ফ্রি নেট এবং আমার কিছু কথা

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ।আজকে বসে গেলাম জিপি সিম নিয়ে আলোচনায়। হয়ত অনেকে চমকে গেছেন! ফ্রি নেট!!! কেননা আমরা সবাই বিশ্বের এক নম্বর সোস্যাল নেটওয়্যাকিং এর সাথে যুক্ত। আমরা যেটা লিখি সেটাই সবাই বিশ্বাস করে।

আসল ঘটনায় আসি!
জিপিকে আমরা বা আপনারা সবাই মিলে বাঁশ দিতে চাই। কিন্তু জিপি কি বসে আছে কলা খাওয়ার জন্য!!! যখন একটি আইপি এড্রেস হ্যাক করে নেট ব্যবহার করছেন তখন ঐ আইপি এড্যেস এর উপর প্রচুর পরিমাণে চাপ পড়ে। তখন জিপির সফটওয়্যার এ্যালার্ম দেয়া শুরু করে। তাহলে অবশ্যই বুঝতে পারছেনে এ্যালার্স শুনে তারা কি করে? অবশ্যই তারা সেটা বন্ধ করে দেয়। আমাদের বোঝা উচিৎ যখন আমাদের সিনিয়র টিউনার ভাইরা টিউন করেন তখন তারা সেটা ব্যবহারের পর যখন দেখেন কাজ হয় না তখন আমাদের সাথে শেয়ার করেন। আসলেই কি আপনারা ফ্রি নেট এক ঘন্টার বেশী বা এক দিনের বেশী ব্যবহার করছেন?

হাজার টাকার একটা পিসি ব্যবহার করতেছেন 300 টাকা দিয়ে 1জিবি নেট কিনে চালাতে পারবেন না। তা কি হয়!!! বর্তমানে সিম কোম্পানীগুলো ইন্টারনেট এর উপর বেশী গুরুত্ব দিছে। কননা রতারা জানে জানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিনি দিন বৃদ্ধি পাছে। তারাও এটাকে কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভাই খুত খেয়ে পেট নষ্ট করার দরকার কি?
মাঝখান থেকে আমরা কলা দেখেই যাই কিন্তু খেতে আর পারি না!!!

Level 0

আমি Abdul Hakim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সাধারণ একজন মানুষ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফাইজলামির আর জায়গা পাননা আপনার সময়ের মূল্য না থাকতে পারে আমাদের আছে আর ১জিবি ত আমার ১ দিনে চলে যাবে বাকি দিন কি করব আমি প্রায় ১১০ দিনের মত ফ্রি নেট ইউস করতেছি ৩জি স্পীডে আর প্রায় পতি দিন ১৫-২০ গনটা ডাউনলোড দিয়ে থাকি

    @skynet: কিন্তু ভাই আপনারা যখন ফ্রি নেট এর টিউন করেন সেটা তো ১দিনের বেশী থাকে না। থাকলে তো বুঝতাম যে আমরা বাঘের বাচ্চা!!

    Level 0

    @skynet: vai, kindly process ta aktu bolben? ami koyekta try kore dekhechi, but parchi na 🙁

আপনার টিউন দেখে কমেন্ট করতে লগিন করলাম। আরে ভাই…. আপনিতো আদার ব্যবসায়ী, জাহাজের খবর লইতে যান ক্যান? ফ্রি নেট কি বুঝেন। কয়দিন ধইরা ইন্টারনেট চালান। মাসে ২০,০০০/- থেকে ২৫,০০০/- টাকা ইনকাম করি মাগার টাকা দিয়া নেট চালানোর সাহস পাই না, আর উনি কোথা থেকে জমিদার সাহেব এসেছেন, টাকা দিয়া নেট চালাইব। প্যাকেজ এর দাম চড়ার কারনে একটা গান ভাল লাগলেও ডাউনলোড দিতে সাহস পাইনা। আর ফ্রি নেট দিয়ে মাসে ২০-৩০ জিবি (গিগাইবাইট) ডাউনলোড করছি। আর আমি ফ্রি নেট দিয়া যতটুকু নেট ইউস করছি তা যদি আপনি কোটিপতির পোলা টাকা দিয়া ইউস করতে তাইলে ফকির হইয়া যাইতেন। তাই কিছু লিখার আগে ভালভাবে জেনে তারপর লিখবেন। আঙ্গুর ফল না খেতে পারলেই টক হয়। ধূর মেজাজটা খারাপ হইয়া গেল।

    @আবির আহমেদ: ভাই আপনারা করতে পানের আমি অস্বকীকার করি না। কেননা আমি নিজেও করছি। সমস্যাটা হলো এই জায়গায় আপনারা ব্যবহারের পর যখন তারা (জিপি) প্রক্্রি বন্ধ করে দেয় তখন টিউনার ভাইরা আমাদের সাথে শেয়ার করে। আমরা তো অনেক কষ্ট করে তাদের দেয়া নিয়ম অনুযায়ী কাজ কিন্তু ১ ঘন্টা পর রেজাল্ট দেখী জিরো। তখন কার মেজাজটা না গরম হয়? আপনি নিজেই বলেন? এতে আমি যে লেখাট লিখছি তাতে কোন দোষের কিছু দেখী না। পারলে এক মাসের জন্য ফ্রি নেট সবাইকে ব্যবহারের সুযোগ করে দিন তাহলে বুঝবো আপনি ঠিক আছেন!!!

    @আবির আহমেদ:
    ভাই আপনি কিভাবে ফ্রি নেট ব্যবহার করতেছেন আমাদেরকে কি অনুগ্রহ করে জানাবেন

Level 0

ব্যাটা এই টিউন টা করার জন্যই id খুলসে। ব্যাটারে ঝাঁটাইয়া বিদায় কর।

`জিপি সিম দিয়ে ফ্রি নেট ব্যবহার করুন” শিরোনামটি পাল্টাতে হবে।

Level 2

যত সব ফাইজলামি

Level New

300 taka diye jodi 1 mash santite net chalaite partam tahole obossoi kintam. 300 taka diya 1 gb kine seta 2 din o jayna. tutorial download, soft download,browsing soho amar mashe prai 20 gb lage. bt ato tk diya packages kina amader pokkhe somvob na.

কাম কাজ আজাইড়া পোস্ট করে।

Level 0

কি আর বলবো? উপরের সব কথাগুলোই রিপ্লে করলাম।

সবািইকে একটি কথা বলি “বই এর মোড়ক দেখে কখনো মন্তব্য করবেন না প্লিজ”

Level 0

ফ্রী নেট দিয়ে কোন দরকারি কাজ তো কেও করে না, সিনেমা, গান, ***** ছাড়া আর কি নামায়??

হাকিম ভাই, ফ্রি নেট ইউজ করা অবৈধ, এটা ভাল কাজ নয় জানি। কিন্তু তারপরও ইউজ করি, বাধ্য হই। যে পরিমাণ নেট ইউজ করতে হয় তা যদি এই উচ্চমূল্যের প্যাকেজ নিয়ে করতাম তাহলে জমি-জিরাত আর কিছুই থাকত না। যদি নেট বিল সীমার ভিতর থাকত তাহলে খোদার কসম ফ্রি নেটের কথা মুখেও আনতাম না। কিন্তু ভাইয়েরা যারা ফ্রি নেট বিরোধী তাদের কাছে একটা প্রশ্ন, ১৪ টাকায় ১জিবি ব্যান্ডউইথ কিনে ৩০০ টাকায় বিক্রি করা কতটা যুক্তি সংগত?
হ্যাঁ গ্রামীণফোন সরকারের কাছ থেকে ১৪ টাকায় ১ জিবি ব্যান্ডউইথ কিনে আর সেটা আমাদের মত গরীবদের কাছে বিক্রি করে ৩০০ টাকায়। আমরা নিরুপায়, তাই ফ্রি নেট ইউজ করি!!! কেন জানেন? আর মনে হয় প্রয়োজন নেই।

আমি অফিসে ফ্রী নেট ইউস করি ওয়াইফাই এ, বাসায় করি না উচ্চ মূল্যের ইন্টরনেট প্যাকেজ এর জন্য।