আপনার ইন্টারনেট সংযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিয়ে নিন নেটওয়ার্ক মিটার গেজেট (আপডেট ভার্সন)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এটা আমার প্রথম পোষ্ট সুতরাং বুঝতেই পারছেন আমি টিউন করায় ততোটা এক্সপার্ট নই । তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

আজ আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো । সফটওয়্যারটি হল নেটওয়ার্ক মিটার । এটির মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট এর  কারজকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । এটা আপনার একটি ফায়ারওয়াল ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা আছে কি না তা ও আপনার ডাউনলোড এবং আপলোডের কার্যকলাপ এমনকি কি, আপনি আপনার আইপি ঠিকানা বলে দিবে । এটি আপনার ইন্টারনেট সংযোগ এর গতি বা যেকোনো সমস্যা সংক্রান্ত সতর্ক বার্তা প্রেরন করে ।

নেটওয়ার্ক মিটার ওয়্যারলেস নেটওয়ার্ক মিটার ও তারযুক্ত নেটওয়ার্ক মিটার অন্তর্ভুক্ত. এই গ্যাজেট আপনি SSID, সংকেত গুণ, অভ্যন্তরীণ IP ঠিকানা, এক্সটার্নাল আইপি ঠিকানা, গুগল ম্যাপস, স্পিড টেস্ট, আপলোড স্পিড, ডাউনলোড গতি, এবং অবশিষ্ট এবং ব্যবহারের সময় স্কুলের এবং অভেদ্য আপনার কানেকশন নিরাপদ কি না তা দিয়ে আইপি লুকআপ প্রদর্শন করবে ।

সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে

Level 0

আমি ইব্রাহীম হোসেন রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

প্রিয় টিউনার,

টেকটিউনস নীতিমালা ১.১৩ অনুযায়ী – টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে “আমার ব্লগ বা সৌজনে” উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

আপনি টিউনে নিতিমালা ভঙ্গ করেছেন।

কোন সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে। সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর নিজেস্ব ওয়েবসাইট বা প্রডাক্টপাতা ডাউনলোড লিংক দিতে হবে। অথবা সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর নির্মাতা বা নির্মাতা প্রতিষ্ঠান দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড এর ঠিকানা দিতে হবে।

আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। উদাহরণ সরূপ এই টিউনটি ://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন। টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

পুরাই ফাউল পোস্ট করছেন। প্রথমে আপনি আপনার ব্লগ এ নিয়ে গেলেন তারপর দেখি download.cent.com এর লিঙ্ক দিছেন। পারলে সফটওয়্যার ফুল ভার্সন সহ যে কোন এক শেয়ারিং সাইট এ আপলোড করবেন।