আমার প্রিয় টেকটিউনস্-এ এটি আমার প্রথম টিউন।
আমার গ্রামে T&T কানেকশন নেই। তাই ফ্যাক্স করার জন্য ফ্যাক্স মেশিন ব্যবহার করা ছাড়া অন্য কোন বিকল্প পন্থা খোঁজাখুজি করছি অনেকদিন যাবৎ।
ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স পাঠানোর ব্যাপারে এতদিন খোঁজাখুজির পর গত সপ্তাহে বাংলাদেশের একটি ওয়েবসাইট পেলাম যেটি মোটামুটি আমার প্রত্যাশিত চাহিদাগুলো পূরণে সক্ষম, উল্লেখযোগ্য হচ্ছে ক্রেডিট কার্ড এবং অনলাইন পেইমেন্টের অন্যান্য যে সকল পন্থা রয়েছে তার মাধ্যমে লেনদেন করাটা আমার দিক থেকে প্রায় অসম্ভব অথবা যদিও সম্ভব হয় তাহলে অনেক অনেক ঝামেলা পোহাতে হবে যা ভেবে আর এ বিষয়ে অগ্রসর হতে ইচ্ছে হবে না।
সাইটটির লিংক- http://www.winuxsoftltd.com/pc_fax_service.html
সাইটে ঘাটাঘাটি করে এবং ওদের সাথে যোগাযোগ করে যা বুঝলাম তা হলো-
এই সাইটের মাধ্যমে পিসি থেকে ফোন লাইন কানেকশন ছাড়াই ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের অনেকগুলো দেশে কম খরচে ফ্যাক্স পাঠানো যাবে, Fax Rate দেখুন এই লিংকে-
http://www.winuxsoftltd.com/efax_rate.php
ফ্যাক্স মেশিনের কোন প্রয়োজন নেই
শুধুমাত্র সফলভাবে প্রেরিত ফ্যাক্স-এর জন্য চার্জ প্রদান
অটোমেটিক ই-মেইল রিপোর্ট
কোন মাসিক চার্জ নেই
একটি ফ্যাক্স একই সাথে সর্বোচ্চ ১০০ জনের কাছে প্রেরণ করার সুবিধা
এই সাইটটির মাধ্যমে ফ্যাক্স পাঠাতে চাইলে প্রথমে ওদের অধীনে একটি একাউন্ট খুলতে হবে, একাউন্টের জন্য তাদেরকে ২,০০০/- টাকা দিতে হবে, এর মধ্যে ১,০০০/- টাকা তাদের ফী বাবদ আর বাকী ১,০০০/- টাকা থাকবে ফ্যাক্স পাঠানোর জন্য ব্যালেন্স হিসেবে। উক্ত ব্যালেন্স থেকে প্রতিটি ফ্যাক্স পাঠানোর পর নির্ধারিত টাকা কাটা হবে। ব্যালেন্স শেষ হয়ে গেলে আবার ন্যূনতম ৫০০/- টাকা করে রিফিল করা যাবে।
ওদের ব্যাংক একাউন্টে অথবা সরাসরি ওদের অফিসে গিয়ে পেইমেন্ট করা যাবে।
ব্যাংক একাউন্টের বিস্তারিত এই লিংকে- http://www.winuxsoftltd.com/pay_now.html
(ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স পাঠানো সম্বন্ধে আপনারা যা জানেন আশা করি অবশ্যই তা এই টপিকে শেয়ার করবেন। আর এই পদ্ধতিটি কেমন লাগলো সে বিষয়ে মন্তব্য করবেন।)
আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানার নেশায়...
ব্যবসা জমবে না,ফ্যাক্স-এর সেই দিন আর নাই