আবারো ও জিপি এম এম এস দিয়ে পিসি তে ফ্রি নেট চালান

আবারো ও জিপি এম এম এস দিয়ে পিসি তে ফ্রি নেট চালান রকেট এর মত গতি দিয়ে

কথা না বাড়িয়ে শুরু করা যাক
প্রথমেই আপনার মডেম অথবা পিসি সুইট দিয়ে gpmms দ্বারা কানেক্ট করুন

১।এখান থেকে: http://www.mediafire.com/download/okvbvniyor7r3dq/SimpleServer.exe (Simple Server.exe) ফাইলটি ডাউনলোড করুন। দাঁড়ান ইন্সটল দিতে যাবেন না
[আগের থাকলে ও চলবে]

২।এখান থেকে: http://upfile.mobi/428130 (Simple Server.ini) ফাইলটি ডাউনলোড করুন। এবার Simple Server.exe + Simple Server.ini এই ফাইল ২ টি নতুন ১ টি ফোল্ডার এ রাখুন (অবশ্যই একই ফোল্ডারে)। Simple Server.ini এ হাত দিবেন না ।

ঐ ফোল্ডার থেকে Simple Server.exe তে ডাবল ক্লিক করুন , এটি CMD-র মত ওপেন হবে। Ready লেখা দেখাবে । মিনিমাইজ করে রাখুন।

তারপর এখান থেকে: http://pchelplinebdcom.pchelplinebd.netdna-cdn.com/wp-content/uploads/2014/02/Privoxy.rar (Privoxy Software) টি ডাওনলোড করে extract করুন।

ফোল্ডার এর মধ্যে বড় P লেখা privoxy.exe তে ডাবল কিল্ক করুন।
করলে এটি নীচের চিত্রের মত ওপেন হবে। ওপেন হলে মিনিমাইজ করে রাখুন ।

৩।Browser , IDM এ Proxy- 127.0.0.1 , Port- 8118 , Type – HTTP , HTTPS add করুন ।

জিপি এম এম এস যেহেতু ৩মিনিট পর পর ডিস্কানেক্ট মারে, So রিকানেক্ট সফটওয়্যার টি ব্যাবহার করতে হবেঃ-
Reconnect.ZIP: http://djtapas.mywapblog.com/files/reconnect.zip

যেহেতু GPMMS এ https/ssl সাইট চলে না , সেহেতু Google এবং Facebook চালানোর জন্য আমরা যা করব তা নিম্নরূপ

প্রথমে Browser এর Tools- Options- Privacy- remove individual cookies – search এ লিখুন google । এবার Remove all cookies এ ক্লিক করুন ।
আবার Browser এর Tools- Options- Privacy- remove individual cookies – search এ লিখুন facebook । এবার Remove all cookies এ ক্লিক করুন ।

সরসরি Google ব্যবহার করার জন্য- Firefox address বারে লিখুন about:config , এবার enter চাপুন । – I’ll be careful, I promise! এ ক্লিক করুন । about:config – window তে ক্লিক করে New- String এ ক্লিক করুন । Preference নাম দিন – general.useragent.override
Value দিন – Mozilla/5.0 (compatible; Googlebot/2.1; +http://www.google.com/bot.html)

এবার থেকে Google ব্যবহার করার জন্য Firefox address বারে লিখুন http://www.google.com

ফেসবুক ব্যবহারের জন্য http://0.facebook.com এ লগইন করুন । আর এর পর থেকে address লিখুন – http://www.facebook.com অবশ্যই https দিবেন না ।
বিঃদ্রঃprivoxy unzip করার আগে antivirus অবশ্যই uninstall করা লাগবে...

All Credits: Zahid Vai
আজ যেই মানুশটির জন্য আমরা প্রায় ১ বছর এর উপরে ফ্রি নেট চালাচ্ছি তার নামঃ "জাহিদ ইসলাম" ।
মানুষ কতটুকু বিপদে পড়লে সাহায্য চায় সেটা আসা করি আপনাদের বঝাতে হবে না ।
যার কল্যানে আমরা এতদিন কষ্ট আরামসে ফ্রি নেট চালাচ্ছি তিনি হলেন "জাহিদ ইসলাম" ভাই । ফ্রি নেট নিয়ে কি পরিমান পোস্ট তিনি টেক্টিউন্স এ করেছেন তা জাহিদ ভাই এই টিউনার প্রফাইল এ গেলেই দেখতে পারবেন ।

আপনাদের কাছে জোড় হাত করে একটা রিকোয়েস্ট করছিঃ
আমাদের ফ্রি নেট গুরু জাহিদ ইসলাম ভাই কে জেলের হাত থেকে বাঁচাতে ১০ লক্ষ টাকার প্রয়জন ।
এতো টাকা ভেবে ঘাবেরে গেলেন?

আপনার নিচের নম্বরে যে যা পারেন তাই দিবেন ।

জাহিদ ভাইকে হেল্প করার জন্য নিচের নাম্বার গুলোতে টাকা পাঠানঃ

বিকাশ- 01740-842594 ,
01710-525157 ,
01786-864294 ,
01786-923388 ( এজেন্ট)
ডাচ বাংলা-
01740-8425940 ,
01710-5251577
Ucash-
01856-053850 ,
01857-225566 ( এজেন্ট)

জাহিদ ভাইয়ের ছোট্ট একটা মেয়ে আছে তাই অন্তত তার দিকে চেয়ে আপনারা সাহায্য করুন ।
বিস্তারিতঃঃ
এই ইভেন্টে: http://www.facebook.com/events/564138420360673/?25
এবং এই গ্রুপে: http://www.facebook.com/groups/210341939158577/232633306929440/?notif&notif_t=group_activity
কিংবা জাহিদ ভাইয়ের ফেসবুক আইডিতে: http://www.facebook.com/zahid.islam.3158
তাতেও যদি বিশ্বাস না হই তাহলে এই ভিডিওটি দেখেন- http://www.youtube.com/watch?v=zXGfbA_ebF0 or http://www.facebook.com/photo.php?v=624565657637621&set=o.564138420360673&type=2&theater

ফেসবুকে আমি: http://www.facebook.com/sujon.hassan?tn_tnmn

Level 0

আমি truant sujon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ হল না 🙁 অনেক খন লোড নিয়ে 502 privoxy দেখাই।

@রনি মনে হয় apni ki kono site a dukte parsen na??? naki sudu facebook??

    @truant sujon: কোনো সাইট এ এই ধুখছেনা ডাউনলোড ও হয়না

vai amaro hochena to

Level 0

Thanks sujon u remember Zahid bro he is now in big problm….pls everybody help him…pls

Level 3

vi agant number ke apnar dokan……..

Level 3

VI ame apnar free net onak din chalayse,,, ame apnar fan o bota …..ame amar saddho moto dibo..must……….

ফ্রী কোন জিনিস ই ভালো না।

@রাহাতুল ইসলাম
তোমার যদি ভালো না লাগে ব্যবহার করার দরকার নাই।।।তোমাকে তো জোর করা হচ্ছে না।।।

@Mhamudulla Bisal
তোমার কি সমস্যা হচ্ছে????

502 privoxy problem hoche vai

পোস্ট টা পড়ে বুঝলাম আপনার নিজের না।চুরি করা ?

antivirus off koren 502 error dekhabe na

আর ভাইয়েরা সত্যি জাহিদ ভাইয়ের অনেক বিপদ দয়া করে অনাকে help করবেন…নইলে উনি আর আমাদের মাঝে থাকবে না ।

Level 0

vai facebook baborar hocca na to…………………………ki korbo ??????

@সুজন eta amar na jahid vai er….

@sayeedku
**Mozila/Browser এর Tools- Options- Privacy- remove individual cookies – search এ লিখুন facebook । এবার Remove all cookies এ ক্লিক করুন ।

**এবার http://0.facebook.com এ লগইন করুন(এটা শুধুমাত্র ১ম বারের জন্য) । আর এর পর থেকে address লিখুন – http://www.facebook.com অবশ্যই https দিবেন না ।

Level 0

ভাইয়া লেখেচস ভাল বাট gpwap still running with good spped I have a trick. বাতদে আইসব… মাসুদ

    Level 2

    @Ban id
    gpwap still running with good spped I have a trick. ভাই trick টা শেয়ার করেন। আমিতো টাকা দিয়েও ভালো স্পিড পাচ্ছিনা। 3G package 1Mbps তারপরও স্পিড পাই না। একটু পরপর স্পিড জিরো হয়। আর স্পিড জিরো না হলে 2G এর স্পিড পাই। @Ban id:

    @Ban id: ট্রিকটা শেয়ার কর।।

Level 0

ar onno kono trick nai?

প্লিজ জাহিদ ভাই কে সাহায্য করুন । আমি আমার মত সাহায্য করছি । আপনারাও সাহায্য করুন ।

    Level 0

    jahid vai kemon ace? bolte parben keu??

sobai jahid vaier jono kichu koro/

লেখকের কাছে জানতে চাই আপনি কোন ব্রাউজার ব্যবহার করেন । আমি মজিলা লেতেস্ত ভার্সন ব্যবহার করি কিন্তু facebook.com এ ঢুকা জাইতেসেনা এবং কোন ডাউনলোড সারভার সাপোর্ট করেনা । ফেসবুক এ আপনার সব নিয়ম ফলো করসি কিন্তু https টা দূর হয়না । এটা মনে হয় ফেসবুক এর জন্য fixed. google এর টা আর চেষ্টা করলাম না । full 3g speed o pai na.আশা করি সলুসন দিবেন

    @arif_nirjhor: **Mozila Browser এর Tools- Options- Privacy- remove individual cookies – search এ লিখুন facebook । এবার Remove all cookies এ ক্লিক করুন ।

    **এবার http://0.facebook.com এ লগইন করুন(এটা শুধুমাত্র ১ম বারের জন্য) । আর এর পর থেকে address লিখুন – http://www.facebook.com অবশ্যই https দিবেন না ।।আর এটাই 3G স্পিড পাবেন না।।

korsi vai but hoi na.http//fb diye enter press korle abar https chole ase kisukkhon por@truant sujon

    @arif_nirjhor: prothome 0.fb die log in korisen????

Level 0

ফ্রি কোন কিছু ই ভাল না। অপরের ক্ষতি করে কি লাভ বলেন? অপরের business এর ক্ষতি করে আজ নিজের business এর লোকসান এর জন্য ………

Level 2

Bhai konter Speed valo GPWAP Na GPMMS Trick?

    @saeedrony: gpwap e 3G speed pawa jabe…kintu gpmms e 3G speed pawa jabe na….(30-40 kbs) speed pawa jabe.

Level 0

Bhai gpwap diye kibhabe chalabo, please ektu details bolben? 🙂

And I’m very sad about Zahid bhai and his family. I’ll try my level best to help him.

Level 0

ভাই clinkme@ আমার তো মনে হয় আপনার বাবার অনেক টাকা আর আপনি ধোয়া তুলসি পাতা করো কোন দিন ক্ষতি করেন নাই জাহিদ ভাইতো কারো ক্ষতি করে নাই যারা 1GB DATA ১৮ টাকায় িকনে 300 টাকায় বিক্রয় করে তাদের সুধু একটু দৌর এর উপর রাখে আর মোট কথা আপনি যিদ পারেন তা হলে help করেন না পারলে আপনার ভাই হিসেবে আল্লাহর কাছে একটু দোয়া করেন৷ আমরা সবাই একটু জাহিদ ভাই এর পাসে দরাই ক্ষিত কি যিদ আমাদের সামান্য টাকায় এক জনের পড়িবার ভাল থাকে৷

Level 0

জাহিদ ভাই এর টিউনে এখন ও ফুল স্পিড পাই

ভাই ফেসবুক চালানো যাচ্ছে না। 0.facebook.com লগ ইন করে http://www.facebook.com দিলে অটোমেটিকhttps চলে আসে। এটার কোন সমাধান থাকলে দেন।

ভাই জাহিদ ভাহি যে gaooproxy টা তৈরি করেছে অইটা আপনি দিতে পারবেন তাহলে মনে হয় https সাইট চলবে

http://kproxy.com/ ট্রাই করে দেখুন ssl/https সাইট চলবে । তবে যাদের Adsense আছে তারা ব্রাউজ করবেন না ব্যান হতে পারে ।

skynet bro আপনি কন সেটিংস্‌ টা use করতেসেন আর কিভাবে একটু kindly বলবেন

skynet bro আপনি কন সেটিংস্‌ টা use করতেসেন আর কিভাবে একটু বলবেন

ভাই আমি তো speed পাচ্ছি না আমার download স্পীড 6kb

আমারও স্পীড ড্রপ করে কিন্তু এখন একটু কম করে firefox এ keeprefreashing.com এর method টা use করতেচি শুধু zero.wikipedia.org আর chrome এ browsing করতেসি কার আইভাবে চললে কইএন তো

#শাওন ভাই আপনি কোনটা চালাচ্ছেন একটু বলবেন please

Level New

ভাই এই টিউন যেইদিন করসেন সেইদিন ২০-২৮ kbps স্পিড পাইছিলাম। স্পিড কমতে কমতে এখন মাত্র ৪-৫ kbps পাই।
একটা কনো সমাধান দেন ভাই প্লিজ। 🙁 🙁

ami trickbd r akta modified xtt81p use korteci apni home page ai paben

daran ami upload kore dicci @Mhamudulla Bisal ভাই

এই নেন এখান থেকে download করে নিন http://www.4shared.com/zip/lwV-x90oba/XT181PP.html

কাজ করলে বলিএন

শাওন ভাই প্রোফাইল যে ফাকা এখন কি ? প্রফাইলে কি দিব একটু বইলেন।

Level 0

স্পিড তো গেল ভাই…শালার জিপিএমএস এর স্পিড কমাই দিছে