যেভাবে Youtube এর ভিডিও Resume সাপোর্টসহ ডাউনলোড করতে হয়

আসসালামু আলাইকুম। কেমন আছেন?

আশা করি ভাল আছেন।  😆

আমার ৬ষ্ঠ  টিউন এ আপনাদের স্বাগতম।

সাধারণত Youtube এর ভিডিও Resume সাপোর্টসহ ডাউনলোড করা যায় না।

কিন্তু আজ আমি আপনাদের দেখাব কি করে Youtube এর ভিডিও Resume সাপোর্টসহ ডাউনলোড করতে হয় ।

১. প্রথমে JDownloader  ডাউনলোড করুন।
২. JDownloader ইন্সটল করুন এবং ইহা ওপেন করুন। (JDownloader ইন্সটল করতে আমাদের JAVA ইন্সটল করতে হবে যাদের নেই তারা ডাউনলোড করুন )

৩. অতঃপর Add URL's আইকন এ ক্লিক করুন।

অতঃপর নিচের মত আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে।

৪. ইউটিউব এর URL টি লিখুন অথবা Web Page থেকে কপি করে পেস্ট করুন। অতঃপর "Parse URL's" আইকন এ ক্লিক করুন। নিচের মত করে।

Example: নিচের মত করে।

৫. "Parse URL's" আইকন এ ক্লিক করার পর নিচের মত Window ওপেন হবে।

উপরের ছবির মত বিভিন্ন কুয়ালিত্য তে ডাউনলোড করতে পারবেন। , like "Flv", "Mpeg  "Avi", "mp3" etc. ফরম্যাট এ ।
৬. উপরের ছবির মত প্রথমে Mouse এর ডান বাটন এ ক্লিক করার পর "continue with selected link" লেখাতে ক্লিক করলে Automatic ডাউনলোড শুরু হবে।
৭. আরপর কন কারনে Disconnet  হলে (কারেন্ট চলে গেলে, কম্পিউটার বন্ধ হলে)   অই লিংক এর উপর Mouse এর ডান বাটন এ ক্লিক করার পর "Enable" or "Resume" বাটন এ ক্লিক করুন । অতঃপর PLAY Button এ ক্লিক করুন। তাহলে আবার অই খান থেকে ডাউনলোড শুরু হবে।
আশা করি ভাল লেগেছে। ভাল লাগ্লে কমেন্ট করতে ভুল্বেন না ।
আবার দেখা হবে।
আসসালামু আলাইকুম।

Level 3

আমি মুহাম্মাদ মুনিরুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Eagle get , orbit , flash get , DAP এও রিজুম সাপোর্ট করে । । । । । ।

download e fatal error dekasse