এয়ারটেল এর হট অফার মাত্র ১৯ টাকাই ২ জিবি ২জি ডাটা নিয়ে নিন তারাতারি !!

কেমন আছেন বন্ধুরা ?

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এয়ারটেল এর  দারুন অফার মাত্র ১৯ টাকাই ২ জিবি ২জি ডাটা। তবে এই অফার টি সকল এয়ারটেল সিম আর জন্য না । শুধু মাত্র বন্ধ থাকা সিম এর অফার। আপনার যদি কোন বন্ধ থাকা সিম থাকে তবে আপনি পেতে পারেন ২ জিবি ২জি ডাটা একদম ফ্রীতে। আপনার সিম টি বন্ধ থাকা সিম এর অফারে আছে কিনা জানার জন্য যেকোনো এয়ারটেল নাম্বার এর এস এম এস অপসানে আপনার বন্ধ থাকা সিমের নাম্বার টি টাইপ করুন আর পাঠিয়ে দিন ৯০০০ নাম্বারএ। কোন চার্জ লাগবে না , আপনি জানতে পারবেন আপনার সিম টি বন্ধ সিম এর অফার এ আছে কিনা। যদি থকে তাহলে নাম্বার টিতে ১৯ টাকা লোড করুন তাহলে সাথে সাথে ৬৮২ এম বি ডাটা পেয়ে জাবেন । যেটা *৭৭৮*১৩# ডাইল করলে দেকতে পাবেন যার মেয়াদ পাবেন ৫ দিন । এখন আপনি যে তারিখে লোড করে এম বি টা পেলেন পরবর্তী মাসের একই তারিখের ভিতরে যদি আপনি আপনার মেইন বেলেঞ্চে থেকে ২৩ টাকার কথা বলেন  তাহলে আপনি পরবর্তী মাসের একই তারিখে আবার পাবেন ৬৮২ এম বি যারও মেয়াদ পাবেন ৫ দিন । পরবর্তী মাসও একই ভাবে continue করলে আপনি আবার পাবেন ৬৮২ এম বি ডাটা সম্পূর্ণ ফ্রি। এভাবে আপনি ৩ মাসে টোটাল ২ জিবি ২জি ডাটা ফ্রি পাবেন। অফার টি শেষ হবার এখনও কোন ডেট আসিনি। আসলে আপডেট করে দিব। ও এখানে কিন্তু আরও একটি অফার আছে, আপনি ১০ দিন পর পর ১৯ টাকা লোড করলে যেকোনো এয়ারটেল নাম্বার এ ২৫ পয়সা এবং অন্য অপারেটর নাম্বার এ ৬০ পয়সা করে কল রেট পাবেন রাত দিন ২৪ ঘণ্টা ।

কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

আজ এ পর্যন্ত ।

সভাই ভালো থাকবেন।

শুভ কামনা রইল সবার জন্য।

টিউনটি প্রথম এডুকেয়ারবিডি২৪ ব্লগ সাইট টি তে প্রকাশিত হয়েছে।

ধন্যবাদ।।

Level 0

আমি রাজিবুল ইসলাম।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি এম বি এ শেষ করে এখন Airtel Bangladesh Ltd. এ কর্মরত আছি। নিজে খুবই সামান্য যা জানি তা এডুকেয়ারবিড সহ টেকটিউনস, পিসি হেল্পলাইনে শেয়ার করি, এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করি। আমার একটা ব্লগ সাইট আছে, যদি সময় হয় তাহলে ঘুরে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার সিম বন্দ ছিলো তারপর এই অফার দেখে অপেন করে চেক করলাম আমি অফার পাবো কিনা তখন দেখলাম পাবো আমি ১৯ টাকা রিচাজ করলাম কিন্ত আমাকে এম্বি দেইনি কাস্টমার কেয়ারে কল করলাম কয়েকবার তারা একেক জনে একেক কথা বলে কেউ বলে আমি নাকি আগে 1gb ফ্রি অফার নিয়েছিলাম তাই পাবো না আবার আরেক জন বলে আমি নাকি এই মাসে পাবো না সমনের মাসে পাবো এরকম তিন চার বার কল করলাম একেক জন একেক কথা বলে এটা তাদের সার্ভিস আবার কিছু খন পর মেসেজ দিলো তাদের সার্ভিস ভালো লাগলে y এবং না লাগলে n লিখে মেসেজ করতাম এখন এদের কে কি করা দরকার মাথটা পুরাই গরম করে দিলো। তাই সিম আগে যে অবস্থাই ছিলো সে অবস্থাই রেখে দিলাম।

    @rhriyad:
    ভাই আপনার নাম্বার টা দেন। আপনি যদি অফার এর আওতায়ে থাকেন আপনি অবশ্যই পাবেন। ধন্যবাদ

Level 0

এয়ারটেল আমাদের অর্থাৎ বাংলাদেশীদের সাথে বাটপারি শুরু করেছে। আমার বন্ধ এয়ারটেল সিমটি চেক করে ফিরতি মেসেজে দেখতে পেলাম যে সিমটি এই অফারের অন্তর্ভুক্ত। কথা মত ১৯টাকা রিচার্জ করলাম, কিন্তু কোন এমবিই পেলাম না। কাস্টমার কেয়ারে আলাপ করলে ওরা জানালো আমার সিমটি নাকি এই অফারের অন্তর্ভুক্ত নয়। অথচ অফার চেকের ফিরতি এস এম এসটিতে ঠিকই দেখাচ্ছে যে- আমার বন্ধ এয়ারটেল সিমটি এই অফারের মধ্যেই রয়েছে। বাটপার এয়ারটেলের ধোঁকাবাজি অফার থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল।

    @SamuraixBD:
    ভাই আপনার নাম্বার টা দেন। আপনি যদি অফার এর আওতায়ে থাকেন আপনি অবশ্যই পাবেন। ধন্যবাদ

এবার মনে হয় ফ্রি নেট কারবারিদের ব্যাবসা বন্ধ হবে।

Level 0

[url=http://proxybd.tk]proxybd.tk[/url]

Level 0

ভাই আমার নাম্বার 01684230100

    @rhriyad:
    ভাই আপনার নাম্বার টি অফার এ আছে। আপনি ৭৮৬ এ ফোন করে বলেন লিখিত কমপ্লেইন নেওয়ার জন্য। কমপ্লেইন নিলে একটা কমপ্লেইন নাম্বার আপনার মোবাইল এস এম এস আকারে আসবে। সেটা সংরক্ষণ করবেন। আপনি অবশ্যই মেগাবিট পাবেন। ধন্যবাদ

Level 0

বাটপার এয়ারটেল… আমার সিম এই অফারের আওতাভুক্ত কিন্তু আমি MB পেলাম না। এয়ারটেল এর আগে বন্ধ সিমে 1 GB ও 200 MB এর অফার দিছিল, তখনও কোন MB পাইনি।

Level 0

এয়ারটেল হল বাংলাদেশের সেরা বদ
কোম্পানি ! GP টাকা বেশি নিলেও
সার্ভিস ভাল দেয় । কিন্তু ওই
শালারা সার্ভিসও দেয় না ।

Level 0

আমি SIM গুলো আমি বগুড়া customer
care হতে কিনেছিলাম । আর আমার
নামে, আমার ID card, Photo
দিয়ে কেনা ছিল। আমি একবার SIM
গুলো হারিয়ে ফেলি। যেহেতু
আমার নামে, আমার ছবি দিয়ে SIM
কিনেছিলাম। তাই SIM
গুলো দিয়ে কেউ যেন
কোনো খারাপ কাজ
করতে না পারে এই
ভয়ে বগুড়া থানায়
জিডি করেছিলাম । এখন SIM
গুলো যেহেতু অন্যদের
নামে registration করা তাই ঐ ভয় আর নাই।
আমি SIM গুলো ব্যবহার করতাম না।
কিন্তু মনের মদ্ধে ভয় ছিল SIM
গুলো নিয়ে। কারন নিজের
নামে registration করা SIM তো তাই ।
আমি ইচ্ছা করলে SIM গুলো documents
দিয়ে তুলতে পারব। বগুড়া customer
care যত কথাই বলুক। কিন্তু তুলব না।
আর রেজিস্ট্রেশন করা SIM
নিয়া জিডি করতে চাই না।
আমার নামে registration
না থাকলে কি থানা আমাকে জিডি করতে দিত?
থানা আমার কাগজ দেখেই
তো জিডি নিয়েছিল , তাই না?
আবার তারাও আমার নামে registration
আছে দেখেই Bogra customer care SIM
replacement করে দিয়েছিল । আমার
কাছে প্যাকেট, registration Form,
replacement paper সব আছে। এখন আমি GP
ব্যবহার করছি। তাছাড়া Airtel এর
network coverage ও ভালো না। তাই
বেচে গেছি জিডি এর
ঝামেলা থেকে।
আমার খারাপ লেগেছে এই Airtel operator
এর কান্ড দেখে। যে SIM
গুলো তারা একটু বেশি দিন বন্ধ
দেখতাছে ঐ গুলো তারা ভিন্ন
নামে বাজারে ছেড়ে দিচ্ছে,
নতুন SIM এ তো সরকারকে নতুন
করে ভ্যাট-ট্যাক্স দিতে হতো।
আর পপুরনো SIM e তো আর
তা দিতে হচ্ছে না। যার
ফলে আমাদের সরকার তথা আমাদের
দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ
রাজস্ব। আর airtel দিচ্ছে ভ্যাট
ফাঁকি। কারন তারা পুরনো SIM ই
বাজারে ছাড়ছে। আমাদের
সরকারের এই বিষয়ে নজর দেয়া দরকার।
অন্য কোনো operator এই কাজ
করলে তাদেরও শাস্তির
ব্যবস্থা করা দরকার। কারন
যে কম্পানি রাজস্ব
ফাঁকি দিতে চায় তার motive কখনোই
ভালো হতে পারে না।