আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । এবার আসুন শুরু করি…
আমরা অনেক এই আছি সকল ধরণের ফাইল ডাউনলোড করতে ব্যাস্ত থাকি । আবার অনেক আছি ভালো স্পিড এর নেট কানেকশান ব্যবহার করি । কিন্ত সময়ের অভা্বে আমরা ইচ্ছা থাকলে ও অনেক কিছু ডাউনলোড করতে পারি না । তাই আজ আমি আপনারদের সুবিধা এর জন্য একটা System বাহির করলাম । আমি জানি আমার চেয়েও অনেক দক্ষ Author এখানে আছে । তাই আমি যা বাহির করতে চেষ্টা করি এটা আমার জন্য নতুন আর আপনাদের উপকার হবে বলে আমি এই System টা শেয়ার করলাম । আসা করি আপনাদের উপকার হবে । বিশেষ করে এটা আমার অনেক উপকার করে !!!!
তাহলে আর কথা না বলে নিচের নিয়মগুলো দেখে নিন তাহলে আপনি সফলভাবে এই কাজ টা করতে পারবেন ।
প্রখমে নিচের থেকে আপডেট Internet Downlaod Manager টা ডাউনলোড করে নিন !! এটা টরেন্ট ফাইল ফুল ভার্সন ফাইল তাই আপনাদের দিলাম ডাউনলোড এখানে..
এবার তা সেটাপ করেন । তারপর ওপেন করেন আর নিচের স্কিনসট গুলো দেখেন ।
এখানে আপনি Downlaod >> Scheduler এ ক্লিক করেন ।
এবার নিচের মত আসলে মার্ক করা কাজ গুলো করে ! মানে আপনি File in the queue তে ক্লিক করেন । এবং ওখানে ১ করে দিন ।আর এই ১ করার মানে হল এটা একটা একটা করে আপনার ফাইল ডাউনলোড হবে এবার আপনি যদি ২০০ ফাইল ও ডাউনলোড করেন তাহলে নে ওই ১ টা করে AutoStrat হবে । আসা করি বুঝতে পেরেছেন…..
এবার নিচের স্কিনসট দেথেন….
এবং মার্ক করা ওখানে ক্লিক করে । চলে যান আপনার কাজে আর এখানে আপনার ফাইল অটো ডাউলোড হবে । আমি এইভাবে প্রতিদিন রাতে ২ জিবি করে ডাউনলোড করি ।
সবার কাজে একটাই অনুরোধ কেও বাঝে মন্তব্য করবেন না ।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোস্টটি পড়ার জন্য! দেখা হবে আগামি পোস্টএ। আল্লাহ হাফেজ..
পোস্টটি ভালো লাগলে অবশ্যই আমার মোবাইল সাইট এর ভিজিট করে আসবেন এথানে
ফেসবুকে আমি এখানে
আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।
এটা জানতাম, তারপর ও শেয়ার করার জন্য ধন্যবাদ।