আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনার জন্য নিয়ে আসলাম ছোট ১টি টিউন অনেকে আছে বিদেশ যাওয়ার আগে ভিসা চেক না করে বিদেশ গিয়ে ভোগান্তির শিকার হোন, তাই বিদেশ যাওয়ার আগে অন্তত অনলাইনের মাধ্যমে আপনার ভিসা/বন্ধুর ভিসা চেক করে নিবেন আপনি নিজে নিজেই আর দালালদের ধোকাই পা দিবেন না। কি আর বলব অনেকে দালাদের ধোকায় পড়েই, অনেক কিছুই হারিয়ে এখন পথে পথে ঘুরতেছেই আমার দেখা অনেকেই। তাই শেষ কথা এটাই বলতে চাই বিদেশ যাওয়ার আগে অন্তন্ত আপনি আপনার ভিসাটি চেক করতে ভুলবেন না।
তাই আজ আমি দেখাবো কিভাবে কাতারের ভিসা চেক করতে হয়!
প্রথমে এখানে ক্লিক করুন। তারপর নিচের মত আসবে।
এবার Inqueries বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মত পেজ আসবে।
এবার Visa Enquiry & Printing বাটনে ক্লিক করুন, এবার Visa Number/Passport Number আর Nationality দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
এবার আপনার ভিসাটি যদি আসল হয় তাহলে আপনি নিচের মত ১টি পেজ দেখতে পাবেন।
এবার Print বাটনে ক্লিক করে ভিসাটি প্রিন্ট করে নিন।
বিঃদ্রঃ প্রিন্ট করার সময় অবশ্যই নেট কালেকশান রাখতে হবে না হলে কিন্তু নিচের মত পেজটা প্রিন্ট হবে না উপরের টা প্রিন্ট হয়ে যাবে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
vi apni ki Qatar jaoar try marchen naki already qater e achen 😀 kaje lagbe oneker thanku 😀