বাংলাদেশে আইটিপ্রেমীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটা কাজ হচ্ছে ব্লগ লেখা। ব্যক্তিগতভাবে আলাদা ডোমেইনে ব্লগ লেখার প্রচলন কবে থেকে আসছে তা নিশ্চিত হয়ে বলা না গেলেও, কমিউনিটি ব্লগিংয়ের অভিষেক বাংলাদেশে সামহোয়্যার ইন ব্লগই প্রথম করে। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আরো বেশ কিছু কমিউনিটি ব্লগিং প্লাটফর্ম অবমুক্ত হয়। তৈরি হয় বাংলাদেশিদের এক শক্তিশালী অনলাইন মিলনমেলা। কেবল অনলাইনই নয়, বরং বিভিন্ন সময়ই এসব ব্লগিং প্লাটফর্মের ব্লগারদের বিভিন্ন কাজে অংশ নিতে দেখা গেছে। অর্থাৎ, বাংলাদেশি বা বাঙালিদের সবচেয়ে শক্তিশালী মিলনমেলাই এখন এসব কমিউনিটি ব্লগ।
কিন্তু, কমিউনিটি ব্লগের ভাষা বাংলায় হওয়ায় যেকোনও বাঙালিই মাতৃভাষায় স্বতস্ফূর্তঃভাবে ব্লগ লিখতে পারলেও বাঙালিরা সীমাবদ্ধ থেকে যাচ্ছে নিজেদের মাঝেই। আন্তর্জাতিক অঙ্গনে মানুষ জানেই না যে বাংলাদেশের মানুষ ব্লগিংয়ে এতোটা এগিয়ে। কেবল সামহোয়্যার ইন ব্লগের আর্কাইভের দিকে তাকালেই দেখা যায় কত উচ্চমানের পোস্ট প্রকাশিত হয়েছে প্লাটফর্মটিতে। রাষ্ট্রীয়, সামাজিক, ধর্মীয় ইত্যাদি যাবতীয় প্রায় সব বিষয়েই জবরদস্ত আলোচনা হয়ে থাকে বাংলা ব্লগসমূহে। এর মাধ্যমে নতুন নতুন বন্ধু তো গড়ে ওঠেই, দৃঢ় হয় সামাজিক বন্ধন।
এবার সম্পূর্ণ ইংরেজি ভাষায় একটি কমিউনিটি ব্লগিং প্লাটফর্ম আসছে যেখানে যেকেউ রেজিস্ট্রেশনপূর্বক যেকোনো বিষয়ে ব্লগিং করতে পারবেন। প্রাথমিকভাবে এটি তরুণ প্রজন্মের ব্লগিং প্লাটফর্ম হিসেবে আখ্যায়িত করা হলেও যেকোনো বয়সী যে কোনো পেশার যে কেউই এখানে রেজিস্ট্রেশন করে ব্লগিং করতে পারবেন। এটি তৈরি করা হয়েছে মূলত ইংরেজিতে আগ্রহীদের একটি মিলনমেলা, ইংরেজি লেখালেখির চর্চা ও একইসঙ্গে বাংলাদেশি ব্লগারদের আন্তর্জাতিক ব্লগারদের সঙ্গে যুক্ত করে দেয়ার উদ্দেশ্যে। এছাড়াও বাংলাদেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদেরও একটি পছন্দের প্লাটফর্ম হবে এটি, এমনটাই আশা করছি আমি।
ব্লগটি আজ সোমবার মধ্যরাতে লঞ্চ করা হবে। আপনারা সবাই আমন্ত্রিত। যারা ইংরেজি ব্লগিংয়ে আগ্রহী তারা মধ্যরাতের পর রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও আপনার পরিচিত ছাত্র-ছাত্রী বা যে কেউ যারা কখনো ব্লগিং করেননি কিন্তু এ ব্যাপারে আগ্রহী হতে পারেন এবং ইংরেজিতে ব্লগিং করার সম্ভাবনা রয়েছে, তাদের নতুন এই সাইটের ব্যাপারে অবশ্যই জানাবেন।
সাইটটির ঠিকানাঃ http://www.expressbloggers.com
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার টিউন আগের মত পাইনা কেন……………..?