হাই টেকটিউনস,
আছেন কেমন সবাই ? আজ অবশ্য মন টা ভালো।
অনেকেই বিভিন্ন সাইটের রিভিউ লিখছেন, আজকে আমি টার্গেট করলাম দেশী সাইট গুলোর, আর যেগুলো কর্পরেট সাইট না। আই মিন, জানেন ই তো আমাদের দেশের হিট সাইট গুলো প্রায় ই নিউজপেপার, আর বেচে দেন সিরিজের, আমরা সেগুলোকে এরিয়ে যাই, কেমন ?
আমি র্যাঙ্কিং করতে বেস হিসেবে নিয়েছি Alexa কে, এরা বিভিন্ন্ ওয়েবসাইটের ভিজিটর, পপুলারিটি এর হিসেব রাখে, কথা না বাড়িয়ে শুরু করি।
১। Techtunes.com.bd :
শুরুতেই আমাদের প্রিয় সাইট টেকটিউন্স। এটি একটা টেক ব্লগ সাইট, লেখেন অনেক বেশী টিউনার, সঠিক সংখ্যা আমার জানা নাই, তবে এত বড় টেকনলজী বিষয়ক লেখা আর কোথাও নাই। ( আমি নিজে কত রাত যে পার করছি পড়তে পড়তে, টপ টিউনার সাথে টপ টিউনমেন্টার হই গেলাম কখন জানি মাইরী !!! ) এখান কার হেল্প নিয়ে আজ প্রতিষ্ঠিত হয়েছেন এমন ব্যাক্তি ও কম না অনলাইনে। বর্তমানে এ্যালেক্সা র্যাঙ্ক অনুযায়ী এটি ২০ তম জনপ্রিয় ওয়েবসাইট বাংলাদেশে। বর্তমানে স্প্যাম রিলেটেড কারনে নতুন ইউজার রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়েছে,
সাপোর্ট সিস্টেম কে টেকটিউন ডেস্ক বলা হয়, বেশ ভালো। সমস্যায় একদিনেই সমাধান পাওয়া যায়।
সামু, বাংলাদেশের প্রথম বাংলায় ব্লগিং প্লাটফর্ম। অনলাইনে আজ যাদের আমরা ব্লগার বলে চিনি, তাদের অনেকের শুরু এখান থেকেই। যখন তখন রেজিস্ট্রেশন করে লিখতে পারেন , সাহিত্য বিষয়ক এত বড় লেখার কালেকশন বিশ্বে কোথাও নাই। তবে শুরুতেই আপনি লিখলে তা আপনি নিজে বা বন্ধুদের দেখানো ছারা লাভ পাবেন না, আপনাকে কয়েক মাস ওয়াচ করা হবে, যদি আপনি ক্ষতিকর কিছু না লিখেন তবেই সাধারন ব্লগার করা হবে আপনাকে, আর সেফ ব্লগার হতে হলে কতদিন লাগবে আর কি পরিমান আর কি মানের লেখক হতে হবে আমার জানা নাই সঠিক ভাবে। তবে হ্যা, অনেক লেখকের জন্ম দিয়েছে সামু। বর্তমান এলেক্সা র্যাঙ্ক ৪৮ , অর্থাৎ এটি দেশের ৪৮ তম জনপ্রিয় সাইট।
৩। Doridro.com
ডাউনলোড আর এ বিষয়ক ফোরাম। সবশেষ মিউজিক, নাটক, মুভি এগুলোর জন্য সাইট টা বিখ্যাত। বেশী কিছু লিখবার নাই এ নিয়ে, এদের ফোরাম সেকশন টা তেমন লাগে না আমার কাছে, বাট ডাউনলোড সেকশন টা সেরকম । বর্তমানে এটি বাংলাদেশের ১১০ নাম্বার জনপ্রিয় সাইট।
টেকনলজী ব্লগ , বর্তমান জনপ্রিয়তার দিক থেকে অবস্থান ১১৫ ।
৫। Jagobd.com
লাইভ টিভি, রেডিও দেখার /শোনার জন্য দেশে আর দেশের বাইরেও বেশ বিখ্যাত একটা সাইট। কোন চ্যানেল এ কখন কি হবে এ বিষয়ক আপডেট ও পাওয়া যায়। বর্তমান এ্যালেক্সা র্যাঙ্ক ১৩৪ ।
বাংলা বিভিন্ন ফন্ট সমস্যার সমাধান এটি। যেমন বিজয় থেকে ইউনিককোড এ কনভার্ট করার মত যত ঝামেলার কাজ আছে, এখানে অনলাইনেই করে ফেলতে পারবেন। বর্তমান এ্যালেক্সা র্যাঙ্ক ১৪৩ ।
মোবাইল রিলেটেড সাইট, কোন মোবাইল কখন আসলো, কি কি ফিচার, দাম কত, কবে পাওয়া যাবে ইত্যাদি সবি পাওয়া যায় এখানে। বর্তমান এ্যালেক্সা র্যাঙ্ক ১৬১ ।
৮।Tunarpage.com
এটিও টেক ব্লগ, বেশ পপুলার, বাট সার্ভার কোয়ালিটি ভালোলাগে না, খুব স্লো। বর্তমান র্যাঙ্ক ১৮৫ ।
টরেন্ট ফাইল ডাউনলোড করার সবথেকে বড় বাংলাদেশী সাইট। কিছু তো বলার নাই, বর্তমান র্যাঙ্ক ২০৩
১০ । fusionbd.com
ফিউশনবিডি মুলত মোবাইলের ডাউনলোড সাইট , মোবাইলের সাইট হিসেবে এরকম অবস্থানে আসতে বেশ কবছর কাঠখর পোড়াতে হইছে সাইট টাকে। ভুত এফ এর জন্য বিখ্যাত । বর্তমান র্যাঙ্ক ২১৩ ।
১১। Fajlami.com
লজ্জা পাইছি 😛 আমার সাইট, মোবাইল বা কম্পিউটার সবকিছুর জন্য। কিছু লেখবো না, লজ্জা লাগে। বর্তমান অবস্থান ৭১৬ তম জনপ্রিয় ওয়েবসাইট।
১২। beshto.com
বাংলা কমিউনিটি সাইট। বেশ মজার, অনেক গুলো মজার মজার বিভাগ নিয়ে। বর্তমান অবস্থান ৩৯৩ ।
থামলাম। লক্ষ্য করবেন সবগুলো টপ সাইট কিন্তু নিজ নিজ অবস্থানে ইউনিক। সবার ই আলাদা কিছু দিক আছে যা অন্যদের নাই। সো আপনি ওয়েবসাইট বানাতে চাইলে আমি পরামর্শ দেব নতুন কিছু করার জন্য। খেয়াল রাখবেন যা আগে থেকে অন্য কোথাও আছে, তা নিয়া অনলাইনে নেমে কোন লাভ নাই। আর এগুলো এ্যালেক্সা র্যাঙ্ক, আমার জানা আর ব্যাক্তিগত পছন্দ অনুসারে লেখা, কিছু মিস হয়ে যাওয়া স্বাভাবিক। সো আপনার জানা থাকলে কোন নন কর্পরেট, টাকা পয়সার ঝামেলামুক্ত , ব্যাবসা বা সরকারী সাইট বাদে অন্য কিছু থাকলে জানাবেন,আমি টিউনে এ্যাড করে দেব।
ধন্যবাদ, ফেসবুকে আমি।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
Hmm Nice
Ai Ta Dekte Paren