কিছু দরকারী ওয়েবসাইট, সংগ্রহে রাখুন-কাজে আসবেইঃ পর্ব-এক

ডেটিং স্পেশালিস্ট

অনেকেই আছে নতুন প্রেমে পড়েছেন বা রিলেশনে জড়িয়েছেন। প্রতিটা রিলেশনেই নানা ধরণের সমস্যা থাকে এবং সেসব সমস্যার সমাধাণের জন্য লাভগুরু টাইপ বন্ধু-বান্ধব বা ব্যক্তির কাছে ছোটেন, তাদের জন্য একটি সাইটের সন্ধান দিচ্ছি।
প্রেম-ভালবাসা-রিলেশন নিয়ে নানা ধরণের অসংখ্য টিপস পাবেন এই সাইট থেকে।

ফ্যাক্টবুক

অনেকেই জানেন পৃথিবীর প্রায় প্রতিটা ঘটনা এবং বিষয়বস্তু সম্পর্কে Central Intelligence Agency (CIA) নজরদারি করে এবং সেগুলো সম্পর্কে তথ্য জমা রাখে, কিন্তু এটা কি জানেন যে এসব তথ্যকোষ থেকে অনেক গুরুত্বপূর্ন তথ্য-ই তারা পাব্লিক করে রেখেছে? অনেক অজানা বিষয় এবং ফ্যাক্ট সম্পর্কে জানা এবং রিসার্চ করার জন্য সিআইএ এর অফিসিয়াল এই সাইট টি হতে পারে আপনার জন্য অফুরন্ত জ্ঞানভান্ডারের উৎস।

হাউ স্টাফ ওয়ার্কস

অনেক বিষয় এবং বস্তু আছে যেগুলো সম্পর্কে আমরা জানতে চেষ্টা করি। এটা কেন হয়-কিভাবে হয়-কারন কি...নানা রকম প্রশ্ন জাগে।
আবার অনেক বিষয় এবং বস্তু আছে যেগুলো সম্পর্কে আমরা জানিনা তাই জানার চেষ্টাও করিনা... এমন অনেক অনেক বিষয় সম্পর্কে জানার জন্য এই ওয়েবসাইট টি হতে পারে আপনার জন্য অমুল্য এক আধার, যা আপনার দৃষ্টিভঙ্গি এবং জানার পরিধি কে পাল্টে দিবে।

মাইন্ড টুলস

অন্তর্জাল জুড়ে অসংখ্য ব্লগ ছড়িয়ে আছে যেখান থেকে অনেক ইউজফুল এবং ইন্টারেস্টিং বিষয় জানতে এবং শিখতে পারবেন, কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য ইউজফুল এমন ব্লগ কয়টি আছে? মাইন্ডটুলস ব্লগটি থেকে আপনি "প্রাক্টিক্যাল ক্যারিয়ার স্কিল" গুলো সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন যা আপনার কর্মক্ষেত্রে প্রয়োগ করে নিজের কর্মদক্ষতা এবং অবস্থান কে আরো উপরে নিয়ে যেতে পারবেন।
এন্ট্রি-মিড লেভেল জব সিকার এবং জব হোল্ডারদের জন্য অনেক হেল্পফুল একটি ব্লগ।

ল্যুমোসিটি

অনেকেই ফেসবুক এবং অনলাইনের বিভিন্ন সাইটে গেম খেলেন। অনেকের পরিবারেও বাচ্চা থাকে যারা অনলাইনে গেম খেলে। কিন্তু বেশিরভাগ গেম ই হয় টাইমপাসিং টাইপের যা থেকে সময় নষ্ট ছাড়া শেখার বা কাজে লাগানোর মত কিছু থাকেনা। এই সাইটে যে গেমগুলো আছে সেগুলো মূলত ব্রেন গেম। শুধু পাজল গেম নয়, হরেক রকম। এই সাইট টিতে গেম খেলার মাধ্যমে আপনার ব্রেন কিভাবে কাজ করে, আপনার ব্রেনের শক্তিশালী এবং দূর্বল দিক, দূর্বল দিক গুলোকে শক্তিশালী করা, স্মৃতিশক্তি কে বাড়ানো, ম্যাথের দূর্বলতা কাটিয়ে ওঠা সহ নানা বিষয়ের উপর ব্রেন কে ট্রেনিং দিতে পারবেন।

আজ এ পর্যন্তই। আপনাদের সাড়া পেলে আবারও নতুন কিছু দরকারী ওয়েবসাইটের সন্ধান নিয়ে আসব। পোস্ট কাজে আসলে এবং ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Level 0

আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 377 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব বেশি কিছু জানিনা। তবে যেটুকু জানি শেয়ার করতে চেষ্টা করি। ফেসবুকেঃ https://www.facebook.com/shornomrigo


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই দরকারী ওয়েবসাইট । অনেক ধন্যবাদ ।
তবে একসাথে আরও বেশি বেশি করে দিবেন ।

    @এ.এস:
    ধন্যবাদ। এক সাথে বেশি দিতে গেলে টিউন বড় হয়ে যেত, অনেকে বড় পোস্ট পড়তে বিরক্তবোধ করেন।
    তাছাড়া সময় টাও একটা ফ্যাক্টর…

Level 2

Thanks.

Cool,Thankx

Level 2

ধন্যবাদ ভাইয়া

Level 0

অনেক সুন্দর হয়েছে।