রিলিজ পেল ফায়ারফক্স 4 beta 1 (অসাধারণ সব ফিচার নিয়ে)

সত্যি অসাধারণ সব ফিচার নিয়ে রিলিজ পেল ফায়ারফক্স ৪ বেটা ১। ফায়ারফক্সের এই ভার্সন আগের সব ভার্সন থেকে দ্রুত পেজ লোড করতে পারে, দেখতেও জোটিল। না ব্যবহার করলে বুঝতে পারবেন না যে আসলে এটা কি জিনিস। তবে ফুল ভার্সন রিলিজ পেতে আরও দেরী হবে তাই একবার এইটাই চালাই দেখেন, মজা ছাড়া আর কিচ্ছু পাইবেন না। আমি খুব মজা পাইতাছি। আপনি নিচের লিংক থেকে ডাউনলোড করেন এবং ফায়ারফক্সের ওয়েবসাইটে দেখেন কি কি যোগ করা হয়েছে (বিদ্যুৎের জালায় শেষ, তাই খুব কম লিখলাম, আপনি ডাউনলোড করে দেখেন) নিচে একটা পিকচার দিলাম।
firefox4b1

Level 0

আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তাহলে তো এখনই ডাউনলোড দিত হইব। সেয়ার করার জন্য ধন্যবাদ

    ব্যবহার কইরা কমেন্ট মাইরেন…… 🙂

শুধু মজা আর মজা। ধন্যবাদ অদ্ভুত সাহেব

    জি, মজা আর মজা। আপনাকেও ধন্যবাদ

Level 0

অদ্ভুত ভাই, ডাউনলোড দিয়ে সেটআপ দিলাম ,দারুণ কিন্তু বুকমার্ক json ফাইল সেভ হয না ধন্যবাদ………।

    কি জানি কি সমস্য হইছে, আপনি তাদের সাইটে ফিডবেক করেন।

Level 0

ক্রোমের স্টাইল করল নাকি !!!!!!!!
😀 😀 😀

    কি আর করা…. স্টাইল খুইজা পায় নাই 🙂 🙂 🙂

ডাউনলোজ দিলাম………দেখি ব্যবহার….করে

Level 0

ভালই লাগল!!!!

    শুধুই কি ভাল…. আমার কাছে জোস লাগতেছে… 🙂

হূমম ব্যাবহার করি নাই এখনো, করে দেখি। ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ…… ভালো লাগলে জানাইয়েন।

হুম ডাউনলোড দিয়ে নেই দেখি কি অবস্তা পরে জানাবো…ধন্যবাদ অদ্ভুত ভাইসাব

    মন্তুব্য করতে ভুইলা গেলে কিন্তু খেলতাম না…. 🙂

কমেটবার্ড সবচেয়ে ভাল। দ্রুতগতির চমৎকার ব্রাউজার।
http://download.cometbird.com/download/CometBird.en-US.installer.exe

    একমত।
    কমেটবার্ড ভাল লাগছে ফায়ারফক্স এর মত তাই।

    ভাইয়েরা ফায়ারফক্সের নতুন এই ভার্সনটা একটু ট্রাই মারেন, এটাও দ্রুতগতির।

ইউজ করা শুরু করলাম।আসলেই দারুন স্পিড আছে। তাই অনেক ধন্যবাদ।

টিউনের জন্য ধন্যবাদ, কিন্তু ভাই উবন্টু ভার্সন আছে নাকি থাকলে জানান। কারন আমি উবন্টু ব্যবহার করি।

    জি ভাই আছে……. আপনি ফায়ারফক্সের ওয়েবসাইটে খোজ নিন।

জোশ!!!!!! 😀 😀 ফ্যান-এসি-পাখা…..সব হয়ে গেলাম!!!!!! 😛 😛

    দেইখেন উইরা যাইয়েন না আবার…… 😛 😀 🙂

ফায়ার ফক্স যখন ব্যবহার করছি তখনতো একবার টেষ্ট করাই লাগে,ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ফায়ারফক্স ব্যবহার করার জন্য ধন্যবাদ…. 😀

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ, ফায়ারফক্স চালান মজা আছে……

ভাই কি জিনিশ দিলেন,মাথা তো নস্ট হইয়া গেলো,ধইন্ন্যা

    ভাই তারাতরি ধইন্ন্যা দিয়া ভর্তা বানাই খাইয়া ফালান……… 😀 😀 😀

ভাই ভাল হয়েছে,ধন্যবাদ।একটার পরে একটা আসবে এতটা আবেগপ্রবন হওয়ার কিছু নাই।ভাল থাকবেন………………………..

    কি যে বলেন রে ভাই, এতদিন পর ফায়ারফক্স এত সুন্দর একটা ব্রাউজার ছাড়ল তারপরও আবেগপ্রবন হব না ……. 😛 😀

কমেটবার্ড দ্রুতগতির চমৎকার ব্রাউজার।

কমেটবার্ড দ্রুতগতির ব্রাউজার।

    যার কাছে যেটা ভাল লাগে রে ভাই….

Level 0

একবার দেখতে হয় যে, ধন্যবাদ আপনাকে।