আপনি প্রতি ঘন্টায়, দিনে, সপ্তাহে, মাসে ও বছরে কত গিগাবাইট ব্যবহার করছেন দেখুন অনলাইনে চার্টের মাধ্যমে

সুপ্রিয় টেকটিউন্স ভাইয়েরা আমার নমষ্কার নিবেন । আশা করি সবাই ভাল আছেন । আমি অনেক দিন যাবত টেকটিউন্সের সদস্য এবং নিয়মিত পাঠক । কিন্তু কোন কিছু শেয়ার করা হয় নাই।

আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি তা হয়ত অনেকে আঁচ করতে পেরছেন । তারা যারা জানেন না দেখলে ও চলবে। তবে অনেকে বলতে পারেন এটা দেখে কোন লাভ নাই। আমার থেকে এগুলো ভাল লাগে তাই শেয়ার করলাম।

dumeter details by amrita das bijoy

কথা না বাড়িয়ে কাজে আসি
আমরা যারা কম্পিউটারে নেট ইউস করি তারা সবাই DU মিটার এর না শুনেছি নিশ্চয় এবং এটা কি জিনিস তাও আমরা সবাই ভাল করে জানি । আর কেউ যদি না জেনে থাকেন তাদের জন্য সহজ কথায় বলতে পারি , এটা হল একটা সফটওয়ার যা দ্বারা আপনি নেটের গতি সম্পর্কে ধারনা পাবেন । মানে পার সেকেন্ডে কত কেবিপিএস স্পীড তা দেখার জন্য ডিউ মিটার খুবই গুরত্বপুর্ন ।

আর যাদের কম্পিউটারে নেই তারা মন খারাফ করার কিছুই নেই এখান থেকে নামি নিন ।এক নজরে দেখে নিন ফিচার গুলো

  • ডেইলি ইন্টারনেট ট্রাফিক
  • সপ্তাহিক ইন্টারনেট ট্রাফিক
  • মাসিক ইন্টারনেট ট্রাফিক
  • Hourly ইন্টারনেট ট্রাফিক
  • আবার আপনি চাইলে ডাটা গুলো pdf,cvs ও print করতে পারবেন

du meter

এইবার আসুন কিভাবে আপনি আপনি আপনার কম্পিউটারকে কনফিগার করবেন

  • সাইন আপ করুন
  • লগিন করুন
  • Go to current location
  • go to computers
  • click add new compute
  • then gives your computer details
  • follow these photos
  • আপনি যখনি add new computer এ ক্লিক করবেন তখন নিচের মত দেখতে পারবেন । আপনার কম্পিউটার এর নাম দিবেন এখানে ।

add new computer on du meter

➡ Add new computer on du meter

তারপর নিচের মত ৩টা দেখতে পারবেন ।

১. আপনাকে আগে du meter ইন্সটল করতে হবে ।

২.  এখানে একটা কোড দেখতে পারবেন এটাই হচ্ছে আসল এটা দিয়ে আপনার কম্পিউটারকে ট্র‍্যাক করা হয় ।

৩। তার আছে ড্যাসবোর্ড । এখান থেকে ঐ কোডটা সফলভাবে এড করতে পারলে আপনার ট্রাফিক দেখতে পারবেন ।

link your computer

তারপর নিচের মত আপনার du meter ওপেন করুন । উপরের ২ নং অপশনের কোডটা পেষ্ট করুন । দেখুন আবার হুবুহু উপরের কোডটা পেষ্ট করেবেন না কারন এটা অটো জেনারেট হয় ।

তো আজ এই পর্যন্ত । এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে মাফ করবেন । আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন । উত্তর দিব । আটকে গেলে বলবেন । ভাল থাকেবেন সবাই ।

ফেইসবুকে আমি

Level 0

আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Trying to learn new somethings!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিস………….।

ধন্যবাদ অনেক কাজের টিউন

ধন্যবাদ ভাই এই সুন্দর টিউনের জন্য। কিন্তু ভাই মাফ চাওয়ার কি হলো ? আপনার কি নিজের উপর কোন ভরসা নেই ? আরে ভাই আপনি তো চুরি করতেছেন না !!! কাজ করলে খারাপ এবং ভালো সব ধরনের ফলাফল ই কমবেশী আসে। দুই টা কে মেনে নিতে হবে।

    প্রথমবার তো তাই একটু ভুল হওয়ার সম্ভবনা ছিল তাই। আপনাকে ধন্যবাদ অনুপ্রানিত হলাম ।

ধন্যবাদ ভাই

trial version. reg. key koi?

এর থেকে Net speed moitor ভালো, এটি ফ্রিওয়্যার।

    @মাহমুদ কলি।: হুম তবে ডিউমিটারটা আমার থেকে ভাল লাগে!! কমেন্ট করার জন্য ধন্যবাদ।