ইন্টারনেট ফ্যাক্সিং (ই-ফ্যাক্স) ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স পাঠানো

আমার প্রিয় টেকটিউনস্-এ এটি আমার প্রথম টিউন।

আমার গ্রামে T&T কানেকশন নেই। তাই ফ্যাক্স করার জন্য ফ্যাক্স মেশিন ব্যবহার করা ছাড়া অন্য কোন বিকল্প পন্থা খোঁজাখুজি করছি অনেকদিন যাবৎ।
ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স পাঠানোর ব্যাপারে এতদিন খোঁজাখুজির পর গত সপ্তাহে বাংলাদেশের একটি ওয়েবসাইট পেলাম যেটি মোটামুটি আমার প্রত্যাশিত চাহিদাগুলো পূরণে সক্ষম, উল্লেখযোগ্য হচ্ছে ক্রেডিট কার্ড এবং অনলাইন পেইমেন্টের অন্যান্য যে সকল পন্থা রয়েছে তার মাধ্যমে লেনদেন করাটা আমার দিক থেকে প্রায় অসম্ভব অথবা যদিও সম্ভব হয় তাহলে অনেক অনেক ঝামেলা পোহাতে হবে যা ভেবে আর এ বিষয়ে অগ্রসর হতে ইচ্ছে হবে না।

সাইটটির লিংক- http://www.winuxsoftltd.com/pc_fax_service.html

সাইটে ঘাটাঘাটি করে এবং ওদের সাথে যোগাযোগ করে যা বুঝলাম তা হলো-

এই সাইটের মাধ্যমে পিসি থেকে ফোন লাইন কানেকশন ছাড়াই ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের অনেকগুলো দেশে কম খরচে ফ্যাক্স পাঠানো যাবে, Fax Rate দেখুন এই লিংকে-
http://www.winuxsoftltd.com/efax_rate.php

ফ্যাক্স মেশিনের কোন প্রয়োজন নেই

শুধুমাত্র সফলভাবে প্রেরিত ফ্যাক্স-এর জন্য চার্জ প্রদান

অটোমেটিক ই-মেইল রিপোর্ট

কোন মাসিক চার্জ নেই

একটি ফ্যাক্স একই সাথে সর্বোচ্চ ১০০ জনের কাছে প্রেরণ করার সুবিধা

এই সাইটটির মাধ্যমে ফ্যাক্স পাঠাতে চাইলে প্রথমে ওদের অধীনে একটি একাউন্ট খুলতে হবে, একাউন্টের জন্য তাদেরকে ২,০০০/- টাকা দিতে হবে, এর মধ্যে ১,০০০/- টাকা তাদের ফী বাবদ আর বাকী ১,০০০/- টাকা থাকবে ফ্যাক্স পাঠানোর জন্য ব্যালেন্স হিসেবে। উক্ত ব্যালেন্স থেকে প্রতিটি ফ্যাক্স পাঠানোর পর নির্ধারিত টাকা কাটা হবে। ব্যালেন্স শেষ হয়ে গেলে আবার ন্যূনতম ৫০০/- টাকা করে রিফিল করা যাবে।

ওদের ব্যাংক একাউন্টে অথবা সরাসরি ওদের অফিসে গিয়ে পেইমেন্ট করা যাবে।

ব্যাংক একাউন্টের বিস্তারিত এই লিংকে- http://www.winuxsoftltd.com/pay_now.html

(ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স পাঠানো সম্বন্ধে আপনারা যা জানেন আশা করি অবশ্যই তা এই টপিকে শেয়ার করবেন। আর এই পদ্ধতিটি কেমন লাগলো সে বিষয়ে মন্তব্য করবেন।)

Level 0

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানার নেশায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ব্যবসা জমবে না,ফ্যাক্স-এর সেই দিন আর নাই

    ব্যবসাটাকে বড় করে দেখছেন কেন, যেসব এলাকায় T&T এর সংযোগ নেই তাদের বিভিন্ন প্রয়োজনে ফ্যাক্স করার জন্য অনেক ক্ষেত্রে বেশ দূরবর্তী স্থানে গিয়ে ফ্যাক্স করতে হয়, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটি বেশ ভালো কাজে দেবে। আর যেখানে T&T -এর সংযোগ আছে সেখানেও এটি বেশ গ্রহণযোগ্য হতে পারে কারণ পিসি আর ইন্টারনেট সংযোগ থাকলে এক্ষেত্রে ফ্যাক্স মেশিন কিনতে হচ্ছে না এবং বিভিন্ন দেশে ফ্যাক্স সেন্ডিং-এর রেটও তুলনামূলকভাবে বেশ কম।

Level 0

আপনি একটু খুজলেই ইন্টারনেটে অনেক ফ্রী পাঠানোর সাইট পাবেন। যেমন, http://www.myfax.com/free/ এই সাইটটি থেকে আপনি ৩০টিরও বেশি দেশে প্রতিদিন ২টা করে ১০ পাতার ফ্যাক্স পাঠাতে পারবেন। নিচের লিঙ্কটি দেখুন, এখানে ফ্রী ফ্যাক্স পাঠানোর আরো কিছু সাইটের লিস্ট আছে। আশাকরি কাজে আসবে।

http://fax.1888usa.com/

ধন্যবাদ

    আমি দেখেছি এই সাইটগুলো কিন্তু এগুলোর একটিতেও যেই দেশগুলোতে সাধারণত ফ্যাক্স পাঠানোর বেশি প্রয়োজন পড়ে সেগুলোতে পাঠানোর সুবিধা নেই।
    Thanks.

    Level 0

    http://www.myfax.com/free/ এই সাইট থেকে যেসব দেশে ফ্যাক্স পাঠানো যায় তার লিস্ট নিচে দিলাম। যেসব দেশে সাধারনত ফ্যাক্স পাঠানোর দরকার হয় তার প্রায় সবগুলোই এখানে আছে।

    Argentina
    Australia
    Austria
    Belgium
    Brazil
    Canada
    Chile
    China
    Cyprus
    Czech Republic
    Denmark
    Estonia
    Finland
    France
    Germany
    Greece
    Hong Kong
    Hungary
    Iceland
    Ireland
    Israel
    Italy
    Japan
    Korea R (South)
    Luxembourg
    Malaysia
    Netherlands
    New Zealand
    Norway
    Poland
    Portugal
    Puerto Rico
    Russia
    Singapore
    Spain
    Sweden
    Switzerland
    Taiwan
    Thailand
    United Kingdom
    United States

    ধন্যবাদ

motamito balo news

Level 0

ভাই আপনি হয়তো এটার সাথে জড়িত তাই এতো গুনোগান. . .T&T রেট থেকে এটা কত বেশী তা নিশ্চই আপনার অজানা নয়।মানছি কিছু মাইনকা চিপায় পরা মানুষের কাজে আসবে কিন্তু তার সংখ্যা এতোই নগন্য যে /// উপস্. . .মাত্র মাথায় এলো. . এটির টার্গেট কাস্টমার আসলে নাগরিক জনগনই,যাদের ব্যবসাইক প্রয়োজনে ফ্যাক্স করতে হয় এবং নানা জটিলতায় T&T লাইন এথনো নিয়ে উঠতে পারেনি।দুখি:ত আমি ভুল বলেছি,ব্যবসা জমবে।আর পিসি , T&T সংযোগ + ৬০০ টাকার ডায়লে আপ মডেম থাকলে ফ্যাক্স মেশিন এমনিও না কিনলে চলে, উইন্ডোজের সাথেই ফ্যাক্স করার সফটওয়্যার দেয়া আছে।
ফ্যাক্স জিনিসটা এই প্রযুক্তির যুগে বড্ড বেমানান,তবুও বেটা কেমনে যেনো টিকে আছে,আশা করি বেশি দিন লাগবেনা টেলিগ্রাফ যন্ত্রের মতো যাদুঘরে স্থান পেতে।
মোবাইল দিয়ে ফ্যাক্স করার প্রযুক্তি জানা থাকলে কেউ টিউন করুন।

    আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি এটার সাথে মোটেও জড়িত নই। আর T&T রেট -টা আমি আসলে একদমই জানিনা। কিন্তু আমি নিজে যখন শহর থেকে দুবাই একটি ফ্যাক্স পাঠিয়েছিলাম তখন তার বিল দিতে হয়েছিল ১৫০/- টাকা সেই কথাটি মাথায় রেখে আমি বলেছি যে এর রেট কম। আর ভাই, আপনি কি কোনভাবে T&T -র রেট-টা আমাকে দিতে পারেন? দিতে পারলে উপকৃত হতাম।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

ফ্যাক্স-এর চাহিদা আগের মত নাই , তারপর ও ধন্যবাদ ।

Level 0

send fax for free to over 40 countries ইন্টারনেটের মাধ্যমে মাগনা ফ্যাক্স পাঠান http://www.myfax.com/free/

Any actual person may use the Site to send up to two (2) free faxes per day, each fax not to exceed nine (9) pages in length (plus the cover page.) and not to exceed 10MBs in size (hereafter referred to as the “Services”). You may use the Services as part of your personal or business correspondence.

    এটি আমিও আগে দেখেছি, কিন্তু এতে মোটের ওপর যেই দেশগুলোতে ফ্যাক্স করার মূলত প্রয়োজন পড়ে তার একটিও নেই।
    T&T-র রেট -টা কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে ভাইজান।
    ধন্যবাদ।

হুম কাজে লাগবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ। আসলেই প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করেন তাদের জন্য এটা মাইলফলক হতে পারে। 🙂

ফ্যাক্স নিয়ে আমারও কিছু জানার ইচ্ছে ছিল। উপরুক্ত আলোচনা থেকে কিছুটা আঁচ করতে পারছি। তিতাস আপনাকে ধন্যবাদ।

প্রথম টিউন তাই অভিনন্দন।

সাধারনত ফ্যাক্সের জন্য আলাদা রেট হয় না।আপনি যে নাম্বারে ফ্যাক্স করবেন ওই নাম্বারের কল রেটটিই ফ্যাক্স রেট।১টি পাতা পাঠাতে ১০ মিনিট লাগলে আর প্রতি মিনিট ১০ টাকা হলে আপনার বিল হবে ১০০ টাকা।কিন্তু অন্য সময়ে যদি ১২ মিনিট লেগে থাকে তাহলে হয়ত বিল হবে ১২০ টাকা।আশা করি বুঝাতে পেরেছি।