আমার দেখা মজিলার সেরা এড-অন গুলো শেয়ার করছি

মজিলা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। এড-অন গুলার জন্য অন্য ব্রাউজার এর ধারে কাছেও আসতে পারছে না। যদিও অনেকে ভিন্ন মত পোষন করে থাকে। শত বিতর্কের মাঝেও আমার কাছে মজিলাই সেরা। শুধু মাত্র এড-অনই নয় মজিলার বিভিন্ন ফিচার এখনো আমাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করতে বাধ্য করছে। যদিও আমি সব জনপ্রিয় ব্রাউজার ব্যবহার করে থাকি।

আমি যে সব এড-অন গুলো ব্যবহার করি তা আপনাদের মাঝে শেয়ার করছি। এর মধ্যে অনেক গুলার কথা জানেন কিন্তু তারপরেও শেয়ার করলাম যদি আপনাদের কাজে লাগে!

Adblock Plus 1.2

ওয়েব সাইটের বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করার জন্য এই অসাধারন এড-অন। যা আপনার ব্রাউজিং স্পিড বাড়াবে।

AniWeather

এনিমেটেড লাইভ আবহাওয়া আপডেট। যা কিনা রোদ বৃষ্টির সত্যি আপডেট দিবে!

AutoCopy

ওয়েব পেজের যে কোন লিখা মাউস দিয়ে সিলেক্ট করে দিন। ব্যস অটো তা কপি হয়ে যাবে। কষ্ট করে copy তে ক্লিক করতে হবে না।

AutoPager

এটা যে কোন সাইট অটো লোড হবে অর্থাৎ যে কোন সাইটের Next বাটন ক্লিক না করেও পরের পেজ গুলা শো করবে।

FastestFox

যা আপনার ব্রাউজিং গতি বাড়াবে।

Flashblock

অনেক সাইটেই অপ্রয়োজনীয় ফ্ল্যাশ এনিমেশন থাকে যা স্পিড অনেক কমিয়ে দেয়। এটা তা ব্লক করে দিবে। তবে আপনার প্রয়োজনীয় ফ্ল্যাশ ক্লিক করে দেখতে পারবেন।

FlashGot

আমাদের প্রিয় একটি ডাউনলোড ম্যানেজার হলো IDM। অনেক ক্ষেত্রে অনেক সাইট থেকে IDM থেকে ডাউনলোড না হয়ে মজিলা থেকে ডাউনলোড শুরু হয়। ঐসব সাইট থেকে IDM দিয়ে ডাউনলোড করতে এ আড-অন।

ScoreWatch

এটা দিয়ে ক্রিকেটের লাইভ স্কোর আপডেট জানা যায়।

SearchPreview

এটি খুব প্রয়োজনীয় সার্চের জন্য। আপনি গুগলে সার্চের সময় সাইটগুলোর প্রিভিউ দেখে নিতে পারবেন।

TimeTracker

এটা দিয়ে জানতে পারবেন আপনি কতক্ষন ব্রাউজিং করেছেন মজিলা দিয়ে।
এছাড়াও আরো কত কি!

মজিলা নিয়ে আমার আগের টিউনঃ

  1. Mozilla এর গতি কয়েক গুন বাড়িয়ে নিন!!

  2. বদলে ফেলুন আপনার Facebook এর চেহারা !!!!!!!!!

  3. 2780 Live TV Channels দেখুন mozilla তে !!!!!!!!

  4. এবার প্রাইভেট ব্রাউজ করুন মজিলাতে গোপনীয়তা রক্ষা করে

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফায়ার ফক্স ব্যবহার করি কিন্তু এডঅনের বিষয়ে তেমন মাথা ঘামাইনি।আজ আপনার বদৌলতে জানলাম।অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।আরও কিছু এড অন থাকলে পরবর্তীতে জানাবেন সেটা আপনি ব্যবহার করেন আর না করেন।

VALO RAGLO

Level New

আমিও ঠিক একই শিরোনামে আমার ভালো লাগা firefox addons গুলো নিয়ে টিউন করতে চেয়েছিলাম….. তার আগেই আপনি করে ফেললেন…. আমি কিছুদিন পর আমার গুলো নিয়ে লিখবো (যে গুলো আপনি উল্লেখ করেননি)……
আর addons গুলো নিয়ে একটু বিস্তারিত বললে ভালো হতো….
by the way…. thanks for sharing….

টিউনটি সুন্দর হয়েছে । প্রয়োজনীয় add on গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ।

উপস্থাপনার সুন্দর্যের দিক থেকে আমার মনে হয় firefox addons নিয়ে করা এই পর্যন্ত সেরা টিউন এটাই,খুবই ভাল মানের টিউন,উপকারে আসবে ধন্যবাদ টিউনের জন্য।

অসাধারন। অনেক ধন্যবাদ।

Level 0

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ভাল লাগলো
those who are SEO for them SeoQuake SEO is so impotent I think

here you is this https://addons.mozilla.org/en-US/firefox/addon/3036/

Adblock Plus ছাড়া সবগুলোই কাজে লাগবে। কারণ নেট এ সাইটের পর সাইটে ভিজিট করে হারিয়ে যেতে চাইলে বিজ্ঞাপনটা জরুরী।
ধন্যবাদ……

খুব ভাল টিউন হাসান যোবায়ের ভাই …..অনেক ধন্যবাদ।

খুব ভাল….কাজে লাগবে

ভাল হয়েছে…………………….. ধন্যবাদ এসব এডঅন গুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

wonderful !

Level 0

খুব ভাল লেগেছে,অনেকগুলো আমি ব্যবহার করছি।সত্যিই অনেক ভাল কাজ দেয়,ধন্যবাদ আপনাকে 🙂

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

টিউনটি সুন্দর হয়েছে । শেয়ার করার জন্য ধন্যবাদ ।

যোবায়ের ভাই আমার শুভেচ্ছা নিবেন। আমি আর কি বলবো। আমি টেকটিউনে নতুন এসেছি। আমি কোন টিউন পাবলিস করতে পারছি না। আমাকে একটু এ ব্যাপারে সাহায্য করলে ভালো হতো।