ডার্ক বা ডিপ ওয়েব, রহস্যের হাতছানী ( পর্ব ১)

হ্যালো গাইজ, আমি ব্যাক

অনেক দিন থেকেই অনেকের মুখে শুনি ( যারা নেট পাগল মানুষ আরকি ) ডার্ক ওয়েব, ডিপ ওয়েব। টেকটিউনেও পোস্ট দেখছি একটা। আগ্রহ জাগাটাই স্বাভাবিক। সো আমিও পা দিলাম ডার্ক ওয়েবে। সে গল্প, আর এর বিস্তারিত নিয়ে ধারাবাহিক টিউন করার ইচ্ছে আছে ( যদি ক্ষতিকর মনে না হয়। )

ঘটনা কদিন আগের। মাথাতে ঘুরতেছে ডার্ক ওয়েব। সো একজন নেট ফ্রিক যা করে, শুরু করলাম গুগল কে সাথে নিয়ে। প্রথমেই জিনিষ টা কি তা খুজা শুরু করলাম। উত্তর পেতে বেগ পেতে হলো না।

ডার্ক বা ডিপ ওয়েব কি ?

যে সকল সাইট জনসাধারনের জন্য উন্মুক্ত না, যেগুলোর ক্রিয়েটর বা প্রতিষ্ঠাতা রা চান না সাইট গুলো কেউ সার্চ করে খুজে পাক সেগুলো কেই ডীপ ওয়েব বলে। এটা সাধারন ভাষায়, আরেক টু ভিতরে গেলে বোঝা যায় যে সকল সাইট বা অনলাইন কনটেন্ট কে লুকিয়ে রাখা হয় সার্চ ইঞ্জিন বা আপনার আমার মত সাধারন মানুষ থেকে সেগুলোকেই ডার্ক ওয়েব বলে।

শিমুল ভাই, এখানে কি হয় ?

কি হয় খুজতে যেয়ে তো আমার মাথা নষ্ট হবার যোগার হইলো ভাই। যা কিছুকে রক্ষা করা হয় কপিরাইট দিয়া সবি এখানে পাওয়া যায়। পাওয়া যায় ড্রাগস, আর্মস, এমন কি খুনি !!!!!!! আপনি ভুল শোনেন নাই, আমি ঠিক ই বলছি, একটা বিজ্ঞাপন দেখলাম একজন মুখস পড়া ব্যক্তি, হাতে একটা ভয়ানক ছোরা নিয়ে ছবি দিয়ে রাখছে, ক্যাপশন " I Can Kill Anyone For Money" ।  আরেক বিজ্ঞাপন দেখলাম ইরাক যুদ্ধে ব্যাবহৃত শটগান ! বিক্রি করতে চাচ্ছে, তাও ওদের ভাষায় Cheap Rate এ !!!!!!!!   নানা রকম হ্যাকিং টিউটোরিয়াল, বিভিন্ন পাইরেটেড টুলস কি নাই।

থামি, আগে বুঝায় বলি ডিপ ওয়েব জিনিষ টা কি।

অনলাইনে যা কিছু আছে তার পরিমান কল্পনা করা আমার ধারনার বাইরে, এর মধ্য কিছু লিখে সার্চ করলে যতগুলো আসবে তা ঘেটে দেখতে গেলেই আমার কবছর লাগবে নিজেও জানি না। বাট মজার বিষয় হলো মোট তথ্য বা ফাইলের শতকরা ১% নাকি আমরা দেখতেছি।  বাকি ৯৯% ই লুকানো অবস্থায় থাকে। এগুলোই ডার্কওয়েবের জিনিষ পত্র আরকি।

আসেন উদাহারন দেই

এই ছবিটায় বেশ সুন্দর করে বুঝানো আছে। একেবারে উপরে লেভেল ০ যা সাধারন ইন্টারনেট ব্যাবহার কারীরা দেখতে পান। লেভেল ১ এ থাকে ওয়েবসাইট হোস্টিং বা Mysql ডাটাবেস এর মত ব্যাপার গুলো।  যারা ওয়েবসাইট সম্পর্কে জানেন তারা বুঝবেন , একটা ওয়েবসাইটের পেছনে কি থাকে তা সাধারন ব্যাবহারকারীদের জানার কথা না। এখানে রাখা হয় ফাইল গুলো, ।

কিন্তু ভাই, ওয়েব হোস্টিং এর ব্যাপার গুলো ডার্ক ওয়েব হয় কিভাবে ?

ধরেন আপনার একটা সাইট আছে, সো সাইটের কন্ট্রল প্যানেল আছে। এখন একবার চিন্তা করেন কেউ সার্চ করেই যদি সে এ্যাড্রেস পেয়ে যায়, তাহলে তার জ্ঞ্যান থাকলে লগিন ইউজার নেম পাস বের করা খুব কঠিন কিছু না । এজন্য এগুলোকে লুকিয়ে রাখা হয়। এভাবে আস্তে আস্তে যত নিচের দিকে নামবেন তত গোপন আর রক্ষিত তথ্য পেতে থাকবেন।

এখনো বুঝেন নাই ?

ভাই রে, আপনার খাটের তলায় ইট দেয়া না লোহা দেয়া তা তো আমার জানার কথা না, সেটা তো থাকে ঢাকা, সেটারে দেখতে হলে আমারে বিছানার পর্দা ওঠাতে হবে । তেমনী ধরেন আমেরিকার একটা সাইট আছে, যেটাতে বিমান বাহিনীর বিভিন্ন মিসাইলের তথ্য, কেমনে ব্যাবহার করা হবে, কই ফেলা যাবে, এসব রাখা আছে। আমেরিকান সরকার কি চাবে যে কেউ খুজে পাক সেই তথ্য ? উহু, সেটারে রাখা হবে অন্ধকারে, বা ডার্ক ওয়েবে। বুঝছেন ?

খারাপ দিকঃ

  • বেয়াইনী জিনিষ পত্র অনেক টা খোলাখুলি ভাবেই রাখা এখানে। চিন্তা করতে পারেন অস্ত্র, বোমা বানানোর সিস্টেম, মাদক দ্রব্য সব যদি অনলাইনে কিনেই নিতে পারেন, তাহলে অবস্থা কি ভয়ানক হবে ?
  • খুব সুরক্ষিত তথ্য বা কপিরাইট প্রটেক্টেড অনেক কিছুই এখানে পাওয়া সম্ভব। কম্পানীর কিছু করার নাই, কার নামে মামলা করবে ? এটা ডিপ ওয়েব মামা।
  • ভাইরাসের ঘাটি। এখানে যারা কাজ করেন মোটামুটি সবাই খুব উচু মানের প্রোগামার, সো এদের ক্ষমতা খুবি বেশী। আপনার অজান্তে আর আপনি অসতর্ক থাকা মানে কখন আপনার পুরো কম্পিঊটার তারা নারাচারা করবে আপনি টের ই পাবেন না।
  • ধোকা রাস্তা তো পাইলাম, ঢুকবো কোন এ্যাড্রেস এ ? পরে আমাদের গর্ব "বাংলাদেশ সাইবার আর্মি " এর এক বড় ভাই কে ফোন দিয়ে জিগেস করলাম, শুরুতে হাসলেন আমার প্রশ্ন শুনে, সাবধান থাকার পরামর্শ দিলেন, পরে জানালেন কিছু তথ্য। ডার্কওয়েবে আমাদের পরিচিত সহজ Fajlami বা Techtunes এর মত নাম গুলো ব্যাবহার করা হয় না, ব্যাবহার করা হয় না .com .net ডোমেইন । এখানের সব যেহেতু লুকিয়ে রাখা, সো আন্দাজ করে কোন সাইটে ঢোকা অসম্ভব অনেক ক্ষেত্রেই। ব্যাবহৃত হয় .onion নামে ডোমেইন, সাইট গুলোর এ্যাড্রেস হয় bnktdbea442afcujasye.onion এরকম । বুঝেন ঠ্যালা !  ( Onion মানে পেয়াজ , পেয়াজের মত অনেক আস্তরনে লুকিয়ে রাখা হয় বলে এমন নাম সম্ভবত )

দরকারী দিকঃ

  • সরকারী গোপন তথ্য রাখতে সাহায্য করে। তবে জুলিয়ান এ্যাসেঞ্জের মত কেউ যদি আপনার পেছনে লাগে তাহলেই হবে কাজ।
  • গোপনীয়তা বজায় রাখতে কোন বিকল্প নাই।
  • ওয়েবসাইট এর পেছনে যারা কাজ করেন, তারা তো জানেন ই সাইটের ব্যাকএ্যান্ড লুকানো রাখা টা কতটা জরুরী।

ভালো দিকঃ

  • চড়ম কিছু পাওয়া যায় মাঝে মাঝে। একটা হেভি seo টুল পাইলাম, এর সম্পর্কে যা যা লেখা আছে, দেখে তো পাগল হই যাবো মনে হচ্ছে।
  • যাদের শেখার আগ্রহ আছে, হ্যাকিং, প্রোগামিং, টিপস,  এ সম্পর্কে অঢেল লেখা, তাও সেরা মানের প্রোগামার দের। আপনাকে সুধু জানতে হবে কই পাওয়া যায়। বাট শুরুতে যে ধাক্কাটা খাইছি, বেশির ভাগ আর্টিকেল স্প্যানিশ ভাষায় লেখা। গুগল ট্রান্সলেটর আছে না আমাদের এখন ?
  • একটা সেকটর যা সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না, এত বড় যে আমাদের কল্পনার বাইরে।

এখন আমি একটু বলি। আমার ইচ্ছে আছে ডার্ক ওয়েবের বিভিন্ন দিক, কিভাবে কি, কোথায় কি এ নিয়ে বিস্তারিত ধারাবাহিক ভাবে লেখার। অনেকেই হয়তো বলবেন আমাদের জন্য এগুলো না, বাট জানতে হলে কোন বিকল্প নাই, আর জ্ঞ্যান আপনি কিভাবে ব্যাবহার করবেন সেটা তো আপনার ব্যাপার, আজ থেকে ১০ বছর আগেও আমি লিখবো, আমার লেখা কেউ পড়বে, এটা আমার ধারনা ছিলো ? আমি এখানে টিউন লিখতেছি, অন্য দিকে এই এম এস ওয়ার্ড দিয়েই কেউ ভুয়া রিপোর্ট লিখে যুদ্ধ বাধিয়ে দিতেছে হয়তো ।  সো জ্ঞ্যান ইজ জ্ঞ্যান, আর ইন্টারনেটে কোন কিছুই কারো নিজের মধ্য রেখে দেয়ার জিনিষ না।

যদি আমাকে লিখতে দেয়া হয় এ নিয়ে আর আপনারা চান, তাহলে পরের পর্বে কিভাবে শুরু করবেন তা লিখবো। খুব ভয়ানক ব্যাপার না জানলে, সো নিজে থেকে এখনী কিছু চেষ্টা করিয়েন না যদি না আপনার যথেষ্ট জ্ঞ্যান থাকে এ ব্যাপারে। আগামী পর্বে পেয়ে যাবেন সবি।

ও হ্যা, একটা ব্যাপার, ডার্কওয়েবে টর্চ নামে একটা সার্চ ইঞ্জিন ও আছে। লিঙ্ক টা সামনের পর্বেই নিয়েন, এগেইন বলতেছি, খুব সেন্সিটিভ কিছু, সো না জেনে না হাতানোই ভালো। সাধারন ব্রাউজার দিয়ে চেষ্টা করে লাভ নাই, ঢোকে না, সব চেষ্টাই শেষ আমার।

আর খুব কঠিন কিছু না, সো ঢুকে পরেই নিজেকে অনেক কিছু ভাবেন অনেকে, নিচের পিক টা তাদের জন্য।

অনেক বকবক করলাম, এখন বিদায় নেই, আগামী পর্বে দেখা হবে আল্লাহ বাচায় রাখলে। লেখা টা এর আগে আমার সাইট http://www.Fajlami.com এ প্রকাশিত।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল, আমিও ধুকেছিলাম সেই ১০ এর লাস্টে। মাগার এখন ইউকে এসে ঢুকতে পারছিনা । কারনটা কি আমি বুঝতে পারছি না!
টোর ব্রাউসার ইউয করছি মাগার হয় না

শাহরিয়ার শিমুল ভাই আপনার পোস্ট টা দারুন হইছে। আমি অনেকদিন চেষ্টা করেও ডার্ক ওয়েব এ ঢুকতে পারি নাই, তাই প্লিজ চেষ্টা করবেন আগামি টিউনে কিভাবে ডীপ ওয়েব অ্যাক্সেস করতে হয় সেটা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করার ( ভিডিও সহকারে হলে সবচেয়ে ভালো হতো )। ধন্ন্যবাদ ।

    @Al-Mehedi Faisal: ভিডিও টিউটোরিয়াল দেয়া তো সম্ভব না আমারে দিয়া, ছবি সহ লেখার চেষ্টা করবো ভাই, সাথে থাকার জন্য ধন্যবাদ

Nice hoice bro……
ami chai jeno ei post korte thaken……

টর ব্রাউজার ছাড়া অন্য কোন ব্রাউজার আছে নাকি ডীপ ওয়েবের জন্য?

    @green poison: আমার জানামতে নাই, বাট লিনাক্স ইউজার হলে খুজে দেখতে পারেন কাস্টম কিছু

android দিয়ে কি ঢোকা যাই? গেলে কিভাবে?

    @mdmasumbillah: না ভাইয়া, তবে আমি জরুরী কিছু পেলে নিজের সাইটেই প্রকাশ করে দেব। নো চিন্তা।

    @mdmasumbillah: android দিয়ে ঢোকার জন্য “orbot” বেস্ট, এছাড়া আরও কয়েকটি আছে

Level 2

আপনি আমার কাছে থাকলে আপনাকে নাস্তা করাতাম, যহোক কিভাবে excess করতে হয় সঠিক পদ্ধতি টা জানাবেন।যেহেতু আপনি চান সবাই শিখুক। যেভাবে আপ্নি excess করেন সেটা জানাবেন। thanx

Level 0

কিভাবে excess করতে হয় সঠিক পদ্ধতি টা জানাবেন।যেহেতু আপনি চান সবাই শিখুক। যেভাবে আপনি excess করেন সেটা জানাবেন। ধন্যবাদ।

ডার্ক ওয়েবের পিক টা খুব ভাল লাগল. android’s virus definition এর লিঙ্ক আছে কি?? just for educational purpose.

Level 2

ভাই এই অন্ধকার জগত এর এক পাপিষ্ঠ আমি। ২০১৩ এর মাঝামঝি এর দিকে আমার সিস্টেম পুরা হ্যাক হয়ে গিয়েছিল। অটো একটা সফট ইন্সটল হইত আর পিসি এর সব চেঞ্জ হয়ে যাইত। আনইন্সটল করে দিলে ও আবার হইত অ্যান্টি ভাইরাস ও ক্লোজ হয়ে যেত। পরে পিসি তে ও এস দিয়ে মুক্তি পাইসি। সুতারাং যারা ই ঢুকবেন খুব সাবধান এ।

ভাই চালিয়ে যান,পরবর্তী পোস্ট দিন…

khub valo likhchen……….