Secure-GAppProxy ইন্সটল ও ব্যবহার পদ্ধতি ।

আসসালামু আলাইকুম ।  আশা করি ভাল আছেন ।

Secure-GAppProxy ইন্সটল  পদ্ধতিঃ

১। প্রথমে আমরা Google App Engine Create করব ।

এখানে যান । আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগ ইন করুন ।  Application Indentifier  এর ঘরে আপনার পছন্দমত একটি নাম লিখুন এবং Check Availability তে ক্লিক করুন । যদি আপনার পছন্দের নামটি Available থাকে তো Application Title দিন এবং Create Application ক্লিক করুন । ( আমি এই টিউনে Application ID – isphacking  ব্যবহার করেছি ) ।

Application Registered Successfully  ম্যাসেজ দেখাবে । এখানে App ID- isphacking

২। এখান থেকে Python msi  ডাউনলোড করে আপনার পিসিতে ইন্সটল দিন ।

৩। এখান থেকে Secure-GAppProxy ডাউনলোড করে extract করুন ।

৪। এবার uploader ফোল্ডার থেকে uploaderexe এ ডাবল ক্লিক করুন । DOS ওপেন হলে , নিচের ছবির মত  আপনার GAE application ID লিখুন [ এক্ষেত্রে  isphacking ] এবং Enter চাপুন । পাসওয়ার্ড লিখুন Enter চাপুন ।আবারও কনফার্ম পাসওয়ার্ড লিখুন Enter চাপুন । এবার ইমেইল চাইলে , যে জিমেইল একাউন্ট দিয়ে Google App Engine Create করেছিলেন সে Email Address  লিখুন এবং Enter চাপুন । এবার ঐ Email এর Password লিখুন এবং Enter চাপুন (Password Show করবে না ) ।Deploy সম্পন্ন করতে কিছুক্ষন অপেক্ষা করুন । [ কাজগুলো করার জন্য নেট কানেকশন দরকার ]

Deploy সম্পন্ন হলে নিচের মত ম্যাসেজ দেখাবে । Enter চাপুন ।

Secure-GAppProxy ব্যবহার পদ্ধতিঃ

১। localproxy ফোল্ডার থেকে proxy_gui ওপেন করুন । এবার Fetch Server এ আপনার GApp সার্ভার লিখুন ।  এক্ষেত্রে isphacking.appspot.com   মনে করুন আপনার GApp আইডি ছিল techtunes  , তাহলে Fetch Server হবে techtunes.appspot.com

২। Remember password এ ক্লিক করুন । এবার save and apply এ ক্লিক করুন । ব্রাউজার এ 127.0.0.1:8000  সেট করুন ।

IHQ/SS/PP+ Secure-GAppProxy ব্যবহার পদ্ধতিঃ

১। আপনি যদি  আলাদা কোন প্রক্সি টুলস যেমন – Simple Server , XT181PP, Inject Header Query ইত্যাদির পাশাপাশি Secue- GappProxy ব্যবহার করতে চান । তাহলে ঐ টুলসগুলোতে  যে Local Proxy Host এবং Local Proxy port ব্যবহার করা হয়েছে তা সরাসরি  ব্রাউজারে না সেট করে proxy_gui  এ বসাতে হবে । ধরে নিলাম Simple Server , XT181PP, Inject Header Query এ লোকাল পোর্ট 8080 . তাহলে proxy_gui  এ নিচের মত সেটিং করুন ।

২। ব্রাউজার এ 127.0.0.1:8000  সেট করুন ।

বিঃ দ্রঃ ফেসবুক ব্যবহারের জন্য আপনাকে Google Chrome ব্যবহার করতে হবে । সার্টিফিকেট Error সমাধান করার জন্য আপনাকে অবশ্যই নিচের এই কাজটি করতে হবে ।

Google Chrome এর Shortcut থেকে Properties এ যান । Target এর ঘরে একেবারে শেষে একটি স্পেস দিয়ে --ignore-certificate-errors --allow-running-insecure-content  যোগ করুন ।

নিচের মত -

"C:\Users\zahid islam\AppData\Local\Google\Chrome\Application\chrome.exe" --ignore-certificate-errors --allow-running-insecure-content

এখন থেকে Secure-GAppProxy  ব্যবহার করার জন্য  proxy_gui ওপেন করুন এবং start serving at localhost:8000 ম্যাসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ke kaje eti babohar kora hoi bolle valo hoto

জাহিদ ইসলাম আপনাকে ধন্যবাদ। আমি আপনার Portable Proxy এখনো ব্যবহার করি। ভাল speed পাচ্ছি । ২০০+ MB ডাউনলোড হয় প্রতি ঘন্টায়।

ধন্নবাদ । জাহিদ ভাই । তবে আগের System এ ই ভালো Speed পাচ্ছি । 1 Hour=500 MB 🙂

    Level 0

    @টিজে সাকিল: আপনার pp or simple server টা কি আমাকে দেওয়া যাবে ?

    @টিজে সাকিল:

    সাকিল ভাই আপনার নেটের Speed কত ? ৫১২ KBPS অর ১ MB ?

ভাই এই কাজ গুলা কি ফ্রী নেট মানে gpwap দিয়ে করা যাবে নাকি gunine নেট কানেশন লাগবে।আর এইটা কি apn:gpinternet দিয়ে সব সাইট চালানোর ট্রিক নাকি???

zahid vai purai aswm

details bolen

Level New

জাহিদ ভাই আপনার সাইট এর Address কি?

ভাইয়া utorrent কি করে proxy debo???

an attempt was made to acess a socket in a way forbidden by its acess permissions– এইরকম error দেখায়।।

Level 0

ধন্যবাদ …. বস্ । সমস্যাটার সমাধান করলাম।