কেমন আছেন বন্ধুরা ?
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এয়ারটেল এর দারুন অফার মাত্র ১৯ টাকাই ২ জিবি ২জি ডাটা। তবে এই অফার টি সকল এয়ারটেল সিম আর জন্য না । শুধু মাত্র বন্ধ থাকা সিম এর অফার। আপনার যদি কোন বন্ধ থাকা সিম থাকে তবে আপনি পেতে পারেন ২ জিবি ২জি ডাটা একদম ফ্রীতে। আপনার সিম টি বন্ধ থাকা সিম এর অফারে আছে কিনা জানার জন্য যেকোনো এয়ারটেল নাম্বার এর এস এম এস অপসানে আপনার বন্ধ থাকা সিমের নাম্বার টি টাইপ করুন আর পাঠিয়ে দিন ৯০০০ নাম্বারএ। কোন চার্জ লাগবে না , আপনি জানতে পারবেন আপনার সিম টি বন্ধ সিম এর অফার এ আছে কিনা। যদি থকে তাহলে নাম্বার টিতে ১৯ টাকা লোড করুন তাহলে সাথে সাথে ৬৮২ এম বি ডাটা পেয়ে জাবেন । যেটা *৭৭৮*১৩# ডাইল করলে দেকতে পাবেন যার মেয়াদ পাবেন ৫ দিন । এখন আপনি যে তারিখে লোড করে এম বি টা পেলেন পরবর্তী মাসের একই তারিখের ভিতরে যদি আপনি আপনার মেইন বেলেঞ্চে থেকে ২৩ টাকার কথা বলেন তাহলে আপনি পরবর্তী মাসের একই তারিখে আবার পাবেন ৬৮২ এম বি যারও মেয়াদ পাবেন ৫ দিন । পরবর্তী মাসও একই ভাবে continue করলে আপনি আবার পাবেন ৬৮২ এম বি ডাটা সম্পূর্ণ ফ্রি। এভাবে আপনি ৩ মাসে টোটাল ২ জিবি ২জি ডাটা ফ্রি পাবেন। অফার টি শেষ হবার এখনও কোন ডেট আসিনি। আসলে আপডেট করে দিব। ও এখানে কিন্তু আরও একটি অফার আছে, আপনি ১০ দিন পর পর ১৯ টাকা লোড করলে যেকোনো এয়ারটেল নাম্বার এ ২৫ পয়সা এবং অন্য অপারেটর নাম্বার এ ৬০ পয়সা করে কল রেট পাবেন রাত দিন ২৪ ঘণ্টা ।
কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
আজ এ পর্যন্ত ।
সভাই ভালো থাকবেন।
শুভ কামনা রইল সবার জন্য।
টিউনটি প্রথম এডুকেয়ারবিডি২৪ ব্লগ সাইট টি তে প্রকাশিত হয়েছে।
ধন্যবাদ।।
আমি রাজিবুল ইসলাম।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি এম বি এ শেষ করে এখন Airtel Bangladesh Ltd. এ কর্মরত আছি। নিজে খুবই সামান্য যা জানি তা এডুকেয়ারবিড সহ টেকটিউনস, পিসি হেল্পলাইনে শেয়ার করি, এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করি। আমার একটা ব্লগ সাইট আছে, যদি সময় হয় তাহলে ঘুরে...
আমার সিম বন্দ ছিলো তারপর এই অফার দেখে অপেন করে চেক করলাম আমি অফার পাবো কিনা তখন দেখলাম পাবো আমি ১৯ টাকা রিচাজ করলাম কিন্ত আমাকে এম্বি দেইনি কাস্টমার কেয়ারে কল করলাম কয়েকবার তারা একেক জনে একেক কথা বলে কেউ বলে আমি নাকি আগে 1gb ফ্রি অফার নিয়েছিলাম তাই পাবো না আবার আরেক জন বলে আমি নাকি এই মাসে পাবো না সমনের মাসে পাবো এরকম তিন চার বার কল করলাম একেক জন একেক কথা বলে এটা তাদের সার্ভিস আবার কিছু খন পর মেসেজ দিলো তাদের সার্ভিস ভালো লাগলে y এবং না লাগলে n লিখে মেসেজ করতাম এখন এদের কে কি করা দরকার মাথটা পুরাই গরম করে দিলো। তাই সিম আগে যে অবস্থাই ছিলো সে অবস্থাই রেখে দিলাম।