নিয়ে নিন ৫০ জিবি Cloud Storage সম্পূর্ণ ফ্রিতে। গুগল ড্রাইভ এবং ড্রপবক্স কে আজই ডিলিট করে দিন

আসসালামু আলাইকুম,

আমি সব সময়-ই আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। তাই আজকেও অনেক নতুন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। এখন হয়তো ভাবছেন এমন কি নতুন বিষয় আছে??? আসলে ব্যাপারটা তেমন নতুন নয় তবে 100% উপকার হবে আপনাদের।

আমরা সবাই Cloud Storage এর কথা জানি। কি মনে পড়ছে না??? আচ্ছা খুলে বলছি..........

আমরা google drive , copy.com, dropbox এরকম বিভিন্ন ধরনের cloud storage এর কথা জানি। তবে এই সকল cloud storage এ খুব বেশীি জিনিস রাখা যায় না। google drive এ ১৫ জিবি এবং dropbox এ ২ জিবি স্টোরেজ করা যায়। কিন্তু অনেক সময় আমাদের ফাইল বড় হওয়ার কারনে আরো জায়গা দরকার হয়। কিন্তু সেই জায়গার জন্য আমাদের হয়তো আরো একাউন্ট খুলতে হয় নয়তো ডলার পে করতে হয় স্পেস বাড়ানোর জন্য।

কিন্তু আমি আজ এমন একটি Cloud Storage এর কথা আপনাদেরকে বলবো,,, যাতে কোন ধরেনের ডলার ছাড়াই ৫০ জিবি পর্যন্ত স্টোরেজ করে রাখা যায়। সুতরাং আপনারা দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন জানার জন্য যে, কি সেই Cloud Storage এর ঠিকানা??? হ্যা বলে দিচ্ছি ওটা নাম মেগা.সিও.এনজেট অর্থাৎ

http://mega.co.nz

সুতরাং আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ

পূর্বে এখানে প্রকাশিত হয়েছে

আমার আউটসোর্সিং পেইজ এখানে

আমার অফিসিয়াল গ্রুপ

Level 0

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গুগল ড্রাইভ কে ডিলেট করে দিতে হবে?

    @Aslam: আপনার ইচ্ছা

    @Aslam: গুগল ড্রাইভ কিভাবে ডিলিট করব?

ভাল লাগলো তবে MEGA তে কিছু সমস্যা আছে যেটা গুগল ড্রাইভ এ নেই।

ডাইরেক্ট লিংক নিন….. 🙂

Level 0

Bhai, ma-er cheye j beshi ador kore se kinto daini hote pare,

আপনার এই স্টোরেজ পেস কেমন আমি জানি না তবে আমি আজ পর্যন্ত যত গুলো স্টোরেজ পেস দেখেছি তার মধ্যে ড্রপ বস্কই সেরা মনে হয়েছে। কেন জানেন? এখানে সব কিছু স্টোর করা খুবই সহজ শুধু নয়, রাখতে সময় লাগে না বললেই চলে যেখানে অন্য স্টোরেজগুলো এতো সময় নেয় যে স্টোর করার আগ্রহ কমে যায়।

vai tnx
tobe mega theke
dropbox best
r amar mediafire e 55gb ace tao free

haa haa how to delete Google Drive? LOL!

Emon free cloud storage 10000 ta paben google search dile r mega temon valo na kono file direct link naii er theke solidfiles much better signup korlei 50GB free.

ফাইল ডিলিট না হওয়ার সম্ভাবন কতটুকু।

অন্য যত কিছুই বেড় হোক না কেন, Google Drive is the best !! এটা প্রফেশনাল আর বিশ্বস্ত। এটা তো মুছা যাবেই না। কিন্তু অন্য গুলো জাস্ট টেস্টের জন্য ঠিক আছে। বেশি দিন এগুলো কাজ করে না। হঠাৎ করে ফাইল রিমুভ করে দেয়।