কিছু লিখে সার্চ করলে যতগুলো আসবে তা ঘেটে দেখতে গেলেই আমার কবছর লাগবে নিজেও জানি না। বাট মজার বিষয় হলো মোট তথ্য বা ফাইলের শতকরা ১% নাকি আমরা দেখতেছি। বাকি ৯৯% ই লুকানো অবস্থায় থাকে। এগুলোই ডার্কওয়েবের জিনিষ পত্র আরকি।
এই ছবিটায় বেশ সুন্দর করে বুঝানো আছে। একেবারে উপরে লেভেল ০ যা সাধারন ইন্টারনেট ব্যাবহার কারীরা দেখতে পান। লেভেল ১ এ থাকে ওয়েবসাইট হোস্টিং বা Mysql ডাটাবেস এর মত ব্যাপার গুলো। যারা ওয়েবসাইট সম্পর্কে জানেন তারা বুঝবেন , একটা ওয়েবসাইটের পেছনে কি থাকে তা সাধারন ব্যাবহারকারীদের জানার কথা না। এখানে রাখা হয় ফাইল গুলো, ।
ধরেন আপনার একটা সাইট আছে, সো সাইটের কন্ট্রল প্যানেল আছে। এখন একবার চিন্তা করেন কেউ সার্চ করেই যদি সে এ্যাড্রেস পেয়ে যায়, তাহলে তার জ্ঞ্যান থাকলে লগিন ইউজার নেম পাস বের করা খুব কঠিন কিছু না । এজন্য এগুলোকে লুকিয়ে রাখা হয়। এভাবে আস্তে আস্তে যত নিচের দিকে নামবেন তত গোপন আর রক্ষিত তথ্য পেতে থাকবেন।
ভাই রে, আপনার খাটের তলায় ইট দেয়া না লোহা দেয়া তা তো আমার জানার কথা না, সেটা তো থাকে ঢাকা, সেটারে দেখতে হলে আমারে বিছানার পর্দা ওঠাতে হবে । তেমনী ধরেন আমেরিকার একটা সাইট আছে, যেটাতে বিমান বাহিনীর বিভিন্ন মিসাইলের তথ্য, কেমনে ব্যাবহার করা হবে, কই ফেলা যাবে, এসব রাখা আছে। আমেরিকান সরকার কি চাবে যে কেউ খুজে পাক সেই তথ্য ? উহু, সেটারে রাখা হবে অন্ধকারে, বা ডার্ক ওয়েবে। বুঝছেন ?
এখন আমি একটু বলি। আমার ইচ্ছে আছে ডার্ক ওয়েবের বিভিন্ন দিক, কিভাবে কি, কোথায় কি এ নিয়ে বিস্তারিত ধারাবাহিক ভাবে লেখার। অনেকেই হয়তো বলবেন আমাদের জন্য এগুলো না, বাট জানতে হলে কোন বিকল্প নাই, আর জ্ঞ্যান আপনি কিভাবে ব্যাবহার করবেন সেটা তো আপনার ব্যাপার, আজ থেকে ১০ বছর আগেও আমি লিখবো, আমার লেখা কেউ পড়বে, এটা আমার ধারনা ছিলো ? আমি এখানে টিউন লিখতেছি, অন্য দিকে এই এম এস ওয়ার্ড দিয়েই কেউ ভুয়া রিপোর্ট লিখে যুদ্ধ বাধিয়ে দিতেছে হয়তো । সো জ্ঞ্যান ইজ জ্ঞ্যান, আর ইন্টারনেটে কোন কিছুই কারো নিজের মধ্য রেখে দেয়ার জিনিষ না।
যদি আমাকে লিখতে দেয়া হয় এ নিয়ে আর আপনারা চান, তাহলে পরের পর্বে কিভাবে শুরু করবেন তা লিখবো। খুব ভয়ানক ব্যাপার না জানলে, সো নিজে থেকে এখনী কিছু চেষ্টা করিয়েন না যদি না আপনার যথেষ্ট জ্ঞ্যান থাকে এ ব্যাপারে। আগামী পর্বে পেয়ে যাবেন সবি।
ও হ্যা, একটা ব্যাপার, ডার্কওয়েবে টর্চ নামে একটা সার্চ ইঞ্জিন ও আছে। লিঙ্ক টা সামনের পর্বেই নিয়েন, এগেইন বলতেছি, খুব সেন্সিটিভ কিছু, সো না জেনে না হাতানোই ভালো। সাধারন ব্রাউজার দিয়ে চেষ্টা করে লাভ নাই, ঢোকে না, সব চেষ্টাই শেষ আমার।
আর খুব কঠিন কিছু না, সো ঢুকে পরেই নিজেকে অনেক কিছু ভাবেন অনেকে, নিচের পিক টা তাদের জন্য।
অনেক বকবক করলাম, এখন বিদায় নেই, আগামী পর্বে দেখা হবে আল্লাহ বাচায় রাখলে। লেখা টা এর আগে আমার সাইট http://www.Fajlami.com এ প্রকাশিত।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
ভাল লাগল, আমিও ধুকেছিলাম সেই ১০ এর লাস্টে। মাগার এখন ইউকে এসে ঢুকতে পারছিনা । কারনটা কি আমি বুঝতে পারছি না!
টোর ব্রাউসার ইউয করছি মাগার হয় না