আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা সবাই জানি আগামীকাল ১৭ মে এস.এস.সি পরীক্ষার রেজাল্ট দেয়া হবে, কিন্তু যেদিন এস.এস.সি পরীক্ষার রেজাল্ট দিবে সেদিন নেটের অবস্থা আর বলতে হবে না এমন ভাবে সার্ভার ডাউন হয় রেজাল্ট দেখা কোন উপায় থাকে না। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু সাইট যা আপনি নেট ডাউন থাকলে ও রেজাল্ট দেখতে পারবেন!
প্রথমে এখান ক্লিক করুন আর সরাসরি তাদের ওয়েব সাইটে যেতে হলে এখানে ক্লিক করুন।
এবার রোল নং , Examination এবং বোর্ড select করে Submit Button এ ক্লিক করে ফলাফল সংগ্রহ করে নিন।
আর মোবাইল থেকে SMS-এর মাধ্যমে SSC পরীক্ষার্থীদের ফলাফল পেতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
আপনার মোবাইল Massage অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য DHAKIL লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে রোল নম্বর পাশের সন লিখে Send করুন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
যেমন/ Example/উদাহরনঃ-
SSC first 3 latter of your board name Roll No Passing year
পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
বোর্ডের নামের প্রথম তিন ডিজিটঃ
COM = কুমিল্লা
MAD = মাদ্রাসা
DHA = ঢাকা বোর্ড
RAJ = রাজশাহী
JES = যশোর
CHI= চট্টগ্রাম
BAR = বরিশাল
SYL = সিলেট
DIN = দিনাজপুর
আর কিভাবে আপনার সাইটে পরীক্ষার ফলাফল দেখার বক্স যুক্ত করবেন এই টিউনটি দেখতে পারেন।
আশা করি টিটিতে যারা এবার পরীক্ষা দিয়েছে তারা A+ পাবে,
আর তাদের জন্য আমার পক্ষ থেকে অগ্রিম মিষ্টি!
আর গুগলে সার্চ দিয়ে ২টি সাইট পেলাম কাজের মনে হল তাই শেয়ার করলামঃ
১। লিঙ্কঃ
২। লিঙ্কঃ
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
এটাত Dakhil পরিক্ষা আলিম না। Alim এর জায়গায় মনে হয় Dakhil হবে।