আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ।আজকে বসে গেলাম জিপি সিম নিয়ে আলোচনায়। হয়ত অনেকে চমকে গেছেন! ফ্রি নেট!!! কেননা আমরা সবাই বিশ্বের এক নম্বর সোস্যাল নেটওয়্যাকিং এর সাথে যুক্ত। আমরা যেটা লিখি সেটাই সবাই বিশ্বাস করে।
আসল ঘটনায় আসি!
জিপিকে আমরা বা আপনারা সবাই মিলে বাঁশ দিতে চাই। কিন্তু জিপি কি বসে আছে কলা খাওয়ার জন্য!!! যখন একটি আইপি এড্রেস হ্যাক করে নেট ব্যবহার করছেন তখন ঐ আইপি এড্যেস এর উপর প্রচুর পরিমাণে চাপ পড়ে। তখন জিপির সফটওয়্যার এ্যালার্ম দেয়া শুরু করে। তাহলে অবশ্যই বুঝতে পারছেনে এ্যালার্স শুনে তারা কি করে? অবশ্যই তারা সেটা বন্ধ করে দেয়। আমাদের বোঝা উচিৎ যখন আমাদের সিনিয়র টিউনার ভাইরা টিউন করেন তখন তারা সেটা ব্যবহারের পর যখন দেখেন কাজ হয় না তখন আমাদের সাথে শেয়ার করেন। আসলেই কি আপনারা ফ্রি নেট এক ঘন্টার বেশী বা এক দিনের বেশী ব্যবহার করছেন?
হাজার টাকার একটা পিসি ব্যবহার করতেছেন 300 টাকা দিয়ে 1জিবি নেট কিনে চালাতে পারবেন না। তা কি হয়!!! বর্তমানে সিম কোম্পানীগুলো ইন্টারনেট এর উপর বেশী গুরুত্ব দিছে। কননা রতারা জানে জানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিনি দিন বৃদ্ধি পাছে। তারাও এটাকে কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভাই খুত খেয়ে পেট নষ্ট করার দরকার কি?
মাঝখান থেকে আমরা কলা দেখেই যাই কিন্তু খেতে আর পারি না!!!
আমি Abdul Hakim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সাধারণ একজন মানুষ।
ফাইজলামির আর জায়গা পাননা আপনার সময়ের মূল্য না থাকতে পারে আমাদের আছে আর ১জিবি ত আমার ১ দিনে চলে যাবে বাকি দিন কি করব আমি প্রায় ১১০ দিনের মত ফ্রি নেট ইউস করতেছি ৩জি স্পীডে আর প্রায় পতি দিন ১৫-২০ গনটা ডাউনলোড দিয়ে থাকি