ডাউনলোড করার ক্ষেত্রে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) এর কোন তুলনা নাই। তুলনা না থাকলেও এটিতেও আমাদের নানা রকম সমস্যায় পরতে হয়। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে এটি একের পর এক ডাউনলোড হয় না। সারাদিন বসে বসে ডাউনলোড করতে হয়। দরুন আপনি কিছু গান ডাউনলোড করতে বসলেন এখন একটি শেষ হলে আরেকটি দেওয়ার আসায় আপনি বসে থাকেন।
যা খুব বিরক্তিকর একটি কাজ। কিন্তু আপনি যদি একসাথে ১০টা গান ডাউনলোড দেন তাহলে মডেম এমনিতেই হাং হয়ে থাকবে। এটির জন্য আগে টিউন হয়েছে কিনা আমি জানি না। কারণ আমি মাঝে মাঝে অনেক টিউন মিস করি। যদি কেউ করে থাকেন তা হলে ক্ষমা করবেন। এবার কাজের কথায় আসি। আইডিএম এ অপশন টি দেওয়া আছে কিন্তু আমরা একটু ভাল মত না দেখার কারনে জিনিস গুলো আমাদের অজানা থেকে যায়। আইডিএম এ Scheduler নামে একটি অপশন আছে আমরা সেটি দিয়ে কাজ করব।
কাজ করার জন্য ভিডিও টিওটোরিয়াল টি আগে দেখে নিন।
আমি স্ক্রীনসট দিয়ে টিউন করি নাই অনেক বড় হয়ে যাবে তাই সংক্ষেপ এ করলাম। আপনাদের যদি ভিডিও দেখতে কোন সমস্যা হয় তাহলে নিচের সেটিং দেখে আপনার ইন্টারনেট স্পীড এর উপর নির্ভর করে পিক্সেল ঠিক করে নিন।
ফেসবুকে আমি - Abdul Motaleb
আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগেই জানা ছিল। টিউনের জন্য ধন্যবাদ।