বিটিসিএল ইন্টারনেট সমস্যা এবং সম্ভাব্য সমাধান!

বিটিসিএল ইন্টারনেট চালাই প্রায়ই ২ বছর হচ্ছে। অল্প খরচে ভালো স্পীড এবং ডাটা ইউজেস সার্ভিস নিয়ে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট! কিন্তু গত প্রায়ই ৬ মাস যাবত নেট লাইন নিয়ে ভালই বিপাকে পড়ে ছিলাম। প্রবলেম হল, কখনও লাইন থাকেনা, লাইন থাকলেও ঘনঘন লাইন ড্রপ করে, স্পীড আপ-ডাউন করে ইত্যাদি। প্রায়ই ডজন খানিকবার বিটিসিএল অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ওদের পিছে সময়ই দিয়েও কোন সমাধান পাইনি ৬ মাসেও। এই ভালো থাকে তো এই খারাপ! 🙁

চেনাজানা বিটিসিএল এডিএসএল নেট ইউজারদের দিয়ে ফেসবুকে একটি গ্রুপও ওপেন করা হয়েছে যাতে করে কমন-আনকমন সব সমস্যা গুলোর সমাধান বের করা যায়। কিন্তু সেখানে থেকে আমি কোন সল্যুশন পাচ্ছিলাম না। তবে আজ হঠাত করেই শ্রদ্ধেয় মামুন ভাই এবং শাহ্‌রিয়ার ভাইয়ের দেয়া সল্যুশনে ১০০% সমস্যার সমাধান পেয়ে গেলাম। সকাল থেকে প্রায়ই ৮-১০ ঘন্টার মত নেট ব্রাউজিং, ডাউনলোড করলাম ননস্টপ!

এবার আসি সমাধান দিয়ে,

আপনার ব্রাউজার ওপেন করুন, অ্যাড্রেসবারে লিখুনঃ http://192.168.1.1/, ইউজার আইডিঃ admin পাসওয়ার্ডঃ admin লিখে এন্টার করেই আপনি TP Link ADSL Modem Configuration প্যানেল পাবেন নিচের মত-

TP-Link-ADSL-Modem-Configuration

এবারে Advance Setup থেকে ADSL সিলেক্ট করুন। নিচের মত স্ক্রিন পাবেনঃ

TP-Link-ADSL-Modem-Mode

ADSL Mode থেকে G.lite সিলেক্ট করে SAVE করুন। এবং মডেম + পিসি রি-স্টার্ট দিন।

সব সময় G.lite ADSL Mode সবার জন্য কাজ করবে এমনটা নয়, আপনি মুড পরিবর্তন করে দেখতে পারেন আপনার জন্য কোনটি কাজ করে।

পরিশেষে মামুন ভাই এবং শাহ্‌রিয়ার ভাইয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। 🙂

পূর্বে প্রকাশিতঃ http://www.blog.rangpursource.com/article-id/4232

আপনার এডিএসএল নেট সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের জন্য জয়েন করতে পারেন আমাদের BTCL ADSL Internet Users গ্রুপে।

আজ এই পর্যন্তই!

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 🙂

Level 2

আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার আথে বিটিসিএল ইন্টারনেট সমস্যা নিয়ে কিছু কথা বলতে চাই আপনার ফেসবুক লিংক পাওয়া যাবে? প্লিজ। 🙁

Level 0

ভাই আপনি ঠিক বলেছেন আমিও অনেক সমস্যার পর G.lite মোড এনাবল করার পর কাজ হয়েছে ।

আমিও দুই বছরের বেশি সময় ধরে বিটিসিএল চালাচ্ছি। সরকারী এই একটা জিনিস নিয়া কোন অভিযোগ ছিল না। তবে আপনি ঠিক কথা বলেছেন, প্রায় ৬ মাস যাবত বিটিসিএল লাইন এ বেশি প্রবলেম করছে। মাঝে মাঝে ১ দিন, ২ দিন, ৩ দিন লাইন থাকে না।
তবে আপনার এই সমস্যা, যেমন কখনও লাইন থাকেনা, লাইন থাকলেও ঘনঘন লাইন ড্রপ করে, স্পীড আপ-ডাউন করে ইত্যাদি যখন আমি লাইন নিয়েছিলাম তখন ছিল। পরে টেলিফোন অফিসে এডিএসএল এর কানেকশন টা আবার নতুন করে দেওয়ার পর আর এই ধরনের সমস্যা আর হয় নাই। ইদানিং মাঝে মাঝে লাইন গায়েব হয়ে যায় এটাই আমার সমস্যা…
তবে আপনার পদ্ধতি রেখে দিলাম, পরে হয়ত কাজে লাগবে। আমি ADSL Huawei Router ব্যাবহার করি। সবশেষে টিউনের জন্য আপনাকে ধন্যবাদ…

Level 0

ধন্যবাদ।

Thanks vai onek din dhore joltesi lam apne somadhan korlen & kajer টিউন nice work

ভাইয়া
আমার কাছে একটা ১ MBPS এর আইডি পাসস আছে, কিন্তু যখন আমি এটা দিয়ে কানেক্ট করি তখন একটা সমস্যা হচ্ছে,
কিছুক্ষণ পর পর স্পীড ০ Bayts হয়ে জাচ্ছে, ধরুন যদি আমি IDM দিয়ে কোন কিছু Download করি তাহলে ৫/৬ সেকেন্ড ফুল্ল স্পীড এ Download হচ্ছে কিন্তু এর পরেই কিছুক্ষণ এর জন্য ০ Byts হয়ে জাচ্ছে, আবার ৫/৬ সেকেন্ড এর পর ফুল্ল স্পিড পাওয়া যায় , এরকম হতে থাকে, আর যখন ০ Byts হয়ে যায় তখন brows ও বন্ধ হয়ে যায়
প্লিস এই সমস্যার সমাধান দিলে খুবী উপকৃত হবো

আমি বিটিসিএল এর লাইন নিতে চাচ্ছি । আমি মুলত কোন কথা বলার জন্য নিব না। শুধু ইন্টারনেট ইউস করার জন্য, তাই আমার কিছু ইনফরমেশান দরকার ।
১. বিটিসিএল কানেকশন নিতে হলে কি কি লাগবে।
২. সব মিলিয়ে কত টাকা লাগতে পারে ? বিটিসিএল লাইন+ আপনাদের ADSL মোডেম সহ?
৩. আমি ৫১২ কেবিপিএস লাইন নিব।
সব গুলো যদি বিস্তারিত জানাতেন তাহলে ভাল হত!