পুরনো কথা নতুন সুরে (৬৯০ টাকায় ২৫ জিবি অথবা আনলিমিটেড ইন্টারনেট ডাটা, স্পীড 1Mbps পর্যন্ত)

বেশী কথা বলবো না ভাই। আমি নিজে ব্যবহার করছি (গত পরশু হতে)   🙂 । এটি কেবল আমাদের ফোন তথা টেলিটকের জন্য। আমরা জানি টেলিটক 2G তে D6 নামে আনলিমিটেড/২৫ জিবি একটি অফার আছে। অনেকে টেলিটকের 2G এর স্পীড অনেক খারাপ বলে এটি ব্যবহার করেন না। কিন্তু আপনার এলাকায় যদি টেলিটক 3G নেটওয়ার্ক থেকে থাকে তবে আপনিও পেতে পারেন 1Mbps পর্যন্ত স্পীডে আনলিমিটেড অথবা ২৫ জিবি ডাটা।

*আনলিমিটেড অথবা ২৫ জিবি ডাটা বলার কারণ হচ্ছে টেলিটকের অফিসিয়াল সাইটে D6 এর ডাটার পরিমাণ ২৫ জিবি উল্লেখ করা হয়েছে কিন্তু তাঁদের ফেইসবুক ফ্যান পেইজ হতে জানতে পাড়লাম এটি নাকি পুরোপুরি আনলিমিটেড। তাই কোনটাই নিশ্চিত নই। ২৫ জিবির পরে ডাটা বন্ধ হয়েও যেতে পারে অথবা FUP চালুও হতে পারে, দুটোরই সম্ভাবনা আছে।

তো শুরু করাযাক কিভাবে পাবেন এই ডাটা।

১। প্রথমে আপনার 3G সিমকে 2G তে রূপান্তরিত করতে হবে। এজন্য Y2G লিখে পাঠিয়ে দিন 555 নাম্বারে।একটি নিশ্চিতকরণ ম্যাসেজ আসবে । (ছবিতে 1 লক্ষ্য করুণ)

২। এর পরে D6 একটিভ করতে D6 লিখে পাঠিয়ে দিন 111 নাম্বারে।একটি নিশ্চিতকরণ ম্যাসেজ আসবে। (ছবিতে 2 লক্ষ্য করুণ)

৩। এবার আপনার সিমকে পুনরায় 3G করার পালা। Y3G লিখে পাঠিয়ে দিন 555 নাম্বারে। একটি নিশ্চিতকরণ ম্যাসেজ আসবে (ছবিতে 3 লক্ষ্য করুণ)।

৪। কিছুক্ষণের মধ্যেই আপনি পেয়ে যাবেন কাঙ্খিত ২৫ জিবি 🙂 (ছবিতে 4 লক্ষ্য করুণ)

৫। এবার পিসিতে অথবা মোবাইলে ব্যবহার করুণ 1Mbps স্পীড 😀 (ছবিতে 5 লক্ষ্য করুণ)।

কেউ যদি এই প্যাকেজটি আগে ব্যাবহার করে থাকেন তবে দয়া করে জানাবেন ২৫ জিবি ক্রস করার পরেও কি ইন্টারনেট ব্যবহার করা যায় কি না।

আপডেটঃ (০১ জুলাই, ২০১৪) অনেকেই বলছেন তাদের হচ্ছে না। তাই বড় কোন প্যাকেজ নেবার আগে ছোট (১০ টাকার মধ্যেই) একটা প্যাকেজ নিয়ে আগে যাচাই করে নিবেন। নয়ত বিপুল পরিমাণ টাকা (প্রায় ৭০০) গচ্চা যাবার সম্ভাবনা রয়েছে।

 

আপডেটঃ (১৪ জুলাই, ২০১৪) আজ আমার ডাটার মেয়াদ শেষ হল। আপনাদের বক্তব্য অনুযায়ী আমিও নতুন করে চেষ্টা করে দেখলাম। হল না। মনে হয় বন্ধ হয়ে গেছে। চিন্তা করছি টেকটিউন এ ইন্টারনেট সংক্রান্ত আর কোন টিউন দিবো না। টাকা দিয়ে কিনেও ইন্টারনেট চালানো যায় না। এবার টেলিটক শুধু কল সার্ভিস এর টাকা দিয়ে কচ্ছপ গতিতে এগুগ গে  👿

 

কোন প্রকার প্রশ্ন অথবা সাহায্যের জন্য ফেইসবুকে আমাকে এড করে নিতে পারেন। ফেইসবুকে আমি

Level 0

আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আশায় থাক, কখন ভরসা হারিয়ো না......।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

25GB Cross korar por net off hoye jabe… 🙂

    @Mr. Wrong: এইটা কি বলেন ভাই… 🙁 আপনিও কি ব্যবহার করেন নাকি?

Level 0

690/- ki VAT soho?

    @syedashik: হুম, ভাই 😀

    @syedashik: আসলে প্যাকেজটির দাম ৬০০ টাকা, 15% VAT সহ ৬৯০ টাকা। 🙂

      @zahidernoor:

      জিপি দিয়ে আমি ৬০ টাকায় প্রতি মাসে কম পক্ষে ২৫ জিবি ব্যবহার করি।

        @Obaidul Hoque: তবে ভাই উপায়টা সবার সাথে শেয়ার করুণ। অন্যরাও একটু সুযোগ পাক।

          @zahidernoor:
          ভাই এটা নতুন কিছু না, জাহিদ ভাইয়ের Portable Proxy দিয়ে GP Net ব্যবহার করি। তবে এটা সব এলাকায় কাজ করে না। যেমন পুরাতন ঢাকা ওয়ারীতে কাজ করে না।

Level 0

আমি টেলিটক ব্যাবহার করি তবে এই সিস্টেম এ করে দেখিনি । এখানে ওরা ২৫,৬০০ এমবি দিসে আর এইটা ওরা কাটতে কাটতে ০ করবে এবং তারপর অটোমেটিক pay per use করে দিবে । এখন এই সিস্টেম এ কি হয় বলা তো যায় না, আপনি ট্রাই করেন আর আমাদের সাথে রেসাল্ট শেয়ার কইরেন 🙂

    @Mr. Wrong: আপনি নিশ্চিত FUP আছে? আপনি কোন প্যাকেজ চালাচ্ছেন ভাই…?

      Level 0

      @zahidernoor: আমি তো D32 চালাই, ৩জি । আপনার সিস্টেম এ FUP আগে ছিল না, তবে এখন আছে কিনা বলতে পারবনা, তবে একটা কথা, আমি চেক করেছিলাম যে আমি যদি ২জি প্যাক নিয়ে ৩জি তে কনভার্ট করি তাইলে আর ২জি প্যাক কাজ হয় না, আপনার টা হচ্ছে কি ভাবে ? আর আপনি এক কাজ করতে পারেন, *১৫২# দেন, মেসেজ পাবেন , ওখানে আর কত এমবি ইউজ করতে পারবে তা টেলিটক পাঠাবে। মেসেজ এ কি পেলেন জানান ।

        @Mr. Wrong: হুম, আমার কাজ হচ্ছে। অনেকেরই কাজ হচ্ছে। 😀 ভাই আমি দেখলাম আপনার লিমিট ৩০ জিবি। *১৫২# এ ডায়াল করলে কতটুকু ডাটা বাকী আছে (আমার ২৫ জিবি হতে) তা দেখায়। এখন শুধু বুঝতে পারছি না ২৫ জিবি শেষ হলে FUP পাবো কি না। আপনি কি D32 তে FUP পান?

          Level 0

          @zahidernoor: আসলে যে প্যাকেজ এ আনলিমিটেড লেখা থাকে ঐ প্যাকেজ এ FUP এর কথা আসে, কিন্তু টেলিটক এর প্যাকেজ এখন ২৫ জিবি , ৩০ জিবি করে দেয়, সাধারন অন্যান্য প্যাকেজ এর মত, ঐ লিমিট শেষ হয়ে যাওয়া মানেই ভ্যালিডিটি ও শেষ হয়ে যাওয়া । আমার প্যাকেজ ৩০ জিবি ওভার হয়ে গেলে আর ইউজ করা যায়না, প্যাকেজ বাতিল হয়ে যায় ।

        @Mr. Wrong: তবে এটাও বন্ধ হয়ে যাবে ২৫ জিবির পর। না হবারও সম্ভাবনা আছে। ওদের ফেইসবুক ফ্যান পেইজে বলল D6 টা নাকি পুরোপুরি আনলিমিটেড। আচ্ছা দেখি ২৫ জিবি ক্রস করার পর কি হও… 🙂

১০০% ভুয়া সাবধান . আমি প্রতারিত .

    @মানিক: আপনি কি প্রতারিত হলেন ভাই? এখানে প্রতারণার কোন সুযোগ তো নাই… :O

      Level 0

      @zahidernoor: vai, ami aita try korsilam choto pack niye….kintu 2g theke 3g te asle….mb sob chole jay

        @Sushan: হ্যাঁ, ডাটা অবশ্যই কাটবে। এর সুবিধা হচ্ছে আপনি ৬৯০ টাকায় ২৫ জিবি পাচ্ছেন 1Mbps স্পীডে, FUP আছে কি না আমি নিশ্চিত নই। যেহেতু আমি গত পরশু প্যাকেজটা নিয়েছি। আমিও আপনার মতো ছোট প্যাক নিয়ে আগে যাচাই করে নিয়েছি। ৬৯০ টাকার রিক্স কে নিতে চায় বলুন…

    @মানিক: মানিক ভাই আপনি কেন মিথ্যা বললেন বলেন তো। নিজে চালাচ্ছেন আর অন্যদের দ্বিধায় ফেলছেন। এতো ভয় পেলে কি হবে… এটা কোন হ্যাক নয় যে ভবিষ্যতে টেলিটক বন্ধ করে দিবে। যত লোক এই অফারটি নিবে টেলিটকের ততই লাভ ততই লাভ।

    https://www.techtunes.io/internet/tune-id/286412 এই টিউনের কমেন্টে আপনি নিজেই স্বীকার করেছেন।

এটা কেউ ব্যবহার করে থাকলে বলেন পিলজ, ৬৯০ টাকার রিক্স নেয়ার সামর্থ নাই।

    @চেস্টায় সাইদ: ভাই আপনি আগে এক কাজ করুণ ছোট কোন 2G প্যাক দিয়ে যাচাই করে নিন। কাজ হলে (কাজ হবে ইনশাআল্লাহ) বড়টা নিয়েন। 2G প্যাক নিতে হলে আগে 2G তে রূপান্তরিত হতে হবে। এ ব্যাপারে বিস্তারিত নির্দেশনা টিউনে দেয়া আছে। প্যাক কেনার পর 3G তে পুনরায় চলে আসতে হবে।

    @চেস্টায় সাইদ: আমি নিজে ৬৯০ টাকায় ২৫ জিবি ব্যাবহার করতেছি কিন্তু আমার নেটওয়ার্ক 2G আমি 3G ব্যাবহার কছি না

      @রাশেদুল ইসলাম: যদি আপনার এলাকায় 3G থাকে তবে আপনিও পারেন এটি ব্যবহার করতে। এজন্য সিমকে 3G করে নিতে হবে।

extra sim to nai – D32 active assa Runnig , অন্যদের জিজ্ঞাসা করতেছি।

Level 0

যদি ডাটা শেষ না হয় তাহলে কি পরের মাসে বারতি ডাটা D6 এ যোগ হবে?

    @Himadri: সঠিক বলতে পারছি না ভাই। তবে আপনি ছোট কোন প্যাকেজ নিয়ে দেখতে পারেন। যেমন ৮ টাকায় 20MB এর টা। একদিন মেয়াদ। আপনি ১৮-১৯ Mb ব্যবহার করে রেখে দিন। পরের দিন আবার ঐ প্যাকেজটি নিন। যদি আগের বারের বাকী ২-১ MB এর সাথে যুক্ত হয় তবে এ প্যাকেজের খেত্রেও পরের মাসে ডাটা থাকবে।

Level 0

না ভাই কাজ হয় না। অন্য কোন পদ্ধতি থাকলে জানান।

Level 0

এক প্যাকেজ হলে ডাটা যোগ হয়।

    @Himadri: তবে পরে মাসে যদি একই মানে d6 প্যাকেজ যদি নেন তবে যোগ হতে পারে। ভাই ওদের ফেইসবুক ফ্যান পেইজে এই প্যাকেজটাকে আনলিমিটেড বলছে। যদি এটা আনলিমিটেড মানে FUP যদি থাকে তবে পরের মাসে কোন ডাটা যোগ হবে না।

      Level 0

      @zahidernoor: ধন্যবাদ।

ভাই ৬৯০ টাকাই সুধু ৪জিবি পাওয়া যাবে মনে হয়….
কারন টেলিটক এর ওয়েব সাইটে দেখলাম ৬০০টাকাই ৪জিবি

Level 0

সিম নাই! 🙁 feeling sad 🙁 🙁

টেলিটক ৩জি নাই।

ধন্যবাদ ট্রিকস্ টি শেয়ার করার জন্য…….

    @Zahid Hossain: আপনাকেও ধন্যবাদ।

টেলিটকের ফেনপেজের লিংকটা দেন প্লীজ

Level 0

ami kal rate active korse.. n already 6 gb download korse,, superb.. thanx a lot

এটা কি বার বার করা যাবে?????

কোনো সমস্যা হবে না তো????

    @Shadhin Ahmed: আমি ঠিক বলতে পারছি না। এর আগে গ্রামীণ ব্যবহার করতাম। তবে অনেকেই কয়েকবার ব্যবহার করেছেন বলে জানতে পেরেছি…

vai ami choto pack niae test korte chailam. Pack kinar por 3G package a migrate korar por o amar ekhane ‘E’ dekhache. Jodio amader elakai khub valo 3G coverage ache Teletalk er. Ekon emon holo bolben pls.

    @Qudrat Ullah: আপনি কি মোবাইল হতে ব্যবহার করেন? যদি এন্ড্রয়েড হয় তবে সেটিং পরিবর্তন করে নিতে হবে এভাবে Settings>Wireless and networks>more>mobile networks>3g service>Network mode>WCDMA only.

    যদি মডেম হতে ব্যবহার করেন তবে Tools>Options>Network>Network type>WCDMA only. এবার আপনি 3g স্পীড পাবেন।

৬৯০ টাকা দিয়ে ২৫ জিবি!! সত্যিই অবিশ্বাস্য!! আমার সিম কার্ড নাই! তাই এটা থেকে আমি বঞ্চিত

    @আল সাদিক সাইম: 🙁

This Tune Should be removed..

Level 0

ভাই সাধারনত 3G তে থাকার পর ও যদি 2G প্যাকেজ কিনতে চাই সেক্ষেত্রে 3G থেকে 2G তে কনভার্ট না করেই তো কেনা যায়। এক্ষেত্রে আপনি কেন 3G থেকে 2G তে কনভার্ট করতে বলছেন?

কেনা যায় না (টেলিটকে) … আর আপনি যদি নিতে পারেন তবে তো কনভার্ট হবার প্রয়োজন নেই… 🙂

@zahidernoor টেলিটক জানলে সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে।

    @সোহাগ: @সোহাগ: বন্ধ হবে না ভাই। যত লোকে ব্যাবহার করবে ওদের ততই লাভ। আর ওরা তো ২৫ জিবি দিচ্ছিলই। শুধু স্পীড দিচ্ছিল কম। এ পদ্ধতিতে স্পীড একটু বেশী পাওয়া যাচ্ছে এর বেশী কিছু না। ২৫ জিবি ক্রস করলে হয়ত আর ব্যবহার করা যাবে না।

Level 0

অসাধারন।। আমি কাল রাত থেকে এখন পর্যন্ত ৭ জিবি নামাইছি।। সারা বাসা হটস্পট করে রাখছি।। অনেক ধন্যবাদ।।

Level 0

কথা হচ্ছে ভাই, যখন আমি টুজি তে যেয়ে একটা ছোট প্যাকেজ কিনলাম,কিনার পর আবার থ্রিজি তে কনভার্ট করলে দেখছি আমার প্যাকেজ আর থাকছে। আমার প্রোসেস এ কি ভুল আছে?

Level 0

কথা হচ্ছে ভাই, যখন আমি টুজি তে যেয়ে একটা ছোট প্যাকেজ কিনলাম,কিনার পর আবার থ্রিজি তে কনভার্ট করলে দেখছি আমার প্যাকেজ আর থাকছে না। আমার প্রোসেস এ কি ভুল আছে?

    @4ever4you: না আপনার পক্রিয়ায় ভুল নেই। ডাটা আছে কিনা সেটা খেয়াল করুণ। আমি ছোট এবং বড় দুটো প্যাকেজই নিয়ে দেখেছি এবং ব্যবহার করছি এখনো।

Level 0

ভাই প্রথমে Y2G লিখে ৫৫৫ এ পাঠালাম, কনফার্মেশান আসলো, তারপর D2 প্যাকেজ টা কিনলাম, তারপর Y3G লিখে ৫৫৫ এ পাঠালাম, কনফার্মেশান আসলো। u লিখে 111 এ পাঠালাম, কিন্তু সেখানে বলছে আমার নাকি কোনো gprs প্যাকেজ কেনা নাই, অথচ টাকা ঠিকই কাটছে । উপায় কি ভাই? দুইবার হলো এমন

    @4ever4you: আমার *১৫২# এ ডায়াল করলেই কিছুক্ষণ পর ম্যাসেজ এ বলে দেয় কতটুকু ডাটা বাকী আছে।

    @4ever4you: আপনি অনলাইনে ব্রাউজ করে দেখুন টাকা কাটে কি না? যদি কাটে তবে ডাটা নেই? কিন্তু এমনটা হবার কথা না…।। যদি হয়েই থাকে তবে ৬৯০ টাকার রিক্স নিতে যাবেন না।

Level 0

না ভাই, নেট কানেক্ট করলেও ব্রাউজ করা যাচ্ছেনা, বুঝলাম না ব্যাপারটা, এটা কি সিমের প্রবলেম? প্রবলেম না বুঝতে পারলে তো সল্যুশান বের করতে পারবো না 🙁

    Level 0

    @4ever4you: ভাই এই পর্যন্ত ৪ বার এই পদ্ধতিতে 1 mbps 25 gb use করেছি, কোন প্রবলেম হয়নি।

      @Naiem: ভাই FUP আছে নাকি নেই?

Level 0

আজ আবার অন্য প্যাকেজ নিয়ে চেষ্টা করলাম, ওটাও হলোনা। হাইরে আমার কপাল রে ভাই

আমারও সেইম অবস্থা।।।।।

    @মিরাজ খন্দকার: আপনার কি অবস্থা ভাই?

@zahidernoor: ভাই আপনার ফোন নাম্বার টা একটু দিবেন প্লিজ।।।
[email protected] এই ঠিকানাতে দিলেই হবে।।।। অথবা এখানেই দেন।।। প্লিজ।।।। ভাইয়া হেল্প মি।।।।

    @মিরাজ খন্দকার: পোস্টে আমার ফেইসবুক লিংক দেয়া আছে… সেখানে যোগাযোগ করতে পারেন…

আমি ট্রাই করেছিলাম কিন্তু কাজ করে নাই। 🙁
প্রথমে আমি নতুন ফ্লাস মডেম কিনে আনি, তারপর ফ্রি ১জিবি ব্যবহার করে সেটা 2G মাইগ্রেট করি। ও একটি ছোট প্যাকেজ কিনি। অতপর আবার 3G তে মাইগ্রেট করি। কিন্তু তখন দেখি যে আমার কোন ডাটা/MB নেই। সব data/এমবি হাওয়া হয়ে গেছে।
পরে কাষ্টমার কেয়ারে যোগাযোগ করলে তারা জানায় যে, ২জি থেকে ৩জি তে মাইগ্রেট করলে ডাটা/এমবি শেষ হয়ে যায়। সেই ডাটা ৩জিতে যাবে না। জিরো দেখাবে।

    @রবিন: বুদ্ধিমানের কাজ করেছেন ভাই। আমিও তাই করেছি। ছোট প্যাকেজ নিয়ে ট্রাই করে নিয়েছি। এখন হয়ত বন্ধ হয়ে গেচ।

Level 0

ভাই ডাটা তহ শেষ।। কাল চালু করব।। হবে তহ নাকি??

    @Ahsan: ভাই আমারও শেষ হয়ে যাবে কাল। হবে নাকি ঠিক বলতে পারছি না। তবে হলে আপডেটে জানানো হবে 🙂

আপনি কি নতুন করে একটিভ করতে পেরেছেন?

    @নোমান হোসাইন: না, ভাই পারি নি। বন্ধ হয়ে গেছে।

Level 0

@Jahid vai
একটিভেট করতে পারছি।। কিন্তু সমস্যা হয়ে গেছে যখন Y3G দিয়ে 3G করতে গেলাম।। তখন ডাটা ০০০০ হয়ে গেছে।। মাথা খারাপ হয়ে গেলো।। ৫ মিনিটে ৬৯০ টাকা শেষ।। আবার একটিভেট করলাম মানে আবার ৬৯০।। এর পর ব্যালেন্স ৭.৬২ টাকা ছিল।। কি মনে করে আবার দিলাম D6 পাঠালাম 111 এ।। মজার ব্যাপার আমাকে অবাক করে দিয়ে মাত্র ১ পয়সা কাটল আর সাথে সাথে আরও ২৫ জিবি।। এ ভাবে ১০০ জিবি করলাম।। করে আবার যখন Y3G দিয়ে 3G করতে গেলাম আবার শেষ।। ডাটা টাকা সব।।
এখন আবার একটিভেট করলাম কিন্তু 2G চালাইতাছি।। মন খারাপ 🙁 ভাই কিছু করেন।। অন্তত 3G করে দেন কোন ভাবে।।

ফেসবুকে আমি
http://www.facebook.com/razor.ahsan

    @Ahsan: করছেন কি ভাই… ১০০ জিবি… :-O আমারে কিছু ট্রান্সফার করেন… 😛 😛 কিন্তু ভাই সমস্যা রয়েই গেল। 🙁 আমিও চেষ্টা করলাম আর 3G তে কনভার্ট হতে পাড়লাম না। তবে আপনার পদ্ধতিটিতে অনেকে আশ্বস্ত হবে তারা হারানো ডাটা 2G তে হলেও ফিরে পাবে।

Level 0

@zahid vai
যারা যারা করতে চান করতে পারেন কিন্তু মনে রাখবেন ব্যালেন্স যেন ৭.৫০ টাকা এর উপরে এবং ৮ টাকার নিচে থােক..
জাহিদ ভাই অনেক চেস্টা করলাম হয় না.. 2G ডাটা এর অনেক বাজে অবস্থা কিছু একটা করেন..

ভাই এই টিপস টা কি এখনও কাজ করবে ??????????????

    @অস্থির মাহিদুর চয়ন: হয়ত কাজ করবে না… তবে আমি আপনাকে বলবো আগে খুবই ছোট কোন প্যাকেজ আগে কিনে নিয়ে দেখুন ওটাতে হয় কি না… না হলে হবে না…

@zahidernoor ধন্যবাদ