বাংলাদেশে 3G কাভারেজ খুবই সীমিত। যাহোক, আপনি চাইলে ৫১২ kbps Speed পেতে পারেন 2G তেও! কিভাবে? তাহলে শুরু করা যাক ...
কেন Speed বাড়ানো প্রয়োজন :
Fast Web Browsing
Torrent File Download
IDM Download
যা যা লাগবেঃ
২ টি internet connection ( 256kbps + 256kbps ), হতে পারে BL+ BL অথবা BL+GP অথবা BL + ROBI অথবা আপনার যেটা ভাল লাগে। Note : আপনি একাধিক internet connection ব্যবহার করতে পারেন, হতে পারে সেটি 2G অথবা 3G অথবা BROADBAND অথবা অন্য কোন। তবে আমার post টি 2G নিয়ে, তাই আপাতত ২ টি 2G connection হলেই চলবে। আপনি ১ টি connection Mobile দিয়ে, এবং অন্য টি Modem দিয়ে করতে পারেন।
আমি মনে করি, আপনার একটি GP or BL Modem আছে, এবং আপনি Android or Nokia SmartPhone ব্যাবহার করেন যা দিয়ে PC তে internet connection দেয়া যাবে।
BL Unlimited ৭৫০ টাকা + BL Night Time Unlimited ৩৫০ টাকা = ১১০০ টাকা । Note: রাতে Download করার জন্য এটা কম খরচে নিতে পারেন। GP বেশি খরচ পরবে, এবং MB কম পাবেন।
আমি clinkme। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আস সালামু আলাইকুম । ভাঈ আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা পোস্ট শেয়ার করার জন্য , আমি এইটা অনেক দিন যাবত খুজতেছিলাম । এখন কথা হল আমি এইটা ট্রাই করছি কিন্তু কাজ হই নাই । এখন আপনি যদি সাহায্য করেন তা হলে আমার জন্য খুব উপকার হয় । আর আপানার ফেসবুক আইডি টা কি দেওয়া যাবে?
এটি একটি দারুন সফটও্যায়ার। যখান থেকে এটি পেয়েছি তখন থেকে আমি ব্যবহার করছি। মানে যখান থেকে dispatch রিলিজ করেছে। আমি আমার ব্রডব্যান্ড ১এমবি, বাংলালায়ন মডেম ১এমবি এবং জিপি মডেম ৫১২কেবি স্পিড লাগিয়ে প্রায় ২.৫ এমবি পর্যন্ত স্পিড পেয়েছি।
BL Unlimited ৭৫০ টাকা + BL Night Time Unlimited ৩৫০ টাকা = ১১০০ টাকা । bl+bl speed=60 kbps. Gp 512kbs=1100৳ speed=90kbps. Server response time বেশি হওয়ায় ব্রাউজিং বিরক্তকর both (2g double) or 3g.
ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।
চেষ্টা করে দেখবো….