কিভাবে EDGE তে সর্বোচ্চ (296kbps) speed পাবেন?

আপনি যখন একটি মোবাইল কিনতে যাবেন যেটিতে GPRS/EDGE modem সুবিধা আছে, তখন GPRS/EDGE multi classes সম্পর্কে আপনার পরিস্কার ধারনা থাকা দরকার। GPRS/EDGE ব্যবস্থায় 17 টি ক্লাস আছে। আপনার যদি বেশি speed এর প্রয়োজন না থাকে, তাহলে যে মোবাইল এ GPRS/EDGE Class 10 সুবিধা আছে সেটি কিনতে পারেন।

আর আপনার যদি বেশি speed এর প্রয়োজন থাকে, তাহলে যে মোবাইল এ GPRS/EDGE Class 11/12/32/33 or 34 সুবিধা আছে সেটি কিনতে পারেন।

কিন্তু যখন শুধু Modem কিনতে যাবেন?

GrameenPhone Modem & WI-Fi Router এ EDGE Class 12 সুবিধা আছে। তাই EDGE (2.75G) তে সর্বোচ্চ (236kbps) speed পাবেন, যা Nokia থেকে কম। 296kbps download speed & 177kbps upload speed পাবেন EDGE Class 32 সুবিধা আছে এমন Nokia মোবাইল ব্যাবহার করলে। তাই EDGE (2.75G) তে ইন্টারনেট ব্যাবহার করার জন্য Nokia সবচেয়ে ভাল। প্রায় সব Model এ EDGE Class 32 পাবেন।

নিচে GPRS/EDGE ব্যবস্থায় 17 টি ক্লাস এর Download & Upload speed দেখে নিতে পারেন।

EDGE ClassDownload/kbpsUpload/kbpsActive/kbps
159.259.2118.4
2118.459.2177.6
3118.4118.4177.6
4177.659.2236.8
5118.4118.4236.8
6177.6118.4236.8
7177.6177.6236.8
8236.859.2296
9177.6118.4296
10236.8118.4296
11236.8177.6296
12236.8236.8296
3029659.2355.2
31296118.4355.2
32296177.6355.2
33296236.8355.2
34296296355.2

সময় পেলে আমার সাইটে একবার ঘুরে আসবেন। এখানে ...

Post টি প্রথম প্রকাশিত হয় এখানে ...

Level 0

আমি clinkme। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Informative কিন্তু টাইটেলের সাথে মিল নাই……!!

ভাই আপনার টিউনটি বোধগম্য হল না।
টাইটেল লিখছেন “কিভাবে সর্বোচ্চ (296kbps) speed পাবেন EDGE (2.75G) তে ?”
আর এখানে এর কোন উপায় না দেখিয়ে মডেম পরিবর্তন করে নকিয়া মোবাইল সেট দিয়ে ইন্টারনেট ব্যবহার করার পরামর্শ দিলেন।

    Level 0

    @মোঃ মমিনুল ইসলাম খান: সহমত

    Level 0

    @মোঃ মমিনুল ইসলাম খান: এই tune টি দেখতে পারেন https://www.techtunes.io/internet/tune-id/278711

      @clinkme: ভাই আপনার ঐ টিউনটি দেখে কি করব? আমাদে একটা মডেম চালাতে গিয়েই খবর হয়ে যায় আর আপনি দুই মডেম দিয়ে দুই প্যাকেজ ব্যবহারের কথা বলছেন। এটা আমাদের পক্ষে ব্যবহার করা প্রায় অসম্ভব।
      তাছাড়া, আমি 4G WiMax মডেম ব্যবহার করি তাই আমার স্পিড পাওয়ার জন্য এত ডাক্তারি করার প্রয়োজন নাই।

Level 0

Modem দিয়ে সর্বোচ্চ 236kbps speed পাওয়া যায়, যদি Modem এ EDGE Class 30/31/32/33/34 না থাকে। Nokia মোবাইল এ EDGE Class 30/31/32/33/34 থাকে, তাই Nokia মোবাইল এর কথা বললাম।

পুরাই ফাউল

    Level 0

    @Saifullah Reza: আপনি কোনদিন tune করেন নি। একটি tune করতে কতটা সময় দিতে হয় সেটা যদি বুজতেন, তাহলত এরকম কমেন্ট করতেন না। আশা করি আগামীতে এর থেকে ভাল tune করে কমেন্ট করবেন।

vai tar cheye ei information ta den 3g modem konta valo? gp, teletalk or robi etc naki onno kono company’r

    Level 0

    @অর্ধশূন্য: Post টি 3G নিয়ে না।

gprs edge highest download speed 35kbps

Class কি ভাবে দেখব আমাকে বলেন আমার মোবাইল nokia 2700c

Level 0

Thank You