আসসালামু আলাইকুম। কেমন আছেন?
আশা করি ভাল আছেন। 😆
আমার ৬ষ্ঠ টিউন এ আপনাদের স্বাগতম।
সাধারণত Youtube এর ভিডিও Resume সাপোর্টসহ ডাউনলোড করা যায় না।
কিন্তু আজ আমি আপনাদের দেখাব কি করে Youtube এর ভিডিও Resume সাপোর্টসহ ডাউনলোড করতে হয় ।
১. প্রথমে JDownloader ডাউনলোড করুন।
২. JDownloader ইন্সটল করুন এবং ইহা ওপেন করুন। (JDownloader ইন্সটল করতে আমাদের JAVA ইন্সটল করতে হবে যাদের নেই তারা ডাউনলোড করুন )
৩. অতঃপর Add URL's আইকন এ ক্লিক করুন।
অতঃপর নিচের মত আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে।
৪. ইউটিউব এর URL টি লিখুন অথবা Web Page থেকে কপি করে পেস্ট করুন। অতঃপর "Parse URL's" আইকন এ ক্লিক করুন। নিচের মত করে।
Example: নিচের মত করে।
৫. "Parse URL's" আইকন এ ক্লিক করার পর নিচের মত Window ওপেন হবে।
আমি মুহাম্মাদ মুনিরুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Eagle get , orbit , flash get , DAP এও রিজুম সাপোর্ট করে । । । । । ।