GAppProxy ইন্সটল পদ্ধতি এবং Anonymously ইন্টারনেট ব্রাউজ ।

আসসালামু আলাইকুম ।  আশা করি ভাল আছেন । অনেক দিন থেকে টিউন করা হয় নাই । আজ আপনাদের জন্য একটি টিউন নিয়ে হাজির হলাম , কেও উপকৃত হলে আমার ভাল লাগবে ।

Anonymously ইন্টারনেট ব্রাউজ করার জন্য আজ আমরা প্রত্যেকে নিজ নিজ সার্ভার তৈরি করব , যার নাম GappProxy । এখন আমরা দেখতে যাচ্ছি কিভাবে GappProxy ইন্সটল দিতে হয় । শুধু Anonymously ইন্টারনেট ব্রাউজ মুল উদ্দেশ্য নয় , অনেকে অনেক সময় ফ্রি ইন্টারনেট ব্যবহার করার সময় ssl / secure sites  ব্রাউজ  করতে পারেন না , মূলত তারা বেশি উপকৃত হবেন । কারন GappProxy তার সমাধান । শুরু করা যাক –

১। প্রথমে আমরা Google App Engine Create করব ।

এখানে যান । আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগ ইন করুন ।  Application Indentifier  এর ঘরে আপনার পছন্দমত একটি নাম লিখুন এবং Check Availability তে ক্লিক করুন । যদি আপনার পছন্দের নামটি Available থাকে তো Application Title দিন এবং Create Application ক্লিক করুন । ( আমি এই টিউনে Application ID – isphacking  ব্যবহার করেছি ) ।

Application Registered Successfully  ম্যাসেজ দেখাবে ।

২। এখান থেকে Python msi  ডাউনলোড করে আপনার পিসিতে ইন্সটল দিন ।

৩। এখান থেকে uploader.zip ডাউনলোড করে extract করুন । fetchserver ফোল্ডারে app.yaml ফাইল নোটপ্যাডে ওপেন করুন । your_application_name এর জায়গায় আপনার GAE application ID লিখুন । সেভ করুন ।

৪। এবার uploader এ ডাবল ক্লিক করুন । DOS ওপেন হলে , নিচের ছবির মত আপনার GAE application ID লিখুন এবং Enter চাপুন । যে জিমেইল একাউন্ট দিয়ে Google App Engine Create করেছিলেন সে Email Address  লিখুন এবং Enter চাপুন । এবার ঐ Email এর Password লিখুন এবং Enter চাপুন (Password Show করবে না ) । fetch.py  ফাইল আপলোড সম্পন্ন করতে কিছুক্ষন অপেক্ষা করুন । [ কাজগুলো করার জন্য নেট কানেকশন দরকার ]

৫। fetchserver আপলোড সম্পন্ন হয়েছে কিনা তা দেখার জন্য আপনার ব্রাউজার Address Bar এ লিখুন – http://your_application_name.appspot.com/fetch.py

যেমন এখানে http://isphacking.appspot.com/fetch.py      , তাহলে নিচের ছবির মত দেখাবে ।

৬। এখান থেকে  localproxy-2.0.0-win.zip  ডাউনলোড করে extract করুন । proxy.conf  ওপেন করুন ।

#fetch_server = http://your-fetch-server.appspot.com/fetch.py

এই লাইনটি আপনার GAE application ID দ্বারা এডিট করুন এবং শুরুতে যে #  আছে তা মুছে দিন ।

এরকম - fetch_server = http://isphacking.appspot.com/fetch.py

৭। যদি আপনি Local Proxy ব্যবহার করতে চান তাহলে আপনাকে Local Proxy host:port এডিট করতে হবে এবং Local Proxy এর শুরুতে যে #  আছে তা মুছে দিতে হবে ।  সহজভাবে বলি আপনি হয়ত আলাদা কোন প্রক্সি টুলস যেমন – Simple Server , XT181PP, Inject Header Query ইত্যাদির পাশাপাশি GappProxy ব্যবহার করতে চান । তাহলে ঐ টুলসগুলোতে  যে Local Proxy Host এবং Local Proxy port ব্যবহার করা হয়েছে তা সরাসরি  ব্রাউজারে না সেট করে GappProxy এর  proxy.conf   এ বসাতে হবে । ধরে নিলাম Simple Server এ Local Proxy port 8080 , তাহলে নিচের মত এডিট করে সেভ করুন । [ যারা শুধুমাত্র Anonymously ইন্টারনেট ব্রাউজ করতে চান ( ফ্রি নয়) এই ৭ নং পদ্ধতি তাদের জন্য না ]

৮। এবার Simple Server রান করান এবং localproxy-2.0.0-win ফোল্ডার থেকে proxy.exe ওপেন করে মিনিমাইজ করে রাখুন ।

৯ । ব্রাউজার হিসেবে আপনাকে Google Chrome ব্যবহার করতে হবে । সার্টিফিকেট Error সমাধান করার জন্য আপনাকে অবশ্যই নিচের এই কাজটি করতে হবে ।

Google Chrome এর Shortcut থেকে Properties এ যান । Target এর ঘরে একেবারে শেষে একটি স্পেস দিয়ে --ignore-certificate-errors --allow-running-insecure-content  যোগ করুন ।

নিচের মত -

"C:\Users\zahid islam\AppData\Local\Google\Chrome\Application\chrome.exe" --ignore-certificate-errors --allow-running-insecure-content

এবার ব্রাউজার এ 127.0.0.1:8000  সেট করুন ।

[ ফ্রি নেট ব্যবহারকারীদের জন্য- IDM এ 127.0.0.1:8080  সেট করুন ।  অর্থাৎ Simple Server এ Local Proxy port 8080 অনুসারে । GappProxy শুধুমাত্র ssl সাইট ব্রাউজ করার জন্য দিয়েছি ]

এখন থেকে পরবর্তী সময়ে আপনাকে শুধু ৮ নং ধাপ বাস্তবায়ন করতে হবে ।

ভাল থাকবেন সবাই ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এইটা দিইয়ে কি ফ্রী নেট চলবে ?

ভাই কি সুবিধা হবে এক্তু ভাল করে বলবেন আসলে ব্যাপারটা বুঝতে পারলাম না’

    @IHK শাওন: সুবিধা হল ভি পি এন ছাড়া রিয়েল আই পি হাইড এবং যেকোন আই এস পি -র কোন সার্ভার যদি secure browsing সাপোর্ট না করে [ বিশেষ করে আমরা যখন কোন Inject tool দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করি ] তখন এটাকে কাজে লাগিয়ে আপনি secure সাইট যেমন – google ,facebook , gmail , ymail etc ব্রাউজ করতে পারবেন ।

ধন্যবাদ জাহিদ ভাই পরে ট্রাই করবো।

Level 0

ভাই এটার উপকারটা কি এটা করলে লাভ কি সঠিক বুজতে পারলাম না

    @skynet: সুবিধা হল ভি পি এন ছাড়া রিয়েল আই পি হাইড এবং যেকোন আই এস পি -র কোন সার্ভার যদি secure browsing সাপোর্ট না করে [ বিশেষ করে আমরা যখন কোন Inject tool দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করি ] তখন এটাকে কাজে লাগিয়ে আপনি secure সাইট যেমন – google ,facebook , gmail , ymail etc ব্রাউজ করতে পারবেন ।

Level 0

অনেক ধন্যবাদ ভাই… এক ঢিলে দুই পাখি… 😛

পারলাম না ভাই …… 🙁
আপলোডার এ এপ আই ডি দিলে ইমেইল পাসওয়ার্ড চায় না, ক্লোজ হয়ে যায়… 🙁

uploader এ ডাবল ক্লিক করলাম। DOS ওপেন হলে , GAE application ID লিখলাম এবং Enter চাপলাম । কিন্তু gmail id চাওয়ার আগেই তো close হয়ে যাচ্ছে ।

অর্থাৎ আপলোডার এ এপ আই ডি দিলে ইমেইল পাসওয়ার্ড চায় না, ক্লোজ হয়ে যায়। কি করব?

    @শাহিদুল ইসলাম: uploade korar somoi kono proxy use korben na , apn- gpinternet use korun and sim e mb rakhun …. python install din , problem hole new GAE create korun

firefox diye use kora jabe na? firefox diye use korar upay ber koren….plz

    @শাহিদুল ইসলাম: firefox ei hobe . sob kichu uporer moto korun .. only firefox run as administrator e open korben

      @জাহিদ ইসলাম: Vai ekjon toiri korle oita sobai use korte parbe na? ekhetre ki problem hote pare? eita hole to apni shudu ekti id diten, amra sobai sete use kortam@শাহিদুল ইসলাম: @জাহিদ ইসলাম:

Vai ekjon toiri korle oita sobai use korte parbe na? ekhetre ki problem hote pare? eita hole to apni shudu ekti id diten, amra sobai sete use kortam

অসাধারন টিউন কিন্তু জটিল মনে হচ্ছে! @ ধন্যবাদ জাহিদ ভাই আরো জটিল টিউন চাই ।

Level 0

জাহিদ ভাই, সত্যি কথা হল আমি টেকটিউনসে বেশীর ভাগ সময় ঢুকি আপনার টিউনের আশায়, কখন আপনি ফ্রি নেটের নতুন নতুন ট্রিক্স নিয়ে হাজির হবেন। ভাই গ্রামীণে এখন স্পীড অনেক কম পাই, এটার সমাধানের কোন ট্রিক্স কবে পোস্ট করবেন সেটার জন্য আমি প্রায়ই আপনার প্রোফাইলে ঢুঁ মারি। আর গ্রামীণ ছাড়াও অন্য অপারেটরে ফ্রি নেটের কোন ট্রিক্স থাকলে পোস্ট করবেন। ফ্রি নেটের জন্য আপনার টিউনকেই ব্র্যান্ড মানি এবং ভরসা পাই যে কাজ হবেই। কিন্তু অন্যরা ফ্রি নেটের কোন টিউন করলে সেগুলাতে ভরসা পাইনা, চেষ্টাও করিনা। আবার দেখা যায় অন্যরা আপনার টিউনকেই একটু মডিফাই করে তারা নতুন করে পোস্ট করে। ভাই আপনার নতুন টিউনের অপেক্ষায় রইলাম।

Level 0

খুব কঠিন লাগতেছে ।পরে ট্রাই করবো ।

Level 0

Zahid vai …. Thank u very much for this

ভাই এখানেতো application identifire option টা খুজে পাচ্ছি না

Level 0

Thanks

vai, firefox e jokhon https site browse kori tokhon error, unsecured content dekhacce. google crome er moto aki vabe –ignore-certificate-errors –allow-running-insecure-content add koreci, port diyeci 8000.

r port 8080 dile https site problem loading page dekhay.

Level 0

vai uploder.exe on hoa sata sata off hoa jay……samadhan ki…….

Level 0

thnx …minimaze kore rakhse but kivave bujhbo kaj hoshe ? @zahid vai .. airtel 0.facebook.com ar bodole onno kono free server ase?

Level 0

🙁 anak try korlam….tau holona ……

Level 0

Thanks Jahid Vai……….

Level 0

@জাহিদ ভাই আইটা দিয়ে তো আই পি হাইড করব ভাল কথা কিন্তু ফ্রী নেট না থাকলে আই পি হাইড করে লাভ কি। ভাই দয়া করে নতুন ফ্রী নেট ট্রিক দিন simple server/portable proxy কাজ করে না। আর এইটা দিয়ে কি ফ্রী নেট use করা যাবে?

Python msi কিভাবে ডাউনলোড করব কোন লিংক খুজে পাচ্ছি না