সাইট বানাতে বা ডেভলপ করতে চাচ্ছেন? জেনে নিন কি রকম সাইট কেমন ভিজিটর পাবে।

আপনি সাইট বানাতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কি রকম সাইট বানাবেন?  প্রথমেই মনে রাখতে হবে ভিজিটরের উপর নির্ভর করে আপনার সাইটের ইনকাম হবে। কিন্তু সব রকম সাইট ভিজিটর সমান পায় না, কেও বেশি পায় কেও বা কম। কি রকম সাইট ভিজিটর কেমন পায় তা নিম্মে দেখানো হলঃ

Social Networking site: 10000+ কিন্তু ফেসবুকের আবিষ্কারের মাধ্যমে এখন এই ধরনের সাইট বিলুপ্তির পথে।

Question Answer site  ঃ মুষ্টিমেয় দুটি সাইট হল ইয়াহু এবং stack এর superuser/overflow এই দুই কোম্পানির সাইট। কিন্তু তাই বলে তাদের সাথে পেরে উঠবেন না তা হয় না। এখন ও এই টাইপের সাইটের ব্যপক চাহিদা রয়েছে এবং পাক্ষিক ১.৫ কোটি ভিজিটর প্রত্যাশা করা যায়।

Public Blog: পাব্লিক ব্লগ কেমন হবে তার উপর নির্ভর করে সাইটের ভিজিটর নির্ভর করে যেমন টেকনোলজি ভিত্তিক হলে মাসে ৫০ হাজার+ আবার রাজনৈতিক কিংবা সাহিত্য নির্ভর হলে ২০হাজার +

টিউটোরিয়াল ভিত্তিক হলে ভাল ভিজিটর পাবেন। তবে আপনাকে চরম ভাবে onpage seo করতে হবে। এর জন্য এটি পড়তে পারেন।

এই রকম সাইট গুগল এডসেন্স এপ্রুভ করে। এবং মাসে আপনি টেকটিউন্সের মতই খুব ভালো ইনকাম করতে পারবেন।

ডাউনলোড সাইটঃ ইন্টারনেটের প্রায় ৪০ শতাংশ ট্রাফিক সাধারনত এই সকম সাইটে দেখা যায়। কি প্রকার ডাউনলোড এর উপর ভিত্তি করে এই সকল সাইটের ট্রাফিক নির্ভর করে যেমন গানের ডাউনলোডের সাইটের ট্রাফিক মাসে ১০ লক্ষ + মুভি ডাউনলোডের ট্রাফিক মাসে ৫০ লক্ষ+ বিভিন্ন ক্র্যা(ক) সফটওয়ার বা এন্ড্র্য়েড এপ ডাউনলোড সাইটের ট্রাফিক ১ কোটি +, উল্লেখ্য এই ধরনের সাইটে গুগল তাদের এড দেখাতে খুব একটা আগ্রহী না। আপনি যদি ভালো মানের ট্রাফিক পান তাহলে আপনাকে ট্রাইব নেশনের দ্বারস্ত হতে হবে। এবং এরকম একটি সাইট আপনার থাকলে সারা জীবন জমিদারের মত খেতে পারবেন।

ফোরামঃ Q/A সাইটের মত এই সকল সাইটে যদি ইউনিক সলুশন কিংবা কন্টেন্ট থাকে তাহলেও চরম ভিজিটর পাবেন। warriror forum এর বর্তমান বাজার মূল্য ১২৮ বিলিয়ন ডলার।

টিউব বা ভিডিও সাইটঃ ইউটিউবের মত সাইটকে টিউব সাইট বলা হয়। আপনার মনে প্রশ্ন হতে পারে ইউটিউব থাকতে কেও আপয়ার ভিডিও সাইট আসবে কেন?

হ্যা। কিন্তু আপনি এমন কিছু ভিডিও রাখলেন যা সাধারনত ইউটিউব রাখে না তাহলে ভিজিটর আপনার সাইট আসতে বাদ্য। যেমন ধরিন তালেবানদের ভিডিও, মস্তক ছেদনের ভিডিও, এক্সিডেন্টের ভিডিও, গোর ভিডিও, ইত্যাদি। এই টাইপের চরম সাইট হল bestgore.com এবং prochan.com

এছাড়া ডিপ অয়েভ ভিডিও, এলিয়েন, ইউএফো ইত্যাদি ভিডিও ও রাখতে পারেন। পাশাপাশি ইউটিউবের ভিডিও ও দেখাতে পারেন।

পর্ন সাইটঃ সাধারত এই সকল সাইট ভিজিটর খেকো। আপনাকে না করতে হবে seo করতে না করতে হবে কোন টেনশন। একটি সাইট খুলুন এবং বসে বসে টাকা কামান। কিন্তু এটি খোলা সম্পূর্ন মানবেতর দিক থেকে চিন্তা করতে হবে। ইন্টারনেটের ভিজিটরের ৮৮% ই এই সকল সাইটে দেখা যায়, তার একটি বৃহৎ অংশ আসে ইন্ডিয়া, আমেরিকা সহ বিভিন্ন ল্যাটিন আমেরিকার দেশ থেকে।চীন, জাপান থেকে অল্প সংখ্যক ভিজিটর আসে, এই সকম সাইটের মাসিক ভিজিটর ৫০০ কোটি +

নিউজ সাইটঃ ব্যাঙের ছাতার মত গজানো নিউজ সাইট ও ভালো ইনকামের পথ খুজে দেবে। তবে তার জন্য আপনাকে কষ্ট করতে হবে । আর যদি না করতে চান তাহলে আমার এই টিউন পড়ুন।

ধন্যবাদ।

Level 0

আমি ইফতেখার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যে কোন বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ০১৫৫৪৫২১১৬৩


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বস যা হইছে না ! সত্যিই রিভিউটি ভালো হয়েছে। ধন্যবাদ। আমি একখান বাংলা ব্লগ খুইলা বসেছি।

    try not to write bangla. Use custom domain host and install wp. There will be no one who can postpone your success

Level 0

সেইরম হইছে। 🙂

Level 0

পর্ণ সাইটের অপশনটাই ভুল তথ্য দিলে খুশি হতাম যাতে মানুষ পূর্ণ সাইট না খুলে । কারন মানুষ লোভী এখন আপনার সাইট পড়ে যদি কেউ খুলে তাহলে গোনাহের ভাগিদার আপনিও হচ্ছেন । যায়হোক , পুরো টিউনটিই হট টিউন হয়েছে ।

ধন্যবাদ.

আপনার পোস্টগুলো অনেক সুন্দর হয়। আমার তিনটি প্রিমিয়াম ডোমেইনের সাইট আছে যা ব্লগারে হোস্ট করা। কিন্তু পোস্ট করতে পারিনা। কি করলে তবুও ভিজিটর আসবে একটু চেক করে বলতে পারবেন।

Concept about Freelancing
Facebook Video Download Tricks
Free Sms Sending Way

    @মোস্তাফিজুর ফিরোজ: fuq blogspot. full of shit…

টিউনটা ভালই হইছে।ধণ্যবাদ