আবারো ও জিপি এম এম এস দিয়ে পিসি তে ফ্রি নেট চালান রকেট এর মত গতি দিয়ে
কথা না বাড়িয়ে শুরু করা যাক
প্রথমেই আপনার মডেম অথবা পিসি সুইট দিয়ে gpmms দ্বারা কানেক্ট করুন
১।এখান থেকে: http://www.mediafire.com/download/okvbvniyor7r3dq/SimpleServer.exe (Simple Server.exe) ফাইলটি ডাউনলোড করুন। দাঁড়ান ইন্সটল দিতে যাবেন না
[আগের থাকলে ও চলবে]
২।এখান থেকে: http://upfile.mobi/428130 (Simple Server.ini) ফাইলটি ডাউনলোড করুন। এবার Simple Server.exe + Simple Server.ini এই ফাইল ২ টি নতুন ১ টি ফোল্ডার এ রাখুন (অবশ্যই একই ফোল্ডারে)। Simple Server.ini এ হাত দিবেন না ।
ঐ ফোল্ডার থেকে Simple Server.exe তে ডাবল ক্লিক করুন , এটি CMD-র মত ওপেন হবে। Ready লেখা দেখাবে । মিনিমাইজ করে রাখুন।
তারপর এখান থেকে: http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/02/Privoxy.rar (Privoxy Software) টি ডাওনলোড করে extract করুন।
ফোল্ডার এর মধ্যে বড় P লেখা privoxy.exe তে ডাবল কিল্ক করুন।
করলে এটি নীচের চিত্রের মত ওপেন হবে। ওপেন হলে মিনিমাইজ করে রাখুন ।
৩।Browser , IDM এ Proxy- 127.0.0.1 , Port- 8118 , Type – HTTP , HTTPS add করুন ।
জিপি এম এম এস যেহেতু ৩মিনিট পর পর ডিস্কানেক্ট মারে, So রিকানেক্ট সফটওয়্যার টি ব্যাবহার করতে হবেঃ-
Reconnect.ZIP: http://djtapas.mywapblog.com/files/reconnect.zip
যেহেতু GPMMS এ https/ssl সাইট চলে না , সেহেতু Google এবং Facebook চালানোর জন্য আমরা যা করব তা নিম্নরূপ
প্রথমে Browser এর Tools- Options- Privacy- remove individual cookies – search এ লিখুন google । এবার Remove all cookies এ ক্লিক করুন ।
আবার Browser এর Tools- Options- Privacy- remove individual cookies – search এ লিখুন facebook । এবার Remove all cookies এ ক্লিক করুন ।
সরসরি Google ব্যবহার করার জন্য- Firefox address বারে লিখুন about:config , এবার enter চাপুন । – I’ll be careful, I promise! এ ক্লিক করুন । about:config – window তে ক্লিক করে New- String এ ক্লিক করুন । Preference নাম দিন – general.useragent.override
Value দিন – Mozilla/5.0 (compatible; Googlebot/2.1; +http://www.google.com/bot.html)
এবার থেকে Google ব্যবহার করার জন্য Firefox address বারে লিখুন http://www.google.com
ফেসবুক ব্যবহারের জন্য http://0.facebook.com এ লগইন করুন । আর এর পর থেকে address লিখুন – http://www.facebook.com অবশ্যই https দিবেন না ।
বিঃদ্রঃprivoxy unzip করার আগে antivirus অবশ্যই uninstall করা লাগবে...
All Credits: Zahid Vai
আজ যেই মানুশটির জন্য আমরা প্রায় ১ বছর এর উপরে ফ্রি নেট চালাচ্ছি তার নামঃ "জাহিদ ইসলাম" ।
মানুষ কতটুকু বিপদে পড়লে সাহায্য চায় সেটা আসা করি আপনাদের বঝাতে হবে না ।
যার কল্যানে আমরা এতদিন কষ্ট আরামসে ফ্রি নেট চালাচ্ছি তিনি হলেন "জাহিদ ইসলাম" ভাই । ফ্রি নেট নিয়ে কি পরিমান পোস্ট তিনি টেক্টিউন্স এ করেছেন তা জাহিদ ভাই এই টিউনার প্রফাইল এ গেলেই দেখতে পারবেন ।
আপনাদের কাছে জোড় হাত করে একটা রিকোয়েস্ট করছিঃ
আমাদের ফ্রি নেট গুরু জাহিদ ইসলাম ভাই কে জেলের হাত থেকে বাঁচাতে ১০ লক্ষ টাকার প্রয়জন ।
এতো টাকা ভেবে ঘাবেরে গেলেন?
আপনার নিচের নম্বরে যে যা পারেন তাই দিবেন ।
জাহিদ ভাইকে হেল্প করার জন্য নিচের নাম্বার গুলোতে টাকা পাঠানঃ
বিকাশ- 01740-842594 ,
01710-525157 ,
01786-864294 ,
01786-923388 ( এজেন্ট)
ডাচ বাংলা-
01740-8425940 ,
01710-5251577
Ucash-
01856-053850 ,
01857-225566 ( এজেন্ট)
জাহিদ ভাইয়ের ছোট্ট একটা মেয়ে আছে তাই অন্তত তার দিকে চেয়ে আপনারা সাহায্য করুন ।
বিস্তারিতঃঃ
এই ইভেন্টে: http://www.facebook.com/events/564138420360673/?25
এবং এই গ্রুপে: http://www.facebook.com/groups/210341939158577/232633306929440/?notif¬if_t=group_activity
কিংবা জাহিদ ভাইয়ের ফেসবুক আইডিতে: http://www.facebook.com/zahid.islam.3158
তাতেও যদি বিশ্বাস না হই তাহলে এই ভিডিওটি দেখেন- http://www.youtube.com/watch?v=zXGfbA_ebF0 or http://www.facebook.com/photo.php?v=624565657637621&set=o.564138420360673&type=2&theater
ফেসবুকে আমি: http://www.facebook.com/sujon.hassan?tn_tnmn
আমি truant sujon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজ হল না 🙁 অনেক খন লোড নিয়ে 502 privoxy দেখাই।