২০ ডলারের প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট আপনার জন্য শেয়ার করলাম একদম ফ্রি ! নিয়ে নিন আপনার এক কপি টেমপ্লেট…

Sevida হল ব্লগার/ব্লগস্পটের জন্য অন্যতম জনপ্রিয় একটি টেমপ্লেট বা থিম। কিন্তু এটি ফ্রি তে পাওয়া যায়না। ফ্রি তে পাওয়া না গেলেও আমাদের সব ব্লগারদেরই আশা থাকে ভালো কোন প্রিমিয়াম টেমপ্লেট দিয়ে নিজের ব্লগটি আকর্ষণীয় করে তোলা। এটি মূলত ম্যাগাজিন সম্পর্কিত ব্লগের জন্য ১০০% উপযোগী। তবে আপনি চাইলে কিংবা আপনার পছন্দ হলে আপনিও আপনার যেকোন ব্লগে Sevida প্রিমিয়াম রেসপন্সিভ টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন।
তাই আপনাদের জন্য আজ ব্লগার মারুফ নিয়ে এলো Sevida Premium Responsive ব্লগার টেমপ্লেট সম্পূর্ণ ফ্রি! থিমফরেস্ট -এ আপনাকে এর মূল্য দিতে হত গুনে গুনে $২০ ডলার। আমার কথা বিশ্বাস না হলে এখানে ক্লিক করে দেখে আসুন থিমফরেস্টে এর মূল্য কত। যাই হোক যারা টেমপ্লেটটি এখনো দেখেননি তাঁরা এখানে ক্লিক করে ডেমো দেখে আসুন।
Template টির ফিচারগুলো জানতে এখানে ক্লিক করুন। আর পছন্দ হলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
প্রিমিয়াম ব্লগার টেম্পলেট
টেমপ্লেট সম্পর্কে আপনার মন্তব্য প্রদানে কার্পণ্য বোধ করবেন না। পোস্টটি সর্বপ্রথম এখানে প্রকাশিত। আজকের মত বিদায়। আল্লাহ হাফেজ।

সৌজন্যেঃ  ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

অসাধারণ একটি টেমপ্লেট ধন্যবাদ আমাদের সাথে সেয়ার করার জন্য ।

ধন্যবাদ।

ডাউনলোড করতে পারলাম না অন্য কোন সাইডে আপলোড করে দিলে ভালো হয় আর আপনার ব্লগের টেমপ্লেট টা কি দেয়া যাবে ? ধন্যবাদ

    @obujh balok vai: keno download korte parlen na? ki error dekhacce ba ki problem hosse? kindly janale upokrito hotam.because ami regular ei box.com e onek important file upload kori.

Level 0

please see it

The package could not be installed. The theme is missing the style.css stylesheet.

Theme install failed.

    @s2: মুশকিল ব্যাপার। অনেকেই ডাউনলোড করে ইন্সটল দিয়েছে। সমস্যা হলে সবারই সমস্যা হওয়ার কথা মনে হচ্ছে।

ধন্যবাদ ভাইজান 🙂

আমি ইন্সটল করলাম। কিন্তু কিছু প্রবলেম হচ্ছে। পেজগুলো যেমন, হোম, এবাউট আস ইত্যাদি এডিট করার অপশন খুজে পাচ্ছি না। কিভাবে এডিট করব একটু যদি বলে দিতেন।

আমার ব্লগের ঠিকানাঃ http://bdjoker53.blogspot.com

    @The BD Joker ঃ এগুলো এডিট করতে হলে টেম্পলেট সেকশন থেকে Edit Html করে মেন্যুর নাম এবং লিঙ্ক গুলো এইচটিএমএল কোড এডিট করতে হবে/

      @ব্লগার মারুফ: এ বিষয়ে কি আপনি আমাকে কোন হেল্প করতে পারেন? কোন টিপস অথবা গাইডলাইন দিতে পারলে খুব উপকার হতো।

        @The BD Joker: তার আগে আপনাকে বলতে হবে আপনি এইচটিএমএল পারেন কিনা? না পারলে তো সম্ভব নয়।

About
Contact
More

উপরের কোডগুলো রয়েছে আপনার টেম্পলেটে। এই কোডগুলোর ভিতরে মেন্যু নাম যেমনঃ About, Contact ইত্তাদি দেওয়া আছে। ওগুলা আপনি আপনার মত না দিবেন এবং <a href='#' এর জায়গায় # এর বদলে আপনার ওই মেন্যুর লিঙ্কগুলো দিন। এখন সেভ করুন। আপনি যদি কিছুটা হলেও এইচটিএমএল জেনে থাকেন। তাহলে হয়ত কিছুটা হলেও আমার কথা বুঝেছেন। অন্যথায় আপনাকে এইচটিএমএল শিখতে হবে।
Menu 1
Menu 2
Menu 3
Menu 4

    @ব্লগার মারুফ: বুঝতে পেরেছি মারুফ ভাই। এইচটিএমএল পারিনা বল্লেই চলে। তারপরও চেষ্টায় থাকলাম। যদি কোথাও আটকে যাই তাহলে আপনার দারস্থ হব ইনশাআল্লাহ।

      @The BD Joker: অবশ্যই অবশ্যই। টেকটিউনের কমেন্টে কোড দিলে দেখায় না। তাই আপনি আমাকে মেইল করিয়েন। আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। [email protected]

অসাধারন ………………