সুপ্রিয় টেকটিউন্স ভাইয়েরা আমার নমষ্কার নিবেন । আশা করি সবাই ভাল আছেন । আমি অনেক দিন যাবত টেকটিউন্সের সদস্য এবং নিয়মিত পাঠক । কিন্তু কোন কিছু শেয়ার করা হয় নাই।
আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি তা হয়ত অনেকে আঁচ করতে পেরছেন । তারা যারা জানেন না দেখলে ও চলবে। তবে অনেকে বলতে পারেন এটা দেখে কোন লাভ নাই। আমার থেকে এগুলো ভাল লাগে তাই শেয়ার করলাম।
আর যাদের কম্পিউটারে নেই তারা মন খারাফ করার কিছুই নেই এখান থেকে নামি নিন ।এক নজরে দেখে নিন ফিচার গুলো
➡ Add new computer on du meter
তারপর নিচের মত ৩টা দেখতে পারবেন ।
১. আপনাকে আগে du meter ইন্সটল করতে হবে ।
২. এখানে একটা কোড দেখতে পারবেন এটাই হচ্ছে আসল এটা দিয়ে আপনার কম্পিউটারকে ট্র্যাক করা হয় ।
৩। তার আছে ড্যাসবোর্ড । এখান থেকে ঐ কোডটা সফলভাবে এড করতে পারলে আপনার ট্রাফিক দেখতে পারবেন ।
তারপর নিচের মত আপনার du meter ওপেন করুন । উপরের ২ নং অপশনের কোডটা পেষ্ট করুন । দেখুন আবার হুবুহু উপরের কোডটা পেষ্ট করেবেন না কারন এটা অটো জেনারেট হয় ।
তো আজ এই পর্যন্ত । এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে মাফ করবেন । আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন । উত্তর দিব । আটকে গেলে বলবেন । ভাল থাকেবেন সবাই ।
ফেইসবুকে আমি
আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Trying to learn new somethings!
কাজের জিনিস………….।