বেশী কথা বলবো না ভাই। আমি নিজে ব্যবহার করছি (গত পরশু হতে) 🙂 । এটি কেবল আমাদের ফোন তথা টেলিটকের জন্য। আমরা জানি টেলিটক 2G তে D6 নামে আনলিমিটেড/২৫ জিবি একটি অফার আছে। অনেকে টেলিটকের 2G এর স্পীড অনেক খারাপ বলে এটি ব্যবহার করেন না। কিন্তু আপনার এলাকায় যদি টেলিটক 3G নেটওয়ার্ক থেকে থাকে তবে আপনিও পেতে পারেন 1Mbps পর্যন্ত স্পীডে আনলিমিটেড অথবা ২৫ জিবি ডাটা।
*আনলিমিটেড অথবা ২৫ জিবি ডাটা বলার কারণ হচ্ছে টেলিটকের অফিসিয়াল সাইটে D6 এর ডাটার পরিমাণ ২৫ জিবি উল্লেখ করা হয়েছে কিন্তু তাঁদের ফেইসবুক ফ্যান পেইজ হতে জানতে পাড়লাম এটি নাকি পুরোপুরি আনলিমিটেড। তাই কোনটাই নিশ্চিত নই। ২৫ জিবির পরে ডাটা বন্ধ হয়েও যেতে পারে অথবা FUP চালুও হতে পারে, দুটোরই সম্ভাবনা আছে।
তো শুরু করাযাক কিভাবে পাবেন এই ডাটা।
১। প্রথমে আপনার 3G সিমকে 2G তে রূপান্তরিত করতে হবে। এজন্য Y2G লিখে পাঠিয়ে দিন 555 নাম্বারে।একটি নিশ্চিতকরণ ম্যাসেজ আসবে । (ছবিতে 1 লক্ষ্য করুণ)
২। এর পরে D6 একটিভ করতে D6 লিখে পাঠিয়ে দিন 111 নাম্বারে।একটি নিশ্চিতকরণ ম্যাসেজ আসবে। (ছবিতে 2 লক্ষ্য করুণ)
৩। এবার আপনার সিমকে পুনরায় 3G করার পালা। Y3G লিখে পাঠিয়ে দিন 555 নাম্বারে। একটি নিশ্চিতকরণ ম্যাসেজ আসবে (ছবিতে 3 লক্ষ্য করুণ)।
৪। কিছুক্ষণের মধ্যেই আপনি পেয়ে যাবেন কাঙ্খিত ২৫ জিবি 🙂 (ছবিতে 4 লক্ষ্য করুণ)
৫। এবার পিসিতে অথবা মোবাইলে ব্যবহার করুণ 1Mbps স্পীড 😀 (ছবিতে 5 লক্ষ্য করুণ)।
কেউ যদি এই প্যাকেজটি আগে ব্যাবহার করে থাকেন তবে দয়া করে জানাবেন ২৫ জিবি ক্রস করার পরেও কি ইন্টারনেট ব্যবহার করা যায় কি না।
আপডেটঃ (০১ জুলাই, ২০১৪) অনেকেই বলছেন তাদের হচ্ছে না। তাই বড় কোন প্যাকেজ নেবার আগে ছোট (১০ টাকার মধ্যেই) একটা প্যাকেজ নিয়ে আগে যাচাই করে নিবেন। নয়ত বিপুল পরিমাণ টাকা (প্রায় ৭০০) গচ্চা যাবার সম্ভাবনা রয়েছে।
আপডেটঃ (১৪ জুলাই, ২০১৪) আজ আমার ডাটার মেয়াদ শেষ হল। আপনাদের বক্তব্য অনুযায়ী আমিও নতুন করে চেষ্টা করে দেখলাম। হল না। মনে হয় বন্ধ হয়ে গেছে। চিন্তা করছি টেকটিউন এ ইন্টারনেট সংক্রান্ত আর কোন টিউন দিবো না। টাকা দিয়ে কিনেও ইন্টারনেট চালানো যায় না। এবার টেলিটক শুধু কল সার্ভিস এর টাকা দিয়ে কচ্ছপ গতিতে এগুগ গে 👿
কোন প্রকার প্রশ্ন অথবা সাহায্যের জন্য ফেইসবুকে আমাকে এড করে নিতে পারেন। ফেইসবুকে আমি
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আশায় থাক, কখন ভরসা হারিয়ো না......।।
25GB Cross korar por net off hoye jabe… 🙂