মাত্র ৩৪৫ টাকায় গ্রামীন ফোনের ২ জিবি ইন্টারনেট ব্যাবহার করুন।

আজ আপনাদের নতুন একটি টিপস্ শেয়ার করবো, যা আমি ব্যাবহার করছি এখন । এজন্য আপনাকে যা করতে হবে প্রথমে আপনার সীমটি বন্ধু প্যাকেজে মাইগ্রেশান করুন। ডায়াল করুন *১১১*৪৪*১# ।  তার পর একটিভ করুন বন্ধু প্যাকেজের নতুন অফার ২৫ টাকায় ৭৫ মেগাবাইট থ্রিজি ইন্টারনেট। ডায়াল করুন *৫০০*৫৯#

আপনি যদি একবার এই প্যাকেজটি একটিভ করেন তাহেলে ৭২ ঘন্টার মধ্যে আপনার মোবাইলে ১২১ থেকে কল আসবে এবং আপনাকে বলবে, আপনি আমাদের স্পেশাল গ্রাহক। আপনার জন্য আমাদের নতুন অফার আপনি ৩৪৫/৩৫০ টাকা রিচার্জ করুন তাহলে আপনি পেয়ে যাবেন গ্রামীন ফোনের থ্রিজি ২ জিবি ইন্টারনেট। যাহা চালু করার সাথে সাথে পাবেন ১ জিবি এবং ১০ দিন পরে পাবেন ১ জিবি। এই ২ জিবি প্যাকেজের মেয়াদ থাকবে ৪০ দিন। তাহলে আপনিও শুরু করে দিন।

 

 

 

 

 

 

এখান থেকে সংগৃহীত

সময় থাকলে আমার ব্লগটা ‍ঘুরে আসবেন।

Level 0

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

২৫ টাকায় ৭৫ মেগাবাইট প্যাকেজটার মেয়াদ কত দিন ?

    @সালমান ভাই: apni p1 niye 75 mb র package টা নেন এক মাস মেয়াদ পাবেন

      @IHK শাওন: ধন্যবাদ ,ইন্টারনেট বন্ধ থাকলে অথবা PAYG চালু থাকা অবস্থায় CLICK বা 2MB এর প্যাকেজ নিলেও ১ মাস মেয়াদ পাওয়া যায় ।।

    @সালমান ভাই: 5 days

দারুন তো।

Level 0

25 টাকায় 3জি কয়বার পওয়া যাবে?
বন্ধু প্যাকেজে আবার একটিভ করলে???

হারামি ফোন বাদ দিয়ে অণ্য কোন খবর থাকলে বলবেন।

ভাই আপনার সাইট টা ভিসিট করলাম, আপনি যে এ্যড ব্যবহার করতেছেন, দয়াকরে সেটা পরির্তন করে দেন। না হলে মানুষ জন বিব্রত হবে।

@রাহাতুল ইসলাম: ok ame kal change kore dibo. thanks

ভালো টিউন ……..

এখন কি কাজ হবে?

Level 0

vai আপনি বললেন আপনার জন্য আমাদের নতুন অফার আপনি ৩৪৫/৩৫০ টাকা রিচার্জ করুন তাহলে আপনি পেয়ে যাবেন গ্রামীন ফোনের থ্রিজি ২ জিবি ইন্টারনেট এর মানে কি ৩৫০ টাকা রিচার্জ করলে ই পেয়ে যাব না কি ৩৫০ টাকা আবার কেটে নিবে

    @skynet</aআপনি ৩৫০ টাকা রিচার্জ করলেই আপনার মোবাইল হতে ব্যাটসহ ৩৪৫ টাকা কেটে নেয়া হবে। এবং আপনাকে ১ জিবি থ্রিজি ডাটা দেয়া হবে। এবং বাকি ১ জিবি ৩জি ডাটা পাবেন ১০ দিন পর। এখন বুঝতে পেরেছেন।