বেস্ট সফ্টওয়্যার সার্চ ইন্জিন

সার্চ ইন্জিনের মধ্যে গুগল সবচেয়ে বেশী জনপ্রিয়। তবে সফ্টওয়্যার সার্চ করার জন্য গুগলের চেয়ে ভাল ফলাফল পাওয়া যায় সফ্টওয়্যার ইনফরমার সার্চ ইন্জিনে। এতে খুব সহজেই সফ্টওয়ার খুঁজে বের করা যায়। কোন একটি সফ্টওয়্যারের নাম টাইপ করে এন্টার করলে একই ধরণের অসংখ্য সফ্টওয়ার এসে হাজির হবে। গুগল কিংবা অন্যকোন সার্চ ইন্জিন দিয়ে এ কাজটি এত সহজে করা যাবে না। এছাড়াও এদের রয়েছে এসআইক্লাইয়েন্ট নামের একটি সফ্টওয়ার। এটি কম্পিউটারে সেটাপ করা থাকলে কম্পিউটারে ব্যবহৃত সফ্টওয়ারগুলোর নুতন ভার্সন অনলাইনে আসার সাথে সাথে সেটি আপনাকে জানিয়ে দেবে। নীচের ছবিটিতে লক্ষ্য করুন। প্লেয়ার শব্দটি টাইপ করে সার্চ করার পর প্লেয়ারের সমস্ত সফ্টওয়ার এসে হাজির। এ কাজটি সাধারণ সার্চ ইন্জিনে করা একেবারেই অসম্ভব ।

http://software.informer.com/

software-in.jpg

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ! ভাল একটা তথ্য দেয়ার জন্য।

Level 0

সাইফুল ইসলাম, ধন্যবাদ Me toooo. but অারেকটু ভালমত হলে ভাল হত.

Level 0

ধন্যবাদ, সফটওয়্যার খুজাখোজির কাজটা সহজ হয়ে গেল।

Level 0

এই ধরণের একটি ওয়েব সাইট খুজছিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।